spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদসাম্প্রতিক'গরীবের রাজনৈতিক জ্ঞান আসে মাটি থেকে'

লিখেছেন : মীর সালমান শামিল

‘গরীবের রাজনৈতিক জ্ঞান আসে মাটি থেকে’

মীর সালমান শামিল

যখন শেখ মজিবের শত শত কোটি টাকা খরচ করে নির্মান করা সুন্দর সুন্দর মূর্তি জয় বাংলা করা হচ্ছিলো তখন কেউ বলে নাই, ভাই! এমন নয়নাভিরাম মূর্তি না ভেঙ্গে তিতুমীর বা জিয়াউর রহমানের আরো বড়, আরো সুন্দর মূর্তি তৈরি করো। সেইম গোজ টু ৩২ নম্বর, লীগ অফিসেস, নেমস এটসেটরা।

কেন বলে নাই? কেন আমরা শ্লোগান দিয়েছি আওয়ামী লীগের আস্তানা, ভে-ঙে দাও গু-ড়ি-য়ে দাও। কারন আমাদের এতটুকু পলিটিক্যাল মাচুউরিটি হয়েছে এটা বুঝতে যে গুলিস্তানের লীগ অফিস যতই সুন্দর হোক, জুলুমের কেন্দ্রকে না গুড়িয়ে দিয়ে নতুন পলিটিক্যাল সেটেলমেন্টের কথা ভাবা একটা স্কুল বয় চিন্তা।

তবে আমাদের কালচারাল সচেতনতা এখনো সেভাবে গড়ে উঠে নাই। আওয়ামী লীগ সরাসরি মারছে বুঝেছি, কিন্তু প্রথম আলো-ডেইলি স্টার যে আমাদের আওয়ামী লীগের চেয়ে বড়, ভয়ংকর, মনস্টারাস জালেম সেটা অনুধাবন করতে পারি নাই। এর একটা নমুনা, যেদিন খুনী হাসিনা গায়ের জোরে, বেআইনি ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক বসিয়ে বাড়ি অবরুদ্ধ করে রাখলো, বাড়ি থেকে বের হতে দিল না, কনস্টেবল লেবেলের পুলিশেরা উনার সাথে বেয়াদবি এবং অপমানজনক আচরন করলো সেদিন ডেইলি স্টার রিপোর্ট করছে, খালেদা বলেছে গোপালগঞ্জ থাকবে না। শুয়ো-রের বাচ্চারা এখানে উল্টো বেগম জিয়াকে অপরাধী হিসেবে চিত্রিত করেছে, পুরা ন্যারেটিভটা বদলে দিছে।

আপনি বলতেছেন ডেইলি স্টারের চেয়ে ভাল পত্রিকা বানাবেন। শুরুতেই গলদ, ডেইলি স্টার, এবং প্রথম আলোকে ভাবতেছেন পত্রিকা; না রে ভাই। এরা শুধু পত্রিকা না, পত্রিকা হল আইসবার্গ। এরা একটা টোটাল কালচার মাফিয়াযন্ত্র। বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলে বিভিন্ন শক্তি এদের তৈরি করেছে তাদের রঙ পলিটিকাল স্বার্থে। এরা নিজেদের বড় করেছে সরাসরি চাঁদাবাজি এবং ব্লাকমেইলের মাধ্যমে।

রাইট রিজনে আপনাকে কেউ এত টাকা দেবে না। আপনি এভাবে চাঁদাবাজিও করতে পারবেন না। আর যদি টাকা পান বা ব্লাকমেইল শিখে যান, তাহলে আরেকটি মনস্টার তৈরি হবে। আমাদের সাধারণ জনগনের কোন লাভ নাই।

কাওরান বাজারের দুই না-ৎ-সির চাঁদাবাজি, ব্লাকমেইলের টাকায় গড়া মাফিয়া সম্রাজ্যকে অটুট রেখে নতুন কালচারাল সেটেলমেন্ট কথা ভাববেন?! ভাবতেই পারেন। সেটা একেবারেই কাঁচা, আনক্রিটিকাল চিন্তা।

