তৈমুর খান
————————————————————
বাঙালির জীবনে শারদীয় উৎসবের সঙ্গে লিটিল ম্যাগাজিন প্রকাশেরও আয়োজন চলতে থাকে। বাঙালি কতখানি তার নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বসবাস করতে চায় তারই পরিচয় এই বিচিত্র ধরনের লিটিল ম্যাগাজিন। আজকের কিস্তিতে তারই কয়েকটির পরিচয়।
১)রোদ্দুর
মিহির পালের সম্পাদনায় ২৫ বছর ধরে বছরে দুটি সংখ্যা নিয়মিত প্রকাশ হয়ে আসছে ‘রোদ্দুর’। সম্প্রতি শারদীয়া সংখ্যাটিও প্রায় ৬০ খানা কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প নিয়ে প্রকাশিত হয়েছে। কুসুমকলি বিভাগে ছোটদের পাশাপাশি বড়দেরও লেখা রয়েছে। উল্লেখযোগ্য লেখকদের মধ্যে আছেন: আদিত্য মুখোপাধ্যায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়, অনিমেষ চট্টোপাধ্যায়, অনিলকুমার সাহা,সুমিত্রা খাঁ,আরণ্যক বসু, মতিয়ার রহমান,আশীষ মুখোপাধ্যায়, অনিমেষ মণ্ডল প্রমুখ। যোগাযোগ: সম্পাদক: রোদ্দুর, চালধোয়ানি পাড়া,রামপুরহাট, বীরভূম-৭৩১২২৪,মূল্য ৫০ টাকা।
২) আহেলী
গুরুশরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় ১৪ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে ‘আহেলী’। বর্তমান শারদ সংখ্যাটি বেশ ঝরঝরে ও আকর্ষণীয়। বয়সে নবীন সম্পাদক নিষ্ঠা ও শ্রম দিয়ে পত্রিকাটিকে ক্রমশ উন্নত করার চেষ্টা করছে। প্রচ্ছদে তিলোত্তমার ছবি রক্তচোখে দশভূজার বেশ পেয়েছে। এদিক দিয়ে বেশ ইঙ্গিতপূর্ণ। সম্পাদকীয়তেও প্রতিবাদী কণ্ঠ শোনা যাবে। ক্ষেত্র সমীক্ষার ইতিহাস নিয়ে বেশ কয়েকটি গবেষণাধর্মী প্রবন্ধ রয়েছে। পাশাপাশি জীবনী ও স্মৃতিচারণা নিয়েও কিছু গদ্য বেশ আকর্ষণীয়। গল্প-অণুগল্প এবং একগুচ্ছ কবিতা আছে। লেখক তারিকায়। অতনু বর্মন,বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, বাবলু কাজি, দীনবন্ধু দাস, পুষ্পিত মুখোপাধ্যায়,অমিত চক্রবর্তী, মধুমঙ্গল বিশ্বাস, তপন গোস্বামী, নাসির ওয়াদেন আরও বহু লেখক। যোগাযোগ: সম্পাদক: আহেলী, তারাপীঠ(চণ্ডীপুর), বীরভূম-৭৩১২৩৩, মূল্য ১০০ টাকা।
৩)
আলোর পাখি
তপনকুমার রায়ের সম্পাদনায় ৫১ বছর ধরে ‘আলোর পাখি’ ত্রৈমাসিক পত্রিকাটি প্রকাশিত হয়ে চলেছে। বর্তমান শারদ সংখ্যাটিও বেশ সমৃদ্ধ একটি সংখ্যা। এই সংখ্যায় তিনটি গল্প লিখেছেন দেবাশিস সরকার, তপনকুমার রায় এবং সুচন্দ্রনাথ দাস। তিনটি গল্পই পাঠককে আকৃষ্ট করবে। পৌরাণিক প্রসঙ্গ, বিজ্ঞান ভাবনা এবং তারাশঙ্করের উপন্যাস নিয়ে লেখা প্রবন্ধগুলিও বৈচিত্র্যপূর্ণ। লেখকরা হলেন: দিলীপন ভট্টাচার্য, ত্রিপুরা বসু, সুকুমার বর্ধন, রামপ্রসাদ নাগ ও সঙ্গীতা সান্যাল। নিবন্ধ, ভ্রমণ কাহিনি, পুস্তক পরিচয় ইত্যাদি বহু বিষয় এই পত্রিকার উল্লেখযোগ্য দিক। যোগাযোগ। সম্পাদক: আলোর পাখি, বি-১৫, সুকান্তপল্লি, দুর্গাপুর-৭১৩২০১, পশ্চিম বর্ধমান,মূল্য ৫০ টাকা।
৪) অংশুলা
