spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদবই নিয়েপিনাকী ভট্টাচার্যের 'ফুলকুমারি'

লিখেছেন : মনোয়ার পাটোয়ারী

পিনাকী ভট্টাচার্যের ‘ফুলকুমারি’

মনোয়ার পাটোয়ারী 

ফরাসি ঔপন্যাসিক আলবেয়ার কামুর ‘লা পেস্ত’ বা ‘দ্য প্লেগ’ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর উপন্যাস। ইঁদুর থেকে প্লেগ ছড়িয়ে পড়ে যা আলজেরিয়ার ওরান নামক শহরের অর্ধেক জনসংখ্যাকে ধ্বং স করে দেয়। ওরানের বাসিন্দারা পর্যাপ্ত অর্থ আয় করলেও তাদের জীবনযাত্রা অস্বচ্ছল, অধিকাংশই দরিদ্র। তবু আনন্দ ছিল প্রাত্যহিকতায়, দৈনন্দিন কাজে আশা জেগে থাকত। হঠাৎ এক রহস্যময় ও অদ্ভুত বাতাস স্বাভাবিকতার চেয়ে দ্রুত প্রবাহিত হয়ে তাদের জীবনকে আতঙ্কিত করে তোলে লা পেস্তে ইদুর ছিলো আলবেয়ার কামুর সিম্বোলিক। সেই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র ডