…………
তোফাজ্জল ভাল থেকো
…………
পূণ্যাত্মা বললো সোনা পাখি এবার ঘুমাও
আমার ঘুম পাড়ানি গানে বুজে আসুক তোমার চোখ
বলল সে,এখন ঘুমাবো না আমি
আমি দুচোখ ভরে নীলাকাশ দেখব আর শুনব সে জোছনালোকিত সবুজের গান–
আবার এলো পূণ্যাত্মা – বললো ঘুমাও
আমি তোমাকে শোনাব গানের পাখি বেবী নাজনীনের গান
বলল সে,না -এখন আমি জেগে জেগে হায়েনার থাবা থেকে মুক্ত রাখব সার্বভৌম বাংলার মানচিত্র।
আবার পূণ্যাত্মা এলো।বললো সে এসো ভাত খাবে – না হারুনেব হোটেল নয় – সবুজের বুকে ঝকমকে আনন্দ হোটেল – যেখানে শুধুই আলোর পাখিরা খায় গান গায় খেলাধূলা করে –
সায় দিলে তুমি। বললে, মা ছোটবেলায় আমাদের খাওয়াতে খাওয়াতে বেহেস্তের গল্প বলতেন – এটা বুঝি সেই স্হান- নদী আছে
সারি সারি খেজুর বাগান- হুররা কি দারুণ
সেজেগুজে পরিবেশন করে অমৃত পানীয়…
হে প্রিয়জন ওদের পৈশাচিক আনন্দ আক্রোশ তোমাকে উপহার দিলো বেহেস্তের জান্নাতুল ফেরদৌস-
ভাল থেকো পিতৃমাতৃহীন তোফাজ্জল
ভালো থেকো ভালো থেকো দানবের নখরাঘাতে ছিন্নভিন্ন স্বদেশ আমার—
………….
চট করেই পড়ব ঢুকে
………….
এইতো আমি কাছেই আছি ভয় পাসনে খোকা
তোরা কেনো দুঃখাক্রান্ত হলি এমন বোকা ?
আইছি আমি নাইওর খেতে ফিরব সময়েই
বুঝবে সবাই খুনী হলেও বিকল্প আর নেই!
হঠাৎ করেই পড়বো ঢুকে পাল্কিখানাও রেডি
দেখিয়ে দেব পালায় না সে শেখ মুজিবের বেডি।
সত্য এটি- ভয় পেয়েছি বিচ্ছু দামাল দেখে
তাইতো সোনা পালিয়েছি তোদের একা রেখে।
এবার এসে মেধাবীদের ফেলব ঠিকই মেরে
যারা আমার সিংহাসনটা নিলো হঠাৎ কেড়ে
বলছি তোদের মন দিয়ে শোন খেলরে নতুন খেলা
বলবে সবাই তোরা যে সব ইবলিশেরই চেলা।
বাড়িয়ে দেনা খূন খারাবি লাগ ভেলকি লাগ
হালুম হালুম বাঘ হয়ে যা থাকিস না আর ছাগ
কেউবা বলে খুনের নেশা বাবাও ছিলেন খুনী
আমরা দেখো পাগলা কুকুর পাথরেও বীজ বুনি
স্বাধীনতার পরেই হঠাৎ জাসদ নামে মাঠে
শেখ মুজিবও ভুল করলেন রাজনীতির এই পাঠে
দমন নীতির বেড়াজালে গর্তে ঢোকে ওরা
গণবাহিনী হয়ে ওঠে সরকারের বিষফোড়াঁ।
হত্যা হত্যা প্রতিশোধে মরলো লাখো ছেলে
আলীগ তখন বিদায় হলো বাকশালী চোখ মেলে
নির্মম আগস্ট কেড়ে নিলো শেখ মুজিবের প্রাণ
তার সহচর মোশতাইক্কা ধরলো জাতির গান।
সবার শেষে পেলেন জিয়া দেশ শাসনের ভার
তার নেতৃত্বে গণতন্ত্রের খুললো মহা দ্বার।
সে ইতিহাস নতুন করে বলার কিছুই নেই
দেশটা নিয়ে ভাবতে গেলেই হারিয়ে ফেলি খেই।
স্বৈর এরশাদ বিদায় নিলেন আন্দোলনের মুখে
ভেবেছিলাম দেশের মানুষ থাকবে মহা সুখে।
বি এন পি আর আলীগের ধূর্ত অভিসারে
তত্ত্বাবধায়ক বাতিল হলো শেখ হাসিনার মারে।
পিতার মতোই বাকশাল সিস্টেম এক দলীয় গান
আয়নাঘরের নির্যাতনে বাজত করুণ তান।
সঙ্গী হলো জাপা ইনু মেনন মিয়ার দল
তোষামোদে শেখ হাসিনা হলেন স্বৈর কল।
সাংবাদিক আর বুদ্ধিজীবী মারে সবাই তেল
উদ্যোক্তারাও তেল মাখিয়ে দেখান নতুন খেল!
