…………
গ্রাফিতি সৈনিকের সংবিধান
বালাক রাসেল
…………
সমগ্রদেশ কেঁপে উঠলো যুবকম্পে, গ্রাফিতির চিত্রে, তুলির স্বতঃস্ফূর্ত লড়াইয়ে দেয়ালের সংবিধান
পরিবর্তনের ডাক দিলো তারুণ্য
নয়া চিন্তার বন্দোবস্ত নিয়ে
ফ্যাসিবাদের গলায় ঝুলিয়ে দিলো রাষ্ট্রের ব্যানার,নরপিশাচের ছবি ঝুলে থাকে পিলারে, ঝুলে থাকে মগজে, ঝুলে থাকে পাদুকায় লেপ্টে থাকা আবর্জনায়
গ্রাফিতি সৈনিকের নিপুণ হাতে
তিলে তিলে গড়ে উঠলো লক্ষ্য দেয়ালে
মুক্তির সংবিধান
ফ্যাসিবাদের পতনে পোস্ট মডার্ন কৌশল
আর দেয়ালের বুলেট বিদ্ধ করে ফেরাউনের বুক, গণঅভ্যুত্থানের মিসাইল
রাজনৈতিক ইতরের ফেরাউনি চেহারায়
ভেসে ওঠে দেয়ালের সংবিধান
পালিয়েছে পালানোর কদর্য রূপে
দূর্বৃত্তরা সব মিলিয়েছে প্রতিবেশী কায়দায়, হনুমানের আশ্রয়ে,বাংলার অবিনাশী দেয়ালে
গ্রাফিতি সৈনিকের অস্ত্রে বাঙ্কসির ন্যায় উঠে আসে গোয়েবলস, রাক্ষসী দানব আর ‘ আমার-আমি ’ করা হায়েনার দল
হাজারো লাশ ভেসে যায় ইতিহাসের
স্রোতে, গণহায়েনার বুলেটে ঝাঁঝ বুক, পৃথিবী দেখে দেয়ালে উঠে আসা অন্যরকম বাংলাদেশ
দেয়ালে উঠে এলো
দুই হাত ছড়িয়ে বাংলাদেশকে জড়িয়ে
আবু সাঈদ,তাহমিদ আর মুগ্ধরা
জীবনের অপর নাম হয়ে ওঠে তারুণ্যের
‘পারলে ঠেকা’
হয়ে উঠে অপ্রতিরোধ্য এক বাংলাদেশ
………….
খুনির ছবি মুছলি ক্যান!
মাজহারুল ইসলাম মেহের
…………..
বিপ্লবীরা কী আর যেনতেন
খুনির ছবি মুছলি ক্যান !
মুছতে কইলো কোন বাপে ?
সব কইডারে খাইবো পাপে
সাধুর বেশে করিস না ধ্যান ,
খুনির ছবি মুছলি ক্যান !
**
কোন গরমে স্লোগান তুলিস
কোন শরমে মা বলিস !
ভাতের বদলে খাইবি ফেন ,
খুনির ছবি মুছলি ক্যান!
খুন করেছে হাজার মানুষ
আমরা কইলেই হইবো দোষ
খুনের সাক্ষী রক্ত ভ্যান ,
খুনির ছবি মুছলি ক্যান !
………….
গ্রাফিতি ও ঘৃণা
সাজ্জাদ বিপ্লব
………….
গ্রাফিতি মুছে যাবে, মুছে যাবে অনেক কিছু
ঝাপসা হয়ে যাবে স্মৃতিও
ভুলে যাবে মানুষ হাসি-কান্না, সুখ-দুঃখ, অভাব ও অভিযোগ
আতঙ্ক মুছে যাবে? যায়, কখনো?
মানুষ কি ভুলে যায় ইতিহাস?
না-কি ইতিহাস হয়ে যায় মানুষ? চলে যায় অন্তরালে? অন্তরীক্ষে?
হয়ে যায় গুম–শত-শত ইলিয়াস।
হয়ে যায় খুন –শত-শত মুগ্ধ।
মানুষের মন থেকে ভীতি কি মুছে যাবে? মুছে যাবে ঘৃণা ও কান্না?
গ্রাফিতি মুছে যায়। যাবে। যাক। ঘৃণা মুছবে না। কখনো। কোনোদিন।
ডাইনী, তোমার প্রতি এ জাতির ঘৃণা, চির অমলিন।
……….
৩০ ডিসেম্বর, ২৪
আটলান্টা, জর্জিয়া।
কবিতায় হোক প্রতিবাদ, প্রতিরোধ হোক ইস্পাত দৃঢ়তায়!
ফ্যাসিবাদ নিপাত যাক
মানবতা মুক্তি পাক।
শিল্প-সাহিত্যে এই বিপ্লবের চেতনা নির্মাণ জরুরি ।