spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদসাম্প্রতিকপি. আলো কেন খারাপ?

লিখেছেন : ইমরুল হাসান

পি. আলো কেন খারাপ?


ইমরুল হাসান

পত্রিকা পড়া (বা এখন তো আসলে দেখাই) একটা জেনারেশনের অভ্যাসেরই ঘটনা, যেইটা ১৯৯০’র পরে যাদের জন্ম তারা এইটা থিকা বাইর হইতে পারছেন বইলা আমি মনে করি; কিনতু পি.আলো (প্রথম আলো) জাস্ট একটা পত্রিকা বা নিউজ-আউটলেট না, একটা কালচারাল এস্টাবলিশমেন্ট হিসাবে নিজেদের হাজির করতে পারছে; তো, এই ভুলটা অনেকে করেন বইলা আমি মনে করি, যে, উনারা অবশ্যই একটা নিউজপেপার ও নিউজ-আউটলেট, কিনতু একই সাথে একটা কালচারাল এস্টাবলিশমেন্ট, যেইটার বাংলাদেশে তেমন কোন ‘বিকল্প’ নাই…

আওমি-বাকশালি এস্টাবলিশমেন্টে তাদের যেইরকম স্টেইক বা ভাগ ছিল, এখনকার ইন্টেরিম গবমেন্টে সেইটা আরো বেশি আছে; কিনতু কোনকিছু পাওয়ারফুল বইলাই তো সেইটা বাজে না আসলে… বাংলাদেশে পি.আলো’র (প্রথম আলো) ‘সমালোচনাকারী’ অনেক আছেন, কিনতু একইসাথে তাদের নেক-নজর চান না বা তাদের কোরামে শামিল হইতে চান না — এইরকম ডেফিনেটিভ পজিশন নিয়া আছেন সেইরকম ‘লেখক-বুদ্ধিজীবী’ হাতে গোনা কয়েকজনের বেশি থাকার কথা না…

মানে, বেপারটা এইরকম না যে, তাদের অনেক ফ্যান-ফলোয়ার আছে, সেইটা তো আছেই, তার চাইতে বেশি আছে কালচারাল ইন্ড্রাষ্ট্রির ‘একক আধিপত্য’, যেইটারে এড়ায়া গিয়া কোন কালচারাল পজিশন কেউ এচিভ করতে পারবেন – এইটা টাফ…

এই অবস্থাটা অনেকে দাবি করতে পারেন যে, পিপল-এনগেইজমেন্টের ভিতর দিয়া উনারা এচিভ করছেন; কিনতু আমি মনে করি, ইনিশিয়ালি পিপল-এনগেইজমেন্টের একটা জায়গা থাকলেও পরে এবং এখন পাওয়ারের এজেন্সিগুলার লগে এক ধরনের সমঝোতা ও কানেকশনের ভিতর দিয়াই উনারা অপারেট করেন; পিপল এনগেইজমেন্ট একটা ক্লাস-অরিয়েন্টশনের জায়গাতে গিয়াই এন্ড-আপ করছে

যেই কারনে পি.আলো’র (প্রথম আলো) ফ্যান-ফলোয়ার-সার্পোটার এবং সমালোচনাকারী’রা মোটামুটি দুইটা আলাদা কালচারাল ক্লাস ও আইডিওলজিতে বিলং করেন…

তো, এইটা হইতেছে ব্যাকগ্রাউন্ডের কথা –

১. পি.আলো (প্রথম আলো) একটা কালচারাল এস্টাবলিশমেন্ট
২. বাংলাদেশে আপনি ‘কালচারাল লোক’ হইতে চাইলে এই এস্টাবলিশমেন্টের কোন ‘বিকল্প নাই’
৩. পিপল-এনগেইজমেন্ট না, বরং পাওয়ার-এজেন্সিগুলার লগে স্ট্রং কানেকশন হইতেছে তাদের স্ট্রেংথের জায়গা

২.
তো, পি.আলো’র (প্রথম আলো) কালচারাল এস্টাবলিশমেন্ট’টা কেন খারাপ? এরা ‘ইন্ডিয়ার দালাল’ ‘ইসলাম-ফোবিক’ এবং ‘বাকশালি-রিজিমের সার্পোটার’ — মোটাদাগে এইরকমের কিছু ‘অভিযোগ’ তাদের বিরুদ্ধে আছে, যেইগুলা খুব অরগানাইজডভাবে আর্টিকুলেট করা না হইলেও কম-বেশি তো ট্রু…