সালমান আর এস আলমরা ব্যাংক করে লুটপাট
শেখ পরিবার ভাগের বেলায় নেয় যে পুরো ষাট ?
পাল্টে গেলো এসব হিসাব আগস্ট অভ্যুত্থানে
দেশটাতো নয় কারো বাবার ভাইরাল গানে গানে …
…………
পাল্টে যায়
………….
ঝড়ের দাপট দেখি পুরাতন ভেঙে একাকার
ভেঙে পড়ে মনুমেন্ট তছনছ দূর্ভেদ্য প্রাসাদ
তখনো কি ভালোবাসা দৃঢ়তায় দেবে অবসাদ
মানুষের ভাগ্যলিপি ভুল কর্মে হয় অন্ত:সার ।
ক্ষমতাই পাল্টে দেয় গণতন্ত্রী বনে স্বৈরাচার
তোষামোদে লিপ্ত হয় অর্বাচীন নাদান শামুক
জ্ঞানীরা দূরত্বে থাকে অধমেরা হয় সর্বভূক
আমিত্বের মোহ তার ভিত্তিমূল করে ছারখার।
কবিরা কবিতা চায় শব্দে বাধে শকুনীর ঠোঁট
পাল্টে গেলে ক্ষমতাই তার বুকে লাগে খুব চোট।
…………….
ক্রীতদাস নই
…………….
জন্মেছি অরণ্যলোকে আমি এক বৃক্ষ অধিপতি
পত্র পুস্পে আচ্ছাদিত বুক টান প্রদীপ্ত শরীর
আমার প্রতিজ্ঞা এই পাখি পাবে নিরাপদ নীড়
ভালোবেসে ঘর দেবো যদি থাকে তোমার সম্মতি।
স্মৃতির অলিন্দে তুমি একাকীত্বে নি:সঙ্গ শালিক
পুত্রের বেদনা নিয়ে কষ্টে থাকা চাঁদ সদাগর
সাহসী বেহুলা জানে দুখী এই মর্ত্য চরাচর
তার নৃত্য ভাঙবেই ফটকের সুকঠিন শিক ।
আমিও বন্দর খুঁজি ছেড়াদ্বীপে বাধবই ঘর
তুমিসহ সাথে নেব নীলিমার মুক্ত চন্দ্রালোক
তরঙ্গিত বালিয়াড়ি চাই আরো রোদ যুক্ত হোক
আদৃত স্বদেশ ভূমি বেজে ওঠে দৃপ্ত কন্ঠস্বর।
নই কোনো ক্রীতদাস মুক্ত দেশ সমুদ্র পাহাড়
আমি এক গাঙচিল সাধ্য নেই আমাকে বাধার।
……………..
বাংলাদেশ আমার বাংলাদেশ
……………..
মাঠের সবুজে খুঁজি খাল কাটা একটি কোদাল
ধারালো কাস্তের গানে চাষীদের মুখরিত সুর
ধানশীষে মুক্তপ্রাণ বেজে ওঠা সৌহার্দ্য নুপুর
অভাবীর হাতে দাও টাঙ্গাইলা কালিজিরা চাল।
তৃষ্ণার্তের দক্ষিণায় নেচে ওঠে কালিন্দির ঢেউ
সুনন্দার জন্য চাই উম্মাতাল আনন্দ দুপুর
কখন যে এসেছিল আশ্বিনের বৃষ্টিস্নাত হুর
জলের সানাই শুনে আনন্দিত চিতলের ফেউ।
ঘাসেরাও রক্তপ্রেমে গেয়ে ওঠে বিদ্রোহের গান
আন্দোলনে ভীতগ্রস্হ পালায় সে কূটবুদ্ধি নারী
পুড়েছে সন্তান মার স্বর্গ মর্ত্যে কি যে আহাজারি
ক্ষমতা কি ভয়ঙ্কর কেড়ে নেয় প্রতিবাদী প্রাণ।
আবার এসেছে ফিরে গণতন্ত্র প্রশান্ত সুদিন
দোয়েলের শিস শুনে বেজে ওঠে তাধীন তাধীন !