পরিমল চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ১২ বছর ধরে অনিয়মিত প্রকাশিত হয়ে আসছে ‘অংশুলা’। বর্তমান সংখ্যাটি জীবনানন্দ দাশ সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে। জীবনানন্দ দাশের জীবন ও কবিতার নানা দিক অন্বেষণ করেছেন এই সময়ের উল্লেখযোগ্য লেখকেরা। তাই বেশিরভাগ লেখাই গদ্য। লেখকের তালিকায় আছেন: বিপ্লব গঙ্গোপাধ্যায়, দেবকুমার দত্ত, তরুণ মুখোপাধ্যায়, ফাল্গুনী ভট্টাচার্য, বিনীতা দত্ত, সুনীল পাল প্রমুখ আরও বহু। কয়েকটি কবিতাও রয়েছে। সংখ্যাটি অবশ্যই সংগ্রহযোগ্য। যোগাযোগ: সম্পাদক: অংশুলা, বিরামমন্দির পল্লি, লাভপুর, বীরভূম-৭৩১৩০৩, মূল্য-৭০ টাকা।
৫) মনোনিকেতন
ড.পিন্টু দেওয়াশীর সম্পাদনায় চার বছর ধরে বার্ষিক হিসেবে প্রকাশিত হয়ে আসছে ‘মনোনিকেতন’। এই সংখ্যাটিতে ২১ জন লেখক গদ্য লিখেছেন। গদ্যের বিষয়গুলি হলো: রবীন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ, সমাজদর্শন, জীবজগৎ, ভ্রমণ এবং বিশ্বব্রহ্মাণ্ড ও মনস্তাত্ত্বিক বিষয়আশয়। উল্লেখযোগ্য লেখকরা হলেন: স্বাধীনকুমার মণ্ডল,বিকাশ সাহা, রাজেশ মুখার্জি, গুণময় ফৌজদার, জগবন্ধু পাত্র প্রমুখ বহু লেখক। যোগাযোগ: সম্পাদক: মনোনিকেতন,চিচুুড়িয়া, পশ্চিম বর্ধমান-৭১৩৩৭৮, মূল্য ১০০ টাকা।
৬) অনুভূমি
৪৭ বছর ধরে মল্লিনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় অনিয়মিত প্রকাশিত হয়ে আসছে ‘অনুভূমি’ পত্রিকাটি। বর্তমান শারদ সংখ্যাটিও ছিমছাম বেশ কিছু বাছাই করা লেখা উপহার দিয়েছে। অনিমেষ মণ্ডল লিখেছেন “গভীর রাতের প্রান্ত ধরে কারা যেন হেঁটে আসছে শ্বাপদ ভঙ্গিতে”, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় লিখেছেন “আজ মানুষ বড় কাঁদছে রাজপথে পা বাড়াও”, আদিত্য মুখোপাধ্যায় লিখেছেন “নারী বিনা কালো সব আলো চরাচর” এভাবেই পুরো পত্রিকাটি তিলোত্তমার মৃত্যুকে স্মরণ করে সময়ের গভীর অবক্ষয় ও মূল্যবোধের অভাবকেই স্মরণ করিয়ে দিয়েছে। পত্রিকাটি আগাগোড়াই প্রতিবাদী এই মুহূর্তের প্রতিচ্ছবি। যোগাযোগ: সম্পাদক: মল্লিনাথ মুখোপাধ্যায়,বিবেকানন্দ রোড, রামপুরহাট, বীরভূম-৭৩১২২৪, মূল্য ২০ টাকা।
৭) প্রত্যুষা
পঞ্চম বর্ষের পঞ্চম সংখ্যা ‘প্রত্যুষা’(১৪৩১) প্রণবকুমার মাইতির সম্পাদনায় প্রকাশিত হয়েছে। গ্রাম বাংলার লিটিল ম্যাগাজিন হিসেবে এটি বেশ উজ্জ্বল। গবেষণামূলক প্রবন্ধ রয়েছে বেশ কয়েকটি তার মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রবীর ঘোষরায়ের ‘বাঁশের কেল্লা—লোহার মানুষ’, ব্রিটিশদের বিরুদ্ধে তিতুমীরের লড়াই কতটা মারাত্মক ছিল ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন। অয়ন বন্দোপাধ্যায় লিখেছেন রামায়ণের রাম চরিত্রকে নিয়ে, বাঙালি সংস্কৃতিতে তাঁর অবদান কতখানি তা জানতে পারি। শ্রীগোরাচাঁদ মণ্ডল লিখেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে মেদিনীপুরের অবদান। ড.