spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদঅন্যান্যঅনন্য'র সেমিনার : কেন্দ্রে ছিলো উত্তর আধুনিকতা

অনন্য’র সেমিনার : কেন্দ্রে ছিলো উত্তর আধুনিকতা

ঢাকা থেকে মাহবুব হাসান 

আলোচনার কেন্দ্রে নজরুলের বিদ্রোহীকে উত্তর ঔপনিবেশিক কবিতার আলোকে বিচার, বিশ্লেষণ করেছেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর, ঢকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক  ও বাংলা একাডেমির মহাপরিচালক ড.মুহাম্মদ আজম, কবি ও কথাশিল্পী মজিদ মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাহবুব হাসান। সেমিনারে সভাপতিত্ব করেন কবি জাহাঙ্গীর ফিরোজ। উপস্থাপনায় ছিলেন কবি জাকির আবু জাফর।

মূল প্রবন্ধে ড. মাহবুব হাসান বলেন, নজরুল উত্তর-আধুনিক কবি। তাঁর বিদ্রোহীতার প্রধান আকর কবিতা। উত্তর আধুনিকতার মৌল ধারণা ইউরোপীয়ান হলেও, বাংলাভাষা তার চারিত্রগতভাবেই তা ধারণ করেছে দেশের লোকসংস্কৃতির মাধ্যমে। হাজার হাজার বছরের লোকজীবনাচারের ভেতর দিয়ে যে কল্পনার ফল্গু উৎসারিত হয়েছে, তা অনেক শতাব্দী পেরিয়ে আজকের  জীবনের পরিপ্রেক্ষিতে অবতরণ করেছে।

ড. মুহাম্মদ আজম ও কবি মজিদ মাহমুদ– এ দুজনই পশ্চিমি ধ্যান-ধারনার আলোকে উত্তর আধুনিকতার আলোতে নজরুলকে বিচার করে প্রমাণ করেছেন যে বিনির্মাণ ও ডিকলোনাইজেশনের আকর হিসেবে নজরুল নিজেকে প্রস্তুত করেছেন আকৈশোর থেকে সারাজীবন পর্যন্ত। ১০২ বছর আগে ‘বিদ্রোহী’ যখন লিখিত হয়, তখনও ইউরোপে এ-নিয়ে কোনো ধারনারই জন্ম হয়নি। আমাদের সাংস্কৃতিক চেতনার আলোক যে কতো গভীরে প্রোথিত, নজরুলের এই উপনিবেশ বিরোধী কবিতাই তার বড় প্রমাণ।

নিউ এজ সম্পাদক, যিনি ইংরেজি সাহিত্যের ছাত্র, তিনি বিপুলভাবে ইউরোপিয়ান চেতনার স্কুলিং নিয়ে বলেন, তারা আরো গভীরভাবে এ নিয়ে চিন্তা করেছেন। কিন্তু আমাদের চেতনার আলোক ভিন্ন। আমাদের লোকমিথ ও মিথিক্যাল পরিপ্রেক্ষিত, জীবনাকাঙ্খাকে বর্ণময় করেছে ঔনিবেশিক সংস্কৃতির আভিজাত্যকে ছিঁড়ে-খুঁড়ে নতুন করে নিজেদের স্বাধীন ও সার্বভৌম চিন্তার দুয়ার উন্মুক্ত করে।

কবি জাহাঙ্গীর ফিরোজ সভাপতির বক্তৃতায় সেমিনারের বক্তাদের বক্তব্য সামআপ না করে তিনি বিষয়ের ভেতরে ঢুকে পড়েন। ফলে তার বক্তৃতায় নতুন ভাষ্য উঠে আসে।

উপস্থাপক কবি জাকির আবু জাফর উপস্থাপনার সময় নজরুলের আবেগঘন কবিতাংশ পাঠের ভেতর দিয়ে শ্রোতাদের অভিনিবেশকে উসকে দেন, যাতে নজরুলের চেতনার স্পর্শ তারা পান। সব মিলিয়ে গত শুক্রবার ১১ অক্টোবর আমাদের কেটেছে একটি সুন্দর বিকেল, যা মনের খোরাক যুগিয়েছে।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

এ্যাডঃমনিরুল ইসলাম মনু on গুচ্ছ কবিতা : বেনজীন খান
পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা