spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাফ্যাসিস্ট আমার ভাই না ও অন্যান্য কবিতা

লিখেছেন : সৈয়দ আহমদ শামীম, তাজ ইসলাম, সাজ্জাদ বিপ্লব

ফ্যাসিস্ট আমার ভাই না ও অন্যান্য কবিতা

…………..
ফ্যাসিস্ট আমার ভাই না
সৈয়দ আহমদ শামীম
……….…..

অন্তর্বর্তী পরিষদ ব্যর্থ হওয়ার অপেক্ষা বুনতেসে ফ্যাসিস্ট, আপনি তাকে মতি মাহফুজ পুটুন যে নামেই ডাকুন গিলোটিন রেহাই দিবে না
জানেন না? জানেন
তবু যে আদর করে ফ্যাসিস্ট ডাকতে চান না এটার কারণও জানেন, এটা একটা অসুখ, জালিমের হিরোয়িজম উপভোগের অসুখ, সহজে সারে না, সারে ত না উল্টা এটারে ইসলামের মহত্ত্ব নামের কোর্তা জড়ায়ে বলেন যে ওরা ত আমাদেরই ভাই, পুরা কোরায়েশ গোত্রও ত ভাই ছিল, হামজার কইলজা খুবলে খাইসে না আবু জাহেলের দল!
হক ত ভাই বেরাদর গোত্র রং রক্ত চিনে না
হক এর একটাই রং ইনসাফ
ইনসাফ হচ্ছে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলার স্বাধীনতা
ইনসাফ হচ্ছে ন্যায্য ঘৃণার শ্লোগান জারি রাখা
ইনসাফ হচ্ছে শহীদ ভাইদের মুখ হৃদয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বল করে রাখা
ফ্যাসিস্ট আমার ভাই না মোহতারাম ভাইয়ের খুনি

……………..
ফ্যাসিস্ট
তাজ ইসলাম
………………

১.
তেলাওয়াতে রোজ কন–
‘তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ’
আব্দুল্লাহ বিন উবাই তো বিধিমত সাহাবিও
মোনাফেক তবু কেন
কন তারে বারবার
এ কেমন কারবার?

২.
ফ্যাসিস্টেরে ডাকব ফ্যাসিস্ট
খাইতে,বইতে,ঘুমাইতে
রক্ত দিয়ে তাড়াইছি কী
ফ্যাসিস্টেরে চুমাইতে?

ফ্যাসিস্টেরে ফ্যাসিস্ট কই।
ফ্যাসিস্ট আমার কীসের সই?

……….
তিনি
সাজ্জাদ বিপ্লব
………..

তিনি ফ্যাসিস্টকে বারবার ফ্যাসিস্ট বলতে চান না
তিনি তাদেরকে নিজেরই পরিবার মনে করেন

তিনি নিজেকে মূলবাদীও বলতে চান না

তিনি তাহলে কি চান?
তিনি কে? তিনি কি?

তিনি কি তবে নির্বোধ? তিনি কি অন্ধ? বধির?
তার কানে কি তবে সীসাঢালা? মোহর মারা?

হায় প্রভু, হায় দয়াময়, তার কানে কি পৌঁছে না, পৌঁছেনি, লাল জুলাইয়ের শত শহীদের আর্তনাদ?

তিনি কি ভুলে গেলেন– ইলিয়াস, আবরার, ডাক্তার জালালের খুনিদের? ফ্যাসিস্টদের?

কি করে তিনি ভুলে যান? কি করে তিনি ভুলে থাকেন? থাকেন, নির্ভার? নিশ্চিন্ত?

তবে কি পৃথিবীর পতন আসন্ন?

১১.১৫.২৪
ডোরাভিল, জর্জিয়া।

আরও পড়তে পারেন

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

কাজী জহিরুল ইসলাম on বাংলা একাডেমির মুখোস উন্মোচন
কাজী জহিরুল ইসলাম on বাংলা একাডেমি এবং আমার গ্লানি
কাজী জহিরুল ইসলাম on ‘প্রথম আলো’র বিকল্প