মৃন্ময়কুমার মাহাতো লিখেছেন বৈষ্ণব আচার্য শ্রীল বাসুদেব ঘোষ ও শ্রীপাট তমলুক নিয়ে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের বিভিন্ন দিক। মধুসূদনের সনেটে পুরাণপ্রসঙ্গ নিয়ে লিখেছেন গৌতম মুখোপাধ্যায়। জসীমউদ্দীনের কাব্যে প্রকৃতি চিত্রণ ব্যাখ্যা করেছেন চন্দনকুমার মান্না। বাংলা কবিতার ধারাবাহিক মননভাবনা তুলে ধরেছেন বেবী সাউ। কথা সাহিত্যিক সুবোধ ঘোষের ছোটগল্প প্রসঙ্গ নিয়ে আলোকপাত করেছেন লক্ষ্মণ কর্মকার। কমলকুমার মজুমদারের ‘অন্তর্জলী যাত্রা’ নিয়ে লিখেছেন তীর্থরাজ বিশ্বাস। ‘আশমানি কথা’ উপন্যাসের দার্শনিকপ্রসঙ্গ ব্যাখ্যা করেছেন পুরুষোত্তম সিংহ। তারাশঙ্করের লেখায় লোকায়ত জীবনের সংস্কৃতির পরিচয় তুলে ধরেছেন আদিত্য মুখোপাধ্যায়। এছাড়াও অনূদিত কবিতা, রম্যরচনা এবং একগুচ্ছ কবিতা সংখ্যাটির মান বৃদ্ধি করেছে। যোগাযোগ:সুদামপুর,বলাইপণ্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর-৭২১৬৪৪,মূল্য ১৫০ টাকা।
৮)কারুকৃতি
ত্রৈমাসিক উল্লেখযোগ্য ‘কারুকৃতি’(১৪৩১) শারদীয় সংখ্যাটি মননশীল পাঠকের জন্য অবশ্যই রুচিপূর্ণ একটি সংখ্যা। তিনটি উপন্যাস লিখেছেন তৃষ্ণা বসাক, হিন্দোল ভট্টাচার্য ও রঞ্জনা ভট্টাচার্য। বড় গল্প লিখেছেন লুৎফর রহমান। ব্যক্তিগত গদ্য লিখেছেন পায়েল চট্টোপাধ্যায়, মন্দাক্রান্তা সেন, অমিত মুখোপাধ্যায়, বিদিশা সরকার ও সুমনা পাল ভট্টাচার্য। মেয়েদের কথা বিভাগে রয়েছেন অনেকেই—কুন্তলা ঘোষ, রুশতী সেন, শীলা বিশ্বাস, নন্দিতা ভট্টাচার্য, শ্যামশ্রী রায়কর্মকার, অবন্তিকা পাল, পিয়ালী বসু প্রমুখ আরও অনেকেই। গল্প, প্রবন্ধ, কবিতায় এই সময়ের নামকরা সকলেই আছেন। এছাড়া নাটক, বইকথা, ডায়েরি, ভ্রমণ সবকিছুরই আয়োজন মন ভরিয়ে দেবে। ঝরঝরে সুন্দর ছাপানো, লেখার সঙ্গে অলংকরণ পাঠককে আকৃষ্ট করবে। যোগাযোগ: সম্পাদক সমা দত্ত, ৩৩ এ জওহরলাল নেহেরু রোড, কলকাতা ৭০০০৭১, মূল্য ২৪০ টাকা।
৯)অঙ্কুরীশা
ত্রৈমাসিক ‘অঙ্কুরীশা’(১৪৩১)শারদ সংখ্যাটি আবারো একগুচ্ছ লেখার ডালি নিয়ে আবির্ভূত হয়েছে। এই সংখ্যায় প্রবন্ধ লিখেছেন: পবিত্র সরকার, জ্যোতির্ময় দাশ, শ্যামল জানা, সুনীল মাজি, ড.আশিসকুমার নন্দী, দীপক বন্দ্যোপাধ্যায়, তাপস অধিকারী, ফাল্গুনী ঘোষ,বিশ্বজিৎ রায়, অংশুমান চক্রবর্তী, আশিস মিশ্র, সুজিত রেজ প্রমুখ আরও বহু লেখক। গল্প লিখেছেন: তপন বন্দ্যোপাধ্যায়, অনন্যা দাশ,সঞ্জয়কুমার মুখোপাধ্যায়, সিদ্ধার্থ সিংহ, সিদ্ধার্থ বসু,সন্দীপ দত্ত, মধুসূদন ঘাঁটী, তপন রায়চৌধুরী, অভিজিৎ মুখোপাধ্যায়, মৃণাল বন্দ্যোপাধ্যায়, অসীম বিশ্বাস, চন্দন চক্রবর্তী,অমৃতা খেটো প্রমুখ আরও বহু কথাসাহিত্যিক।প্রায় শতাধিক কবির কবিতাও রয়েছে। নিষ্ঠা ও শ্রমের চিহ্ন পত্রিকাটিতে দেখা যায়। যোগাযোগ:সম্পাদক বিমল মণ্ডল, কাঁথি, পূর্ব মেদিনীপুর। মূল্য ২০০ টাকা।
