spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাএখনো ফ্যাসিস্ট ও অন্যান্য কবিতা : জিয়া হক

লিখেছেন : জিয়া হক

এখনো ফ্যাসিস্ট ও অন্যান্য কবিতা : জিয়া হক

এখনো ফ্যাসিস্ট…
……………

এখনো ফ্যাসিস্ট ষড়যন্ত্রই ফাঁদে
এখনো ফ্যাসিস্ট সবখানে বাধ সাধে
এখনো ফ্যাসিস্ট ঘোলা জলে মাছ ধরে
এখনো ফ্যাসিস্ট হিংসায় পুড়ে মরে।

এখনো ফ্যাসিস্ট মিথ্যার পথ খোঁজে
এখনো ফ্যাসিস্ট জবরদখল বোঝে
এখনো ফ্যাসিস্ট গু ম-খু নে সক্রিয়
এখনো ফ্যাসিস্ট নাটকে ব্যস্ত, পিও।

এখনো ফ্যাসিস্ট রক্তেই বিশ্বাসী
এখনো ফ্যাসিস্ট সেই সে সর্বনাশী
এখনো ফ্যাসিস্ট ধ্বংসযজ্ঞে রত
এখনো ফ্যাসিস্ট অপরাধী উদ্ধত।

এখনো ফ্যাসিস্ট গণ হত্যার দায়—
এখনো ফ্যাসিস্ট ডিফেন্ড করেই যায়
এখনো ফ্যাসিস্ট আবোল তাবোল বকে
এখনো ফ্যাসিস্ট দুধে ধোয়া ফকফকে?

এখনো ফ্যাসিস্ট সীমান্তে লাশ চায়
এখনো ফ্যাসিস্ট নাচে একতরফায়
এখনো ফ্যাসিস্ট খুনি কে বন্ধু বলে
এখনো ফ্যাসিস্ট দেশ বেচে কৌশলে!

০৩. ১২. ২০২৪ খ্রি.
বকশিবাজার, ঢাকা।

………..
মানুষ হওনি, কবি হতে চাও?
…………

মানুষ হওনি, কবি হতে চাও? হতে চাও ভাইরাল
চুল-দাড়ি সব পেকে গেছে তবু সত্যকে আবডাল
ভালোবাসা ভুলে অন্তর জুড়ে হিংসার চাষবাস
ঘৃণা-বিদ্বেষে গোলাপের ডালে কাঁটার সর্বনাশ।

স্বাধীনতা নিয়ে পরাধীনতার শিকল পরলে পায়ে
মগজ পচেছে সেই গন্ধেই পোকা কিলবিল গায়ে
পতাকা চেনো না, বিরোধ চেনো না, ভালোবাসা কারে কয়
অন্তমিলের মহাকবি নাকি, ভাবতেও লজ্জা হয়।

কবি, রবি তুমি যা কিছুই হও মানুষ হতেই হবে
ইতিহাস থেকে শিক্ষা নেবে না, সম্মানে তবু রবে (?)
ডাইনোসরের দিন শেষ হলো, তুমি তো গুবরে পোকা
কবি নামে আর কতকাল দিবে মানবতাকেই ধোঁকা!

৩০. ১১. ২০২৪ খ্রি.

………
ভাগীদার…
………

ষোলো বছর অন্ধ-বধির এখন দারুণ দেশপ্রেমী
জুলাই-আগস্ট হৃদয়ে তার ছিল না এক লেশ প্রেম-ই
হাজার হাজার জীবন গেল রক্তে গেল বুক ভেসে
ফ্যাসিস্ট বলে— গেল রে গেল উন্নয়নের লুক ভেসে।

হালুয়া-রুটির ভাগীদারে সাজছে লেখক-শিল্পীও
লতা-পাতা ছাতার কবি-বুদ্ধিজীবীর মিল ‘পিও’
মিডিয়াতে ভেটকি মারে ভেটকি মারে সবখানে
রোজারিও নাম ধরেছে মোল্লা পুরুত রব খানে।

নতুন স্বাধীনতায় দেখি নতুন নতুন ধান্দাবাজ
দাবি-দাওয়ার শহর জুড়ে সামনে হাসে চান্দাবাজ
আজকে ওটা কালকে কোটা, ডালকে গোটা গাছ বলে—
চালিয়ে দেয়া মানুষগুলোই পুঁটিকে রুই মাছ বলে।

হায়রে কপাল গোপাল ভাঁড়েই নোবেলজয়ীর ভুল ধরে
রঙ বদলের গিরগিটিরাই বিকায় সঠিক মূল দরে
দিন বদলের সুদিন শুরু, সামনে অনেক কাজ বাকি
এক একতার বিকল্প নাই, ফিরবে না হয় বাজপাখি!

২৯. ১১. ২০২৪ খ্রি.
সেন্ট্রাল হাসপাতাল, ঢাকা।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