spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাধারালো প্লাবন ও অন্যান্য কবিতা : জাসমিনা খাতুন

ধারালো প্লাবন ও অন্যান্য কবিতা : জাসমিনা খাতুন

জাসমিনা খাতুন

……….
পাহাড়ের তপস্যা
………..

নীলিমায় ঘুমিয়ে ছিল সবুজে ঢাকা পাহাড়, আমাদের ভুরু ছিল সোজা; সুতো ধরে পাহাড়ের কিনারে ঝুলছিল চাঁদ।
আকাশের নিচে দাঁড়িয়ে স্বপ্ন দেখা পাহাড় হতে চেয়েছিল চকোরির ডানা।
সারারাত প্রতীক্ষায় ঝরেছিল ঝরনা, ভালোবেসে মুছে দিয়ে যাও লুকানো সব কালির কালিমা; বলেছিল ভূমি শয্যায় হার মেনে সাত কাহন আয়না।
শিলা মন্ডল পোড়া পাগলামি পান্না, পাহাড়ি পোশাক পালটে আঙুলের শোভা পেলো, চমক লাগানো প্রতিশ্রুতির উল্কাতে উঁকি আর মারে না।
আমাদেরও খিদে পায়, তবুও মেঘের আড়ালে লুকিয়ে থাকা পাহাড়কে ছুঁতে যায় না।
তদন্ত শেষে ফিরে আসি, অ্যালবামে সাজিয়ে রাখি; ওর বুকের আগুন কথা একবারও লিখি না।

রামপুরহাট, বীরভূম, ভারত
৫/১১/২০২৪

…………
ধারালো প্লাবন
…..……..

আর নিবিড় করে চেয়েছি, ধারালো প্লাবনের সাথে, আছড়ে পড়া মাদলের সুরে, মহুয়া বনে একান্ত নির্জনে।
বাতাসে জোরালো ভাব; আগুনে জ্বলছে দুই দেহ, গাছপালা, ফুল, পাখি; তবুও পুড়ছে না কেহ।
দৃষ্টিতে দৃষ্টির ক্ষুধা, নিভচ্ছেনা
কেহ; অথচ সমস্ত তারা নিভিয়ে গেছে, চাঁদও লুকায় অনবরত।
রাতজুড়ে ফিসফিস, ভাবে সাজানো অবিকল সঙ্গমে গোখরো।
কষ্টকে চূর্ণ করে দেবে, কাঁচা সবুজের মিলনে রত যৌবনা বসন্ত।

রামপুরহাট, বীরভূম, ভারত
৪/১১/২০২৪

প্রেমের কথা নয়, কথায় প্রেম

সেই কথা; প্রেমের কথা নয়, কথায় প্রেম,
অন্তর্গত ভাষায় ছুঁয়ে যাওয়া হেমন্তের হেম।
সেই শব্দ; শব্দ নয়, শব্দের আড়ালে অদৃশ্য আলিঙ্গন,
বোধের গভীরে লুকানো হৃদয় সঙ্গম।
সেই কথা; কথা নয়, কথায় প্রেমের ছন্দবাঁধা লীলা,
বুকের অলিন্দে স্পর্শের শালগ্ৰাম শীলা।
সেই বৃষ্টি; বৃষ্টি নয়, প্রেম ঝরা উর্বশী নিঃশব্দ গানে,
অভিরাম বয়ে যায় পবিত্র গঙ্গার মতো মোস্তাক থেকে মাটিতে হৃদয়ের অপূর্ব তানে।
সেই কথা; প্রেমের কথা নয়, কথায় প্রেম,
অন্তর্গত ভাষায় ছুঁয়ে যাওয়া হেমন্তের হেম।

রামপুরহাট, বীরভূম, ভারত
৪/১১/২০২৪

………..
স্মৃতির রাগিনী
………..

লাউয়ের ডগা, কলার মোচা—এনেছি চটের থলে সাজিয়ে।

কাব্যসবজি ফলে না, সকাল-সাঁঝে; পাতার আড়ালে সুনসান এক নীরবতা বাঁচিয়ে।

শুকনো বাগান অভিমানী সুর, তবু মন স্মৃতি-মধুর গল্প মাখে বাতাসে।

ধার করেছি একটু হাসি, ছোট্ট সাধ বুনেছি অনুরাগ বাঁচিয়ে।

গায় মন ধরি ধরি—প্রেমের রাগিনী তৃপ্তির আলিঙ্গনে বাজিয়ে।

নিঃশব্দ আঁধারে বসে, কবিতার মালা আঁকি মেঠো সুর রাঙিয়ে।

বীরভূম, রামপুরহাট, ভারত
৩/১১/২০২৪

………..
বিশ্বাস ছুঁয়ে
………..

একে – অপরের বিশ্বাস ছুঁয়ে আমরা বন্ধু হয়েছি,অপ্রকাশিত একগুচ্ছ কবিতার ছায়া সঙ্গী হয়েছি।

অন্ধকার বারান্দায় আমরা এক আকাশে চাঁদ -সূর্য দৃষ্টির সরলরেখায় ছুঁয়েছি।

কখনো বিদ্রোহী নজরুল ,কখনো প্রেমের রবি, কখনো পূর্ণেন্দু পত্রী ,এদের প্রেমের কবিতা পাঠ করতে করতে একসঙ্গে আদুরে রোদ মেখেছি।

আমরা ভালোলাগার দিলদার সমুদ্রে এক আঁচল সুগন্ধ মেখে, উদার ইচ্ছে ছুঁয়েছি, আমরা ভালোবাসার প্রেমে পড়েছি।

রামপুরহাট, বীরভূম
ভারতবর্ষ

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

কাজী জহিরুল ইসলাম on বাংলা একাডেমির মুখোস উন্মোচন
কাজী জহিরুল ইসলাম on বাংলা একাডেমি এবং আমার গ্লানি
কাজী জহিরুল ইসলাম on ‘প্রথম আলো’র বিকল্প
পথিক মোস্তফা on মানবিক কবি ফররুখ আহমদ