১০)নতুন মুখ
আশিসকুমার ভুঁইয়া সম্পাদিত উৎসব সংখ্যা ‘নতুন মুখ’(১৪৩১) শিশু-কিশোরদের উপযোগী একটি সুন্দর পত্রিকা।বছরে দুটি সংখ্যা বের হয়। নতুন কচিকাঁচাদের পাশাপাশি এতে বড়রাও কলম ধরেন। ইংরেজি এবং বাংলা ভাষায় তাঁদের সৃষ্টিকর্ম প্রকাশিত হয়। নতুনদের সাহিত্যে উৎসাহ প্রদান এই পত্রিকাটির মূল বৈশিষ্ট্য। সম্পাদক অতি যত্ন নিয়ে লেখা সংগ্রহ করেন। প্রথম লিখতে আসা লেখকদের সংক্ষিপ্ত পরিচিতি ও ছবিও পরিবেশন করেন। পবিত্র সরকার, সুনির্মল চক্রবর্তী, চিত্তরঞ্জন দাস, সুচিত চক্রবর্তী, মুকুল মাইতি, আনসার উল হক, নির্মলেন্দু শাখারু, হিমাংশুশেখর মাইতি, নির্মল করণ, উৎপলকুমার ধারা, সবিতা বিশ্বাস, মৃণালকান্তি দে, মৌমিতা দে সেনগুপ্ত, টুম্পা মিত্র সরকার, স্বপন চক্রবর্তী নামকরা কবি-সাহিত্যিকরা যেমন লিখেছেন, তেমনি তাঁদেরই পাশাপাশি কলম ধরেছেন: সূচনা চন্দ সিনহা মহাপত্র, কৌশিক শীলও। সবচেয়ে উল্লেখযোগ্য ছোটরা হলেন: প্রত্যুষা মাইতি, অনামিকা বেরা, নবনীতা মিশ্র, নুসরত খাতুন,দেবরূপ মাইতি, ঋতানু দে,জয়া মাইতি, রিষব দাস, রণিত মাইতি প্রমখ। অপর্ণা মণ্ডল লিখেছেন “মা আমার জন্মদাত্রী/মা আমার প্রাণ/মার জন্য করতে পারি/আমার জীবন দান।” জয়া মাইতি লিখেছেন “মা আমার জন্মদাত্রী/মা আমার প্রিয় মা।/আমি কখনোই তাঁকে/অমান্য করব না।” তখন মনে হয় প্রতিটি শিশুর কাছেই এই শিক্ষা দরকার। পত্রিকাটি শুধু লেখাই শেখায় না, এক নৈতিক বিবেকও দান করে। যোগাযোগ: সম্পাদক নতুন মুখ, গ্রাম শীলপাড়া, ডাক: মুড়িগঙ্গা,সাগরদ্বীপ,দক্ষিণ ২৪ পরগনা-৭৪৩৩৭৩,মূল্য ৬০ টাকা।
১১)মৈত্রীদূত
দীর্ঘদিনের চতুর্মাসিক পত্রিকা ‘মৈত্রীদূত’ শারদ সংখ্যা(১৪৩১) সমৃদ্ধ আকারে প্রকাশিত হয়েছে। কবিতা, দীর্ঘ কবিতা, পুজোর ছড়া, একগুচ্ছ প্রবন্ধ-নিবন্ধ, গল্প-অণুগল্প, গ্রন্থ সমালোচনা ও চিঠিপত্র নিয়ে প্রকাশিত । লেখাগুলি পরিবেশন বেশ পরিপাটি এবং নির্বাচনও রুচিসম্পন্ন। যে কেউকে ভালো লাগবে পত্রিকাটি। এই সময়ের উল্লেখযোগ্য বাংলা ভাষার সব ধরনের কবি সাহিত্যিককেই পাওয়া যাবে এই সংখ্যায়। কালজয়ী উপন্যাস ‘তিতাস একটি নদীর নামে’র দীর্ঘ ও বিদগ্ধ আলোচনা করেছেন কুশল মৈত্র। এছাড়া সমরেশ বসু, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মৃত্যুর শতবর্ষে কাফকা, নজরুলের জীবনে নার্গিস, রবীন্দ্রনাথের চীন ভ্রমণ, সত্তর দশকের কবিতা ইত্যাদি বহুদিক নিয়ে মননশীল ও তথ্যপূর্ণ প্রবন্ধ রয়েছে। পত্রিকাটি অবশ্যই সংগ্রহযোগ্য। যোগাযোগ: সম্পাদক কুশল মৈত্র, আল্ট্রা লেজার জোন, কল্যাণী ঘোষপাড়া, রেলবাজার, কল্যাণী, নদীয়া-৭৪১২৩৫, মূল্য ২২৫ টাকা।
১২)সহজিয়া
