নরক
………
বেশি কিছু না,হেমন্তের “ঘুম দুপুরে” হাঁটছি।
হলুদ চোখে আমার “কড়া রোদ”।
দূরের আকাশে বৃষ্টিরা আসছে।
চেয়ে দেখি কয়েকটি চিল ও শকুন।
মদের সাথে আমার মাংস চিবিয়ে খাচ্ছে।
৩০ সেপ্টেম্বর ২০২৪
ময়মনসিংহ
আত্মঅনুসন্ধান
…………
ঘুম থেকে উঠেও আবার ঘুমিয়ে যাই।
এভাবেই দিন রাত ঝিনুকলতার গন্ধ আসে।
আর দূর থেকে কারা যেনো আমাকে ডাকে—
ডেকে বলে এসো, জলের কাছে নিয়ে যাই।
ওখানে তোমাকে জল জোছনার আলোতে,
জলের ভাষা বুঝাবো।
ময়মনসিংহ
১৮ অক্টোবর ২০২৪
কবি
…….
সমুদ্রে মুক্তা কুড়াতে গিয়ে,
মুক্তার কারিগরের মায়ার জালে পড়ে গেলাম।
ময়মনসিংহ
জ্যোতির্ময়ী চোখে
……………..
পৃথিবীটা মরুভাস্করের মতো,
উড়তে থাকে, উড়তে থাকে।
ঘুরতে থাকে জ্যোতির্ময়ী চোখে,
অথচ মনে মধ্যে ভীষণ ঝড়।
ভেঙেছে মনিকার অন্ধকারে।
আর আমি লিখছি মৃত্যুর নামে,
কমোলিকার জ্যোতির্ময়ী চোখের কমল সমুদ্র।
ময়মনসিংহ
৯ অক্টোবর ২০২৪
জন্মবধি
…………
একটি অন্ধ নদীর ধার ধরে হাঁটছি।
ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে,
আমি ভিজছি, বিদ্যুতের আওয়াজ হচ্ছে।
হঠাৎ, অন্ধ নদীতে চেয়ে দেখি—
আমাকে দেখা যায়,
অথচ অন্ধ নদীর মতো,
আমারও চোখ নেই।
৪ অক্টোবর ২০২৪
ময়মনসিংহ
বাঙলার মাটি
………….
এক তিমি পেট থেকে
উগরে ফেলতেই,
আরেক তিমি গিলে ফেললো।
এভাবেই চলছে বৃষ্টির দিন।