এখন এইগুলা হইতেছে তাদের আইডিওলজিকাল পজিশন — যেইটারে আপনি অপছন্দ করতে পারেন, তাদেরকে এই পজিশনগুলা থিকা সরাইতে তর্ক করতে পারেন, কিনতু নৈতিক জায়গা থিকা না, বরং তাদের কাজকামগুলা পলিটিকালি কেন খারাপ — সেইটা বলতে পারাটা আসলে বেটার

তো, এই জায়গাটাতে ৩টা জায়গা আমি হাইলাইট কইরা রাখতে চাই —

১, পি.আলো’র (প্রথম আলো) এসথেটিকাল পজিশনগুলা প্রবলেমেটিক; উনারা যেই ‘বাংলা সংস্কৃতি’রে আপহোল্ড করেন সেইখানে ‘বাংলাদেশ’ কোন সেন্টার-পয়েন্ট না, যেইটা আসলে উনাদেরকে ‘ইনডিয়ার দালাল’ বানায়া রাখে, বাই ডিফল্ট; এবং মুশকিল হইতেছে বাংলাদেশের কবি-সাহিত্যিক-বুদ্ধিজিবিদেরও এই এসথেটিকাল পজিশনটাতে তেমন কোন ভিজিবল কনশাসনেস নাই, যার ফলে ‘ঐক্য’টা অনেক বেশি সম্ভব হয়

২. আমি মনে করি, এই এসথেটিকাল জায়গাগুলাই একটা পলিটিকাল পজিশন হিসাবে এমার্জ করে; যেইখানে একটা ইসলামের এগেনেস্টে আপনারে ‘বিজ্ঞানমনস্ক’ ও ‘সেকুলার’ কইরা তোলে না, বরং পিপল-কনসেন্টের বিপরিতে একটা ‘এলিট’ পজিশনরে মাস্ট কইরা তোলে… তো, এইটা যে কোন নন-ডেমোক্রেটিক জায়গারে সাবস্ক্রাইব করার একটা ভ্যালিডিটি তৈরি করতে থাকে, যেইটা বাজে-ঘটনা

৩. লাস্ট বাট নট দা লিস্ট, পি.আলো’র ( প্রথম আলো) কালচারাল মনোপলি এইরকম একটা পোলারাইজেশন তৈরি করে যেন এর বাইরে আর কোন কালচারাল পজিশনই নাই বাংলাদেশে! এইটা যতটা না যুক্তি-তর্ক দিয়া তৈরি হওয়ার ঘটনা তার চাইতে অনেক বেশি কালচারাল পাওয়ারের মনোপলি’রই ঘটনা, যার ফলে বাংলাদেশের আর্ট-কালচারের জায়গাগুলা অনেক বেশি barren বা বন্ধ্যা হয়া উঠছে দিনে দিনে; যে কোন কালচারই পিপল-কানেকশনের বাইরে গিয়া তৈরি হইতে পারে না, কিনতু বাংলাদেশে যেইসব জিনিসগুলারে কালচার হিসাবে তৈরি করা হইতেছে সেইগুলা মোস্টলি এন্টি-পিপল একটা জায়গা থিকা, যেইটার মেইন স্পন্সর পি.আলো (প্রথম আলো) মিডিয়া…

তো, এইটা যে উনারা একলা তৈরি করছেন – তা না, পি.আলো (প্রথম আলো) কিছু মানুশ-জন এবং প্রতিষ্ঠানেরই একটা এলায়েন্স, এবং বাংলাদেশের পাওয়ার-স্ট্রাকচারের একটা এলিমেন্ট, যেইটাতে অনেকেই সাব-স্ক্রাইব করেন, আর এতে কইরা পাওয়ারের কাছাকাছি থাকাটা সহজ হয়, নানান-ভাবেই

মানে, কালচারাল পাওয়ারের জায়গাটারে রিকগনাইজ করতে রাজি থাকলে, এইটা আরো ভালো-ভাবে ভিজিবল হইতে পারবে আর কি…

আপাতত, এইটুকই, বাদবাকি আরো অনেক আলাপ তো আছেই।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