spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাজন্মদিনের কবিতা

লিখেছেন : মহিবুর রহিম

জন্মদিনের কবিতা

মহিবুর রহিম
………..
মানুষ পরিধান করে রক্তিম প্রত্যয়
……….

দুঃসময়ের আগুন তাদের রক্তকে করেছে বিশুদ্ধতম লাল
গভীর প্রশান্ত লাল
সূর্যের ক্রোধের মতো লাল
কারবালার অব্যাবহিত ইতিহাসের মতন লাল

একটা ক্যানভাস ভরে ওঠে আকাঙ্ক্ষার শহিদি রঙে
তীব্রতম যাতনায় ছড়িয়ে ছড়িয়ে যায়
লাল রঙের বুদবুদ থেকে দ্রোহের পাখিরা উড়ে
সব স্বাধীন ইচ্ছার সীমানা পরিব্যাপ্ত করে
আদি ইচ্ছেরা নামে
নতুন ইচ্ছেরা আসে
রাজপথে কথা বলে লাল রঙের ভাষায়
পতাকার লাল বৃত্তটি এসে যুক্ত হয়
অনেকটা ইতিহাসের হৃদপিণ্ড হয়ে উঠে

গত তিন দিন তিন রাত
লাল রঙে ডুবে গিয়েছিল আকাঙ্ক্ষার চাঁদ
ভিন্ন কথা বলেছিলো ভিন্ন সুরে কিন্তু অভিন্ন দ্রোহে
সেই তাড়নায় বদলে যাওয়া ভাষা কোটি কোটি সিম্বোলিক গ্রাফিতি
পৃথিবীর পাঠ মন্ত্র থেকে সরে যাওয়া ফ্যাসিস্ট গুলি ও বারুদে হাহাকার করে
পুরনো কৌশলে হানে জিঘাংসার আঘাত
লাল রঙে ঢেউ উঠে
গভীর প্রতীজ্ঞ ঢেউ
ইচ্ছার তরঙ্গ ঢেউ
সত্তার সংক্ষুব্ধ ঢেউ

আলোকিত করে ক্যানভাস থেকে ক্যানভাস
শহর পরিধান করে লাল দ্রোহের আলখাল্লা
আকাশ পরিধান করে লাল বিপ্লবের আকাঙ্ক্ষা
মানুষ পরিধান করে এই রক্তিম প্রত্যয়।

………….
আওয়াজ উডা বাংলাদেশ
……………

আওয়াজ উডা বাংলাদেশ
প্রলয় ও সৃষ্টির আওয়াজ
চিরতরে ফ্যাসিস্ট ধ্বংসের আওয়াজ
তাগো চেলা চামুণ্ডা হগল থামা
কালো টাকা কালো কোট কালো মিডিয়া
কালো বুদ্ধিবৃত্তি হগল থামা
আর নয় কোনো লুটের ড্রামা
আর নয় চেতনা বিক্রির কাব্যনাটক
আওয়াজ উডা বাংলাদেশ

চির বিদ্রোহী চির দেব দ্রোহী
সত্তার গভীর থেকে আগুন জ্বালা
পিন্ডি না দিল্লি না ওয়াশিংটন না
কোনো নকল না কোনো ছদ্ম না
নির্ভেজাল সহজ সরল
জীবনকে সত্যের ময়দানে হাটতে দে
মানুষকে মানুষের মতো বিশ্বাস নিয়ে থাকতে দে
আওয়াজ উডা বাংলাদেশ

কেন প্রতিদিন জুজুর ভয় ঝুলিয়ে রাখা হয়
কেন তেলে জলে মিশিয়ে সৃষ্টি করা হয় ধাঁধা
কেন মুক্তিকামীরা রাজাকার হয়
কেন দালালরা পায় আরোপিত দেবত্ব
কেন শিক্ষাঙ্গনে কোনো শিক্ষাবিদ নেই
কেন বুদ্ধিজীবী মিথ্যা চেতনা বিক্রি করে খায়
আওয়াজ উডা বাংলাদেশ

