মুসতাইন জহির
জনাব মাহফুজ আনাম, আপনার বাপের প্রিয় নেতা, এবং যাকে জাতির আব্বাজান বলতে আপনি হয়রান তারও রাজনৈতিক আব্বা মোহাম্মদ আলী জিন্নাহ’র কোন কোন অবদানকে অস্বীকার করা যায় বলে মনে হয়? এদেশের ইতিহাস থেকে, জনসংস্কৃতি থেকে রাজনৈতিক আলোচনা থেকে তাকে কেন মুছে ফেলা হয়েছে?
তিনি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছেন? ব্যাস এটুকুই। এর চেয়ে বেশি কিছু অপরাধ তার রাজনৈতিক জীবনে ঘটে নাই। যে মানচিত্রে দাঁড়িয়ে আমরা বাংলাদেশ তৈরি করেছি, আমাদের রাষ্ট্র বাসনার আদি লড়াইয়ের তিনি অংশ। কেন তাকে আপনাদের বাঙালি জাতীয়তাবাদ ঘৃণায়, আক্রোশে ভিলিফাই করে গিয়েছেন? বাংলাদেশের কোথাও কেন সেই ইতিহাসের চিহ্ন, স্বীকৃতি ও সুস্থ আলোচনার পরিবেশ নাই। এই দেশে কেন তাঁর নামে কোন স্থাপনা নাই।
তিনি কি গণতন্ত্র হত্যা করেছিলেন?
তিনি কি একদলীয় শাসনের বাকশালী রাষ্ট্র বানিয়েছিলেন?
তিনি কি হাজার হাজার বিরোধী দলের কর্মীদের খুন করেছিলেন?
তিনি কি নিজের পেটোয়া জল্লাদ রক্ষীবাহিনী বানিয়েছিলেন?
তিনি কি তার রাষ্ট্রকে ইন্ডিয়ার করদ রাজ্য বানানোর আয়োজনে সায় দিয়ে ছিলেন?
তিনি কি তার দেশে একটি দুর্ভিক্ষ এনেছিলেন?
সেই তুলনায় বাকশালী মুজিবরের অপরাধ হিমালয় সমান। আপনাদের লজ্জাস্থানটা কোথায়? যেটা ঢাকা দিয়ে এরকম একটি নাটুকেপনার চেষ্টা করেন পিও?