এখানে একটা কান্ড আছে খেয়াল করবেন। যারা শিক্ষিত তারাই এর বিরোধিতা করতেছে কিন্তু যারা সমাজের প্রলেতারিয়েত তারা পক্ষে অথবা চুপ। গতকাল প্রথম আলো অফিসের সামনে কয়েকশো লোক হয়েছিলো, তার মধ্যে দাড়িওয়ালা সাধারণ মানুষ অনেক। উনি এই হয়তো পলিটিক্যাল-কালচারাল হেজিমনির এই গভীর আলাপ বোঝেন না। কিন্তু একটা জিনিশ উনার মাথায় আছে, যখন মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, দাড়িওয়ালা মানুষদের রাতের আঁধারে লাইট অফ করে নির্মমভাবে হত্যা করা হচ্ছিলো তখন এই পত্রিকা বলেছিলো ওরা জ-ঙ্গি, ওরা সন্ত্রাসী। উনার হিসাব হল যদি এই পত্রিকা টিকে থাকে, আবার দাড়িওয়ালাদের জ-ঙ্গি বলবে, হ-ত্যা করবে। প্লেইন এন্ড সিম্পল। একে বলে দ্য উইজডম অব প্রলেতারিয়াত। নেলসন মেন্ডেলা বলেছিলো,

❝ গরীবের রাজনৈতিক জ্ঞান মাটি থেকে আসে।❞

২.
শ্লোগানের শব্দ : জুলাই বিপ্লব, ফরাসি বিপ্লব, আরব বসন্ত


জুলাই বিপ্লবের ২০ টা জনপ্রিয় শ্লোগান:
১। আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই।
২। কোটা না মেধা
মেধা মেধা
৩। We want justice
৪। লাখো শহীদের রক্তে কেনা
দেশটা কারো বাপের না।
৫। আপোষ না সংগ্রাম?
সংগ্রাম সংগ্রাম
৬। দালালী না রাজপথ
রাজপথ রাজপথ
৭৷ জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে।
লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে
৮। পুলিশ তুমি পোশাক ছাড়ো
মুজিব কোট গায়ে পরো
৯। কে এসেছে কে এসেছে
পুলিশ এসেছে, পুলিশ এসেছে
কি করছে, কি করছে
স্বৈরাচারের পা চাটছে
১০। তুমি কে আমি কে
রাজাকার রাজাকার
১১। তোর কোটা তুই নে, আমার ভাইরে ফিরায়া দে
১২। আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে
১৩। শেখ হাসিনার গদিতে, আগুন জালাও একসাথে
১৪। চমশা পরা বুবুজান, নৌকা নিয়ে ভারত যান
১৫। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা
১৬। আমরা সবাই বাবর হবো
সেভেন সিস্টার্স স্বাধীন করবো
১৭। পেতে চাইলে মুক্তি,
ছাড়ো ভারত ভক্তি
১৮। ইনকিলাব জিন্দাবাদ
১৯। সাবিলুনা সাবিলুনা আল জি-হাদ আল জি-হাদ
২০। নারায়ে তাকবির, আল্লাহু আকবর
ফরাসি বিপ্লবের ১০ টা জনপ্রিয় শ্লোগান

  1. Liberté, Égalité, Fraternité (Liberty, Equality, Fraternity):
  2. Vivre Libre ou Mourir (Live Free or Die):
  3. La Nation, la Loi, le Roi (The Nation, the Law, the King)
  4. La Patrie en Danger (The Fatherland is in Danger).
  5. À bas la Tyrannie! (Down with Tyranny!):
  6. Les Hommes naissent et demeurent libres et égaux en droits (Men are born and remain free and equal in rights):
  7. Unité, Indivisibilité de la République (Unity, Indivisibility of the Republic):
  8. Liberté ou la Mort (Liberty or Death):
  9. Le Peuple, c’est la Nation (The People are the Nation):
  10. Pain, Paix, Liberté (Bread, Peace, Liberty):

আরব বসন্তের ১০ টা জনপ্রিয় শ্লোগান:

  1. Ash-shaʻb yurīd isqāṭ an-niẓām (The people want to bring down the regime):
  2. Hurriya, Karama, Adala Ijtima‘iyya (Freedom, Dignity, Social Justice):
  3. Irhal! (Leave!):
  4. Thawra, Thawra, Hatta al-Nasr (Revolution, Revolution, Until Victory):
  5. La li al-fasad (No to Corruption):
  6. Aish, Hurriya, Karama Insaniyya (Bread, Freedom, Human Dignity):
  7. Kullna lil-Watan (We are all for the nation):
  8. Silmiyya, Silmiyya (Peaceful, Peaceful):
  9. Al-Sha‘b Huwa Al-Hall (The People are the Solution):
  10. Sawtuna Hurriya (Our Voice is Freedom):

…………..
লেখক : গবেষক, ব্রেমেন ইউনিভার্সিটি, জার্মানি।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