বাইশ পরিবার না বাইশ শ পরিবারও না
আঙুল ফুলে কলাগাছ না
আঙুল ফুলে বটগাছও না
কোনো হেলমেট ও হাতুড়ি লীগ না
ওসি প্রদীপ পিকে হালদার না
ছদ্মবেশ পড়া প্রথম আলো না
ছদ্মবেশ পড়া
কোনো মিডিয়ার মিডিয়াজবাজী না
ছাত্র জনতার সরল সত্যের দেশাত্মবোধে
মুক্তিকামী সকল শহিদের আত্মত্যাগে
শত বছরের শত সংগ্রাম বুকে নিয়ে
আওয়াজ উডা বাংলাদেশ

কেন ব্যর্থ পলাশী যুদ্ধ বক্সার তিতুমীর
কেন ব্যর্থ সিপাহী বিপ্লব মানুষের শত মুভমেন্ট
কেন ব্যর্থ সাতচল্লিশ বায়ান্ন উনসত্তর
কেন একাত্তর শুধু জনতার বুকের ক্ষত হয়ে রইল
কেন কিডন্যাপ হল স্বাধীনতা মুক্তিকামী জনতার গভীর গভীরতর আকাঙ্ক্ষা
কেন ব্যর্থ নব্বুইয়ের গণঅভ্যুত্থান
কেন গণতন্ত্র হলো ছিন্নভিন্ন
ভোটাধিকার হলো গুম
কেন স্বাধীন ইচ্ছেরা গেলো ক্রসফায়ারে
আওয়াজ উডা বাংলাদেশ

বহু বছর কথা কইবার পারি নাই
স্বাধীনতার গায়ে একটু হাত বুলাবার পারি নাই
প্রতিবাদী মেজর জলিল, বজলুল হুদাকে সব কথা কইতে দেয়া হয় নাই
শত মুক্তিযোদ্ধা রাজাকারের তকমা নিয়া চুপ খাইয়া গেছে
‘আমি শিবির না’ বলা সত্ত্বেও বিশ্বজিৎ রেহাই পায় নাই
হাজার শিক্ষার্থী রেহাই পায় নাই
একটা জাতিকে প্রতিদিন হতে হয়েছে আবরার ফাহাদ
পরাধীনতার চেয়েও বড় পরাধীনতায় পদদলিত করে
সব রাজনৈতিক স্বাধীনতা হরণ করে
বাক ও চিন্তার স্বাধীনতা রুদ্ধ করে
বারবার শ্বাসরুদ্ধকর লুটতন্ত্রে বন্দী করার বিরুদ্ধে
অনল প্রবাহ কিংবা অগ্নিবীণার মতন
আওয়াজ উডা বাংলাদেশ

বাঁচার নতুন প্রত্যয়ে
চিরকালের গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে
শহিদ আবু সাঈদের মতন
আত্মত্যাগী মীর মুগ্ধের মতন
মুক্তিকামী মানুষের জনস্রোতের মতন
নির্ভয় মনে ফাঁসিকাষ্টে যাওয়া
দেশপ্রেমীদের মতন
আওয়াজ উডা বাংলাদেশ

একটা স্বাধীন জাতিকে দাবায়া রাখার বিরুদ্ধে
জঙ্গিবাদী নাটক সাজানোর বিরুদ্ধে
আমাদের স্বাভাবিক শিক্ষা ও সংস্কৃতি রোধের বিরুদ্ধে
নির্বিচার সীমান্ত হত্যার বিরুদ্ধে
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে
র এর কালো থাবার বিরুদ্ধে
ফেনসিডিল ও মাদক আগ্রাসনের বিরুদ্ধে
ডা জাফরুল্লাহর মতন
পিনাকী ভট্টাচার্যের মতন
ড মাহমুদুর রহমানের মতন
আওয়াজ উডা বাংলাদেশ

কোনো ছদ্মবশীর মতন আজ চুপ থাকিস না
সুবোধের মতন পালাইয়া যাইছ না
কথা কওয়ার লাগছত কথা ক
যত তিক্তই হোক কথা ক
মৃত্যুর মতন নির্ভয় হয়ে কথা ক
লুটেরা ও ক্ষমতাধরের ভিত কাঁপাইয়া দেওয়ার মতন কথা ক
পদ্মা ও মেঘনার হারিয়ে যাওয়া উত্তাল ঢেউয়ের মতন কথা ক
আজ সত্যিকারের মানুষ হয়ে
আওয়াজ উডা বাংলাদেশ

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

নয়ন আহমেদ on কবিতাগুচ্ছ