পুজো সংখ্যা ‘সহজিয়া’(২০২৪) একটি মননশীল উন্নত পত্রিকা। সময়ের আর্তনাদকে মুদ্রিত করেছে পত্রিকার পৃষ্ঠায় ‘এই সময়: দ্রোহকাল’ শিরোনামে বিশেষ প্রতিবেদন। অসামান্য চিত্রলিপির সঙ্গে প্রতিবাদী কন্ঠস্বর শোনা যাবে।এছাড়া এই সংখ্যায় মধ্যবিত্ত শিক্ষিত মানুষের চেতনা, ধর্ষণ প্রসঙ্গ, প্রতিবাদ বিষয়ে বিভিন্ন প্রবন্ধ রয়েছে। জয়নাল আবেদিনের অপ্রকাশিত আটটি কবিতা বেশ নজর কাড়ে। নাটক ও গল্প মিলে প্রায় কুড়িখানা মুদ্রিত হয়েছে। বাছাই করা কবিতা কয়টিও আকর্ষণীয়। পত্রিকাটি পাঠককে তৃপ্তি দেবে। যোগাযোগ: সম্পাদক নাফিস আনোয়ার ও ওমর ফারুক,প্রান্তজন, বিজয়কৃষ্ণ পল্লি, কুমড়োখালি, নরেন্দ্রপুর, কলকাতা-৭০০১০৩,
মূল্য ১৫০ টাকা।
১৩) পৃথিবী
শারদীয়া ‘পৃথিবী’(১৪৩১) লিটিল ম্যাগাজিন হলেও ঝরঝরে উন্নত একটি পত্রিকা। শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে দীর্ঘ প্রবন্ধ লিখেছেন অশোক চট্টোপাধ্যায়,নিশীথ ষড়ংগী, তপনকুমার মণ্ডল, জন্মেজয় প্রমুখ প্রাবন্ধিকগণ। নীরেন্দ্রনাথ বিষয়ে তাঁর কবিত্ব রচনার বিভিন্ন প্রেক্ষাপট যেমন উল্লেখ করেছেন,তেমনি তাঁর কবিতার সর্বত্রগামী নমনীয় দিক ও জীবনের বাঁকগুলিকে তুলে ধরেছেন। ফলে নীরেন্দ্রনাথকে ও তাঁর সময়কালকে অনুধাবন করা সহজ হবে। এছাড়া এই সংখ্যায় আটটি উল্লেখযোগ্য গল্প এবং ষোলজন কবির কবিতা প্রকাশিত হয়েছে। যোগাযোগ: সম্পাদক দুলালেন্দু সরকার ও অসীমকুমার রায়, ২৭/এ রবীন্দ্ররোড, ন’পাড়া শিববাড়ি, বারাসাত, কলকাতা ৭০০১২৫, মূল্য১২০ টাকা।
১৪) অণুরণন
অণুগল্পের ষাণ্মাসিক অণু পত্রিকার ষোড়শ বর্ষের শারদ সংখ্যা ‘অণুরণন’(১৪৩১) প্রায় পঞ্চাশের কাছাকাছি অণুগল্প নিয়ে প্রকাশিত হয়েছে। বাংলা সাহিত্যে কত বৈচিত্র্যময় অণুগল্প আছে তা এই পত্রিকাটি দেখলে বোঝা যাবে। আবার অণুগল্প লেখার জন্য এই পত্রিকা দপ্তর থেকে পুরস্কার ও প্রতিযোগিতাও পরিচালনা করা হয় যা খুবই উৎসাহ ব্যঞ্জক। নামকরা সাহিত্যিকদের পাশাপাশি নতুন গল্পকাররাও এই পত্রিকায় লিখেছেন। বাংলা সাহিত্যের পাঠক একটু ভিন্ন স্বাদের সন্ধান পাবেন এই পত্রিকায়। কিছু মেধাবী গল্প অবশ্যই যেমন ভাবাবে, তেমনি কিছু রম্যগল্পও আনন্দ দান করবে। যোগাযোগ: সম্পাদক অঞ্জলি বেরা ও অসিতবরণ বেরা, ও. টি. রোড, ত্রিকোণ পল্লি, বেলদা, পশ্চিম মেদিনীপুর-৭২১৪২৪, মূল্য কুড়ি টাকা।
১৫) প্রগতি পত্রিকা
দেবাশিস সাহা সম্পাদিত ২৭ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে ‘প্রগতি পত্রিকা’টি। ১৪৩১ এর শারদীয় সংখ্যাটিও যথেষ্ট পরিপাটি ও আকর্ষণীয়। এই সংখ্যায় বটবৃক্ষের জীবন মহিমার সঙ্গে স্বামী বিবেকানন্দের জীবন মহিমার ব্যাখ্যা করা হয়েছে। ছায়া ও আশ্রয়দানকারী শীতল সহানুভূতির প্রজ্ঞাময় জীবনের পরিচয় তুলে ধরেছেন স্বামী জ্ঞানলোকানন্দ। মহেঞ্জোদড়োর মহিষমর্দিনী নিয়ে লিখেছেন পল্লব সেনগুপ্ত। নাগরিক লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেছেন পবিত্র সরকার। আশাপূর্ণা দেবীর কথাসাহিত্যের পরিচয় দিয়েছেন রামকুমার মুখোপাধ্যায়। এভাবেই