spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাসমুদ্র ও অন্যান্য কবিতা

লিখেছেন : রেজা নুর

সমুদ্র ও অন্যান্য কবিতা

রেজা নুর

………..
সমুদ্র
………..

সৈকতে গেলে
মন থির হয়ে আসে —
সমুদ্র,
প্রশান্ত-দীর্ঘ দূর
বিছিয়ে দেয় চোখে।

বুকজলে নেমে
ঢেউগুলো সরিয়ে দিই
যত দূরে,
আরও বহু ঢেউ
মৃদু হেসে
এগোয় থরে থরে ॥

………….
শিখা
………….

যে দু:খ
নিশ্বাসের মতো নিয়ে বেড়াও —
অদৃশ্য-উষ্ণ বাতাস
বোশেখের ঝড়।

শীতের বনেও
তুমি তপ্ত তরু —
এক মরু প্রেমে
অন্তর অনড় ॥

………….
ঝড়
………….

শুনবার সময় বাতাসের নেই,
বয়ে যাবার তাড়া শুধু —

ঝড় হয়ে ভাঙে বৃক্ষ, ঘর …
উসকে দেয় শান্ত ধুলো,
আনমনা ঢেউ ।

ভাববার সময় তার কই :
কোন্ শাখায় পাখির বাসা,
নতুন দেয়ালের ঘর নবীন তল্লাটে, —দূরের কোন্ নির্জন ধুলোয়
ফুল পড়ে আছে।
কোন্ নদীর নিরীহ জল ছায়ার সখা,
উদ্দাম হাওয়ার সে রাখেনি খবর !

……………
অন্য নিবাস
……………

সুখকর যাত্রা ছিল আমার…

ঘাসে ছাওয়া পথের পাশে বনফুল,
অজস্র সূর্য
সকালের শিশিরের চোখে।

কখনো, ঘুম-অভিমান রাতে
তীব্র তারার আলো আঁকতো আকাশে অতি জগতের আলপনা।

মেঘ
তারা
চাঁদ

এদের বিষাদ
বিচূর্ণ বৈভবে ঝরেছিল,
জোছনার ঘরে।

আমিও এই জমিনের নই,
অসীম আবাস রাখা
নিথর মন্থরে ॥

………..
অশ্রু
………..

বহুদিন আগে
কপোতাক্ষের তীরে
এক বৃদ্ধাকে কাঁদতে দেখেছিলাম।
চরের ঘাটের বালু থেকে সামান্য দূরে
ঘাসের ওপরে বসা ছিলেন।

রোদন-রুদ্ধ স্বরে
থমকে দাঁড়ালাম কিছুক্ষণ,
গাঁয়ের পরিচিত রমণী তিনি
চিনি তাকে ছোট্টবেলা থেকে।

ছেলেরা বড় হয়েছে, ভরা সংসার।
তবু কী এমন দু:খে
জলের নির্জনে,
নদের-ধীর-দীর্ঘ ধারায়
জানাতে হয় অধীর বেদনা !

কাদেরের মা,
পড়শী দাদী-মা’র কাছে জানতে
মন চেয়েছে কতবার,
জিজ্ঞেস আর করা হয়না ।

জগত-ভরা মানুষের সংগে
কথোপকথন হয়,
কত গল্প, হাসি বিনিময়…
তবু কে শোনে কার কান্না ?
কে রাখে মনে আর…
বেদনার রক্তিম দাগ !

শুধু নদী—- বহতা জলই আপন,
নিবিড় গোপন দু:খ বয়ে নেবার।

———**——

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

নয়ন আহমেদ on কবিতাগুচ্ছ
নয়ন আহমেদ on মা দিবসের কবিতা
ড. মোহাম্মদ শামসুল আলম on শিপা, আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারিনি
কাজী জহিরুল ইসলাম on কাজী জহিরুল ইসলাম এর কবিতা