spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতারিসেট বাটন ও অন্যান্য কবিতা : সাজ্জাদ বিপ্লব

রিসেট বাটন ও অন্যান্য কবিতা : সাজ্জাদ বিপ্লব

………
রিসেট বাটন
………

এসো, রিসেট বাটন টিপে দেই
জীবন শুরু হোক নতুন করে।

মুছে যাক যাবতীয় –জ্বরা, ক্ষরা, দু:খ, দারিদ্র্য, অভাব, মহামারী।

ভেসে উঠুক–সুখ ও স্বাচ্ছন্দ্য।

ডাইনীটা যতই অপছন্দ করুক।

১০.৭.২৪
স্মিরনা, আটলান্টা।

………
ভাবমূর্তি এবং মূর্তি
………

ঘটবে না মুজিবের উত্থান ফিনিক্স পাখির মতো
ইতিহাস কি মুছে যাবে? তার হাতে ছিলো কতো–
রক্ত এবং রক্তাক্ত মানুষের অভিশাপ
মানুষ মারার পাপ–
তিনি করেছিলেন, দম্ভ ভরে। হননি অবনত।

৮.১৭.২৪
আটলান্টা,জর্জিয়া।

………
এতিম সকল
………

সদ্য এতিম হওয়া একজন ফকিরকে দেখলাম
নিউইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন হতাশ হয়ে

খড়কুটোর মতো একে ধরছেন ওকে জিজ্ঞেস করছেন, কি হবে, কি হবে, এখন?

ল্যাস্পেন্সার, আরেকদল কপিকুল, সমান চিৎকার, চেঁচামেচি করছেন, নায়েগ্রার ওপার থেকে

এদের কেউ-কেউ আছাড়ি-পিছাড়ি খেয়ে প্রতিদিন চিঠি লিখছেন প্রধান উপদেষ্টা বরাবর

কেউ বা যুদ্ধ ঘোষণা করছেন সদ্য স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে

অকাজের কাজী কেউ-কেউ খিস্তি করছেন ইউটিউব চ্যানেল খুলে

কেউ-কেউ দাঁত কিড়মিড় করে কামড়াতে গিয়ে, নিজের জিহ্বাটাই করছেন ক্ষত-বিক্ষত

আহারে অপাংক্তেয়, পরিত্যক্ত বরাহ সকল

পুড়ে যাওয়া ৩২ কোনোদিনই আর ফিনিক্স হবে না

১০.১১.২৪
মেরিয়েটা, আটলান্টা।

………
তিনি, ঢুকে পড়বেন
………

তিনি, ঢুকে পড়বেন, চট করে
আমরাও রেডি আছি, তার জন্য, ফট করে

ঘুমাইনি কেউ, ঘুমায় না কেউ
ডাকিনী না ধরে

সীমান্তে সতর্ক চোখ
কান খাড়া পাহাড়ায়

কে পালায়, কার হয় আগমন, অবৈধ
কে করে অশান্ত, শান্ত এ দেশ

কে দেয় কাকে আশ্রয়
কে দেয় অনৈতিক প্রশ্রয়

সব কিছু টুকে রাখি নোটে
খাতাপত্র ও দেয়ালে

ইতিহাস, কাঁটাতার, মানচিত্র
লিখিত হয় নতুন করে…

৯.১৮.২৪
স্মিরনা, আটলান্টা।

………
তবু, এগিয়ে যায়
……….

দপ্তরে-দপ্তরে ঝোলে ফ্যাসিবাদী আইকন
সামনে রঙিন অন্ধকার

একে-একে ম্লান হয়
বিপ্লবী চেতনা–শহীদী খুন

চারিদিকে বিষাক্ত নি:শ্বাস ফেলে
ডাকিনী দোসর

অশান্ত পাহাড়
দিকভ্রান্ত সমতল

অবিশ্বাস-হানাহানি-রক্ত-ক্লেদ

তবু, এগিয়ে যায়, বাংলাদেশ ২.০

৯.২১.২৪
ম্যারিয়েটা, আটলান্টা।

তারা
…….
তাদের সবকিছু এখন অন্ধকার।

সামনে আলো নেই। পিছনে অপরাধ। স্ট্যাটাস কালো ও কুৎসিত।

অন্যের খুঁত খুঁজতে হয়রান। বিন্দুমাত্র অনুশোচনাও নেই। নেই অপরাধ বোধ বা গিল্টি ফিলিংস।

তাদের কর্মকাণ্ড যেন হিটলারের প্রেতাত্মাকে হার মানায়। তাদের নৃশংসতা ছাড়িয়ে যায় স্মরণকাল।

তাদের ঘৃণিত নেত্রী সদ্য পতিতা। পলাতকা ও আশ্রিতা।

তারা তবু নির্লজ্জ এবং নির্বিবেক।

১০.১৬.২৪
স্মিরনা, আটলান্টা।

বাংলাদেশ ২.০
…….
মুছে যাবে ৭ মার্চ, ফ্যাসিবাদ, ৩২

মুছে যাবে গুম-খুন, কালো র‍্যাব, আয়না ঘর

মুছে যাবে অসত্য, অসভ্য, অবৈধ্য অনেক কিছু

মুছে যাক।

ফিনিক্স পাখির মতো নতুন করে জন্ম নিক

বাংলাদেশ ২.০

১০.১৬.২৪
স্মিরনা, আটলান্টা।

আরও পড়তে পারেন

5 COMMENTS

  1. আপনার কবিতা আপনার কথাই বলে, বলতে পারে,এটাই শক্তি আপনারই…

  2. অপূর্ব!
    এ হলো সময়ের ডায়েরি।
    কবিতা, মাধ্যম।
    চিন্তা স্ফটিকমণি।
    ইনকিলাব দীর্ঘজীবী হোক।
    কবির জন্য ভালোবাসা।

  3. আপনার কবিতা একটা স্বচ্ছ আয়নার মতো।
    স্পষ্ট হয়ে ওঠে একটা আগামীর ভূগোল।
    সুস্থ, সুস্থতার রূপকল্প।

  4. ইতিহাস লেখা হলো কবিতার ধারাপাতে। চমৎকারভাবে ফুটে ওঠেছে ফ্যাসিবাদের স্বরূপ ও রিফর্মেশনএর বাস্তবতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

কাজী জহিরুল ইসলাম on বাংলা একাডেমির মুখোস উন্মোচন
কাজী জহিরুল ইসলাম on বাংলা একাডেমি এবং আমার গ্লানি
কাজী জহিরুল ইসলাম on ‘প্রথম আলো’র বিকল্প