বাউল ভাবনা, পটে দুর্গা, বাবু সমাজের কালচার ইত্যাদি বহু বিষয় নিয়ে কলম ধরেছেন বাণীব্রত চক্রবর্তী,পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, স্বপন কুমার ঠাকুর, উৎপল চক্রবর্তী,গীতিকন্ঠ মজুমদার, রামানুজ মুখোপাধ্যায়,শ্রীলা বসু,অন্তরা বিশ্বাস,রাখি পুরকায়স্থ, আদিত্য মুখোপাধ্যায়সহ বহু স্বনামধন্য ব্যক্তিত্ব। গল্প, কবিতা, নাটক, সিনেমা, ভ্রমণ,রম্যরচনা সব কিছুরই আয়োজন দেখে অবাক হতে হয়। সুনির্বাচিত প্রতিটি লেখাই পাঠককে ভালো লাগবে।যোগাযোগ:সাহাভিলা,নেতাজিপল্লি, সাঁইথিয়া, বীরভূম-৭৩১২৩৪, মূল্য ১৫০ টাকা।
১৬) কলমের সাতরঙ
কালিপদ চক্রবর্তীর সম্পাদনায় দিল্লি থেকে নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে ‘কলমের সাতরঙ’ পত্রিকাটি। ১৪৩১ এর উৎসব সংখ্যাটিও সুনির্বাচিত লেখা নিয়ে সেজে উঠেছে। এ সংখ্যার গল্পগুলি মনে দাগ কাটে। লেখক তালিকায় আছেন—তপন বন্দ্যোপাধ্যায়, নলিনী বেরা, জয়ন্ত দে, নলিনাক্ষ ভট্টাচার্য, মহুয়া সমাদ্দার, নিত্যরঞ্জন দেবনাথ, বাণীব্রত গোস্বামী, মেঘনা রায়,সুদেষ্ণা মিত্র, নন্দিতা সাহা প্রমুখ এই সময়ের উল্লেখযোগ্য কথাসাহিত্যিকেরা। ইতিহাস, দর্শন, আধ্যাত্মিক চেতনা ইত্যাদি বহু বিষয় নিয়ে প্রবন্ধ লিখেছেন—ড. বাসুদেব রায়, দীনেশচন্দ্র দাস, অরূপ বন্দ্যোপাধ্যায়, প্রণবকুমার দত্ত, রত্না সেন, ডালিয়া মুখার্জি প্রমুখ। একগুচ্ছ কবিতা, রম্যরচনা ও এবং সুইজারল্যান্ড ভ্রমণের ডায়েরি পত্রিকাটিকে সমৃদ্ধ করেছে। কেবলমাত্র ইমেইলে যোগাযোগ: kalamersat2020@gmail.com
দাম উল্লেখ নেই।
১৭) এক পশলা বৃষ্টি
অম্বরীশ ঘোষের সম্পাদনায় ২৫ বছর থেকে প্রকাশিত হয়ে আসছে ‘এক পশলা বৃষ্টি’। সম্প্রতি সংখ্যাটির সম্পাদকীয়তে লেখা হয়েছে “মানবতার সংকট পেরিয়ে ভোর হোক,সূর্য উঠুক”। এই ভোরের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতেই বহু বিদব্ধ লেখক কলম ধরেছেন। ভানুসিংহ ঠাকুরের মনন জগতের ঠিকানা অন্বেষণ করেছেন স্বপনকুমার মণ্ডল। রবীন্দ্রনাথ কেন ভানুসিংহ নাম নিয়েছিলেন তারই উত্তর আছে। কৃষ্ণা বসুর কবিতার জগতে বিচরণ করেছেন সুদীপ্ত মাজি। সতীনাথ ভাদুড়ীর ‘জাগরী’ উপন্যাসের বিলুকে নিয়ে লিখেছেন রাজর্ষি বিশ্বাস। এছাড়া আরো কয়েকটি মননশীল প্রবন্ধে রণজিৎকুমার মিত্র, শৌভিক রায়, শতানীক রায় উজ্জ্বল হয়ে আছেন। ব্যক্তিগত গদ্যে হরিৎ বন্দ্যোপাধ্যায়,চৈতালি ধরিত্রী কন্যা, সঞ্জয় সাহা,সন্দীপন নন্দী প্রমুখ রয়েছেন। একগুচ্ছ ছোটগল্পে শুভংকর গুহ, সমর দেব, মণিশঙ্কর, কৌশিক জোয়ারদার, হামিরউদ্দিন মিদ্যা,উজ্জ্বল আচার্য,সোহেল ইসলাম আরও অনেকেই রয়েছেন। এছাড়া অল্প কথায় গল্প, অনুবাদ কবিতা, গুচ্ছ কবিতা, এপার ও ওপার বাংলার কবিতা, অর্ণব সেনকে নিয়ে ক্রোড়পত্র, ডাকবাক্সহীন চিঠিপত্র ইত্যাদি পত্রিকার বিপুল আয়োজন। নিখুঁত সম্পাদনা। যোগাযোগ: দেবীনগর, আলিপুরদুয়ার-৭৩৬১২১, মূল্য ২৫০ টাকা।
১৮) আমাদের পদক্ষেপ
নির্মলেন্দু কুণ্ডু ও রাজকুমার ঘোষের যুগ্ম সম্পাদনায় পাঁচ বছর ধরে নিয়মিত প্রকাশ হয়ে চলেছে ‘আমাদের পদক্ষেপ’। ২০২৪ এর উৎসব সংখ্যাটিও একটি গুরুত্বপূর্ণ শিশু-কিশোর বিশেষ সংখ্যা হিসেবে প্রকাশ পেয়েছে। এই কারণে শিশু-কিশোরসহ বড়রাও এই সংখ্যায় তাদের উপযোগী কলম ধরেছেন। ছড়া লিখেছেন পবিত্র সরকার, শ্যামলকান্তি দাশ, অংশুমান কর, আশীষকুমার চক্রবর্তী, সনৎ গোস্বামী প্রমুখ বহু কবি। প্রবন্ধে আছেন আশিস খাস্তগীর, নুরজামান শাহসহ বহু লেখক। এছাড়া কল্পবিজ্ঞানের গল্প, রূপকথার গল্প, ভয়ের গল্প, মজার গল্প, পত্র সাহিত্য, গ্রন্থ আলোচনা ইত্যাদি বহু বিষয়। ঘুমপাড়ানি ছড়া থেকে অ্যাডভেঞ্চারের শিহরন তোলা গল্প মনকে নাড়া দেবে। ভোম্বল সর্দারকে নিয়ে প্রবন্ধ উপহার দিয়েছেন আত্মদীপা মুখার্জি। বহু লেখায় ঠাসা পত্রিকাটির আয়োজনে নিষ্ঠা ও শ্রমের চিহ্ন নিরীক্ষণ করা যায়। যোগাযোগ: ২৪/১৫/১ জয়চাঁদ রোড, ডাকঘর খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ-৭৪২১০৩, মূল্য ২০০ টাকা।
১৯) হাওয়া ৪৯
মুর্শিদ এ এম এর সম্পাদনায় নবপর্যয়ের নবম সংকলন ‘হাওয়া ৪৯’(শরৎ ১৪৩১) উৎকোচনীতি-নৈতিকতা দুর্নীতি বিষয়ক একটি জেরবার সংকলন হিসেবে প্রকাশিত হয়েছে। সময়োপযোগী ভাবনার এই বিরল বিষয় নিয়ে কলম ধরেছেন মলয় রায়চৌধুরী(মৃত্যুর আগের লেখা), সুরঞ্জন প্রামাণিক, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, দীপেন্দ্রনাথ ভট্টাচার্য, দীপারুণ ভট্টাচার্য, শেখ সাহেবুল হক, সুরজিৎ দে। দুর্নীতির উৎস,উৎকোচ তত্ত্বের বিভিন্ন দিক, বিবেকহীনতা, নিষ্ঠুরতা, রাজনৈতিক ক্ষমতায়ন ইত্যাদি বহু বিষয় তাঁদের লেখায় উঠে এসেছে। তথ্য ও তাত্ত্বিক দিক নিয়েও কথা বলেছেন। বেশ কিছু কবিতাতেও এই বিষয় ভাবনার রূপায়ণ ঘটেছে। কবিতাগুলি লিখেছেন: সুব্রত রুদ্র, রফিক উল ইসলাম, সুবীর সরকার, দীপশিখা পোদ্দার, অরূপ দত্ত। ব্যতিক্রম কিছু গল্পের মধ্যে দিয়েও পাঠকের মনন জগৎ খুলে যাবে। গল্পের লেখকরা হলেন: সঞ্জীব নিয়োগী, রাজেশ ধর, অরিন্দম গোস্বামী, নীলাঞ্জন চট্টোপাধ্যায়, বাসবদত্তা কদম ও বেদান্ত পাঠক। সংখ্যাটি অবশ্যই সংগ্রহযোগ্য। যোগাযোগ: সহজিয়া, ফ্ল্যাট সি-৪, ১১৮৪ ব্রহ্মপুর, কলকাতা ৭০০০৯৬, মূল্য ১৫০ টাকা।
২০) আমাদের মেঠোপথ
কৃষ্ণ সৎপথীর সম্পাদনায় কুড়ি বছর ধরে প্রকাশিত হয়ে আসছে ‘আমাদের মেঠোপথ’ পত্রিকাটি। সাম্প্রতিক সংখ্যাটিও শারদ সংকলন(১৪৩১) হিসেবে প্রকাশিত হয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে এই সংখ্যায় দীর্ঘ প্রবন্ধ লিখেছেন গোপীনাথ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের সমকালীন জনপ্রিয় কবিদের নিয়ে লিখেছেন তাপস মুখোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লিখেছেন সুদর্শন পণ্ডা। জঙ্গলমহলের নানা লোকসংস্কৃতির পরিচয় তুলে ধরেছেন অরুণকুমার মহাপাত্র। লোক ভাষা কুড়মালি নিয়ে তথ্যানুসন্ধান করেছেন শুভ্র চ্যাটার্জি। প্রায় ৫০ অধিক কবিতা আছে এই সংখ্যায়। এছাড়া রম্যরচনা, ছোটগল্প ও অণুগল্পের সম্ভার। ঝরঝরে সুন্দর একটি পত্রিকা। যোগাযোগ: আশিস দাস, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম-৭২১৫০৭, মূল্য ৫০ টাকা।
২১) এখন তমোহা
সুরজিৎ সেনগুপ্তের সম্পাদনায় নয় বছর ধরে প্রকাশিত হয়ে চলেছে ‘এখন তমোহা’ পত্রিকাটি। শারদ সংখ্যাটি(১৪৩১) যথারীতি মনোরম ও রুচিপূর্ণ একটি সংখ্যা। সম্পাদকীয়তে আর.জি. করের ঘটনার তীব্র প্রতিবাদ ও বিচার প্রার্থনা করা হয়েছে। এই সংখ্যায় সৈয়দ হাসমত জালাল ভারতীয় নিউ ওয়েব সিনেমার অন্যতম পথিকৃৎ ও পরিচালক মৃণাল সেনকে নিয়ে আলোকপাত করেছেন। তাঁর ‘ইন্টারভিউ’ থেকে ‘কলকাতা-৭১’ মধ্যবিত্ত বাঙালি জীবনের জীবন্ত বাস্তবতাকেই চিনিয়ে দেবে। লেখক সেই নিরিখেই গভীর পর্যবেক্ষণ করেছেন। আবীর গুপ্ত লিখেছেন ‘ক্যাঙারুদের কথা’।এছাড়া হৈমন্তী ভট্টাচার্যের প্রবন্ধ, রবীন বসুর ছোটগল্প মনোযোগ আকর্ষণ করে। কবিতায় আছেন: প্রণোবেন্দু দাশগুপ্ত, চন্দন চট্টোপাধ্যায়, অবন্তিকা পাল, পৃথা রায়চৌধুরী, সংবেদন চক্রবর্তী,শুভদীপ রায়, সুমন ঘোষ, তমাল সাহা,চিরপ্রশান্ত বাগচী, বিধান ঘোষ, আবদুস সালাম, রূপক চট্টোপাধ্যায়, উৎপল তালধি, গৌতমকুমার গুপ্ত, শংকর নাইয়া প্রমুখ আরও বহু কবি। যোগাযোগ: ৭৫৭ / ১, নতুনগ্রাম, ৩ নং হরির মাঠ, ডাকঘর মোড়পুকুর, রিষড়া, হুগলি-৭১২২৫০, মূল্য ৩০ টাকা।
উপরোক্ত পত্র-পত্রিকার যোগাযোগের ঠিকানা:
১)প্রগতি :9775630490,
(ইমেল নেই)
২) এক পশলা বৃষ্টি :9832420706,
ambarishghoshapd123@gmail.com
৩)পৃথিবী :ফোন নম্বর নেই।
prithibipatrika@gmail.com
৪)অণুরণন:9474188260,
anuranan.anupatrika@gmail.com
৫)মৈত্রীদূত:9331999133,
kushalmaitra78@gmail.com
৬)প্রত্যুষা:9474971897,
pravangshu2012@gmail.com
৭)সহজিয়া:9830706411.
lekha.sohojia@gmail.com
৮)নতুন মুখ:9564030515,
(ইমেল নেই)
৯)অঙ্কুরীশা:9734665701,
ankurishapatrika@gmail.com
১০)কারুকৃতি:9831264804,
sayantan.publication@gmail.com
১১) হাওয়া ৪৯:9830331092,
murshid56.ma@gmail.com
১২) এখন তমোহা:8910488364,
tamoha2016@gmail.com
১৩)মেঠোপথ:6296416848,
ksatpathi6@gmail.com
১৪)আমাদের পদক্ষেপ:8016083013,
amaderpadakkhep@gmail.com
১৫)লোকপথ:9932312235,
nilotpaljana1978@gmail.com
১৬)প্রয়াস:9681898404,
(ইমেল নেই)
১৭)রোদ্দুর :096791 00451
(ইমেল নেই)
১৮) আহেলী:079086 37019
(ইমেল নেই)
১৯)আলোর পাখি: 9832111158
(ইমেল নেই)
২০) অংশুলা:81709 19363,
chattopadhyayparimal350@gmail.com
২১) মনোনিকেতন:7001605776, 6296029271, 8670783761,
Email Id: monniketan@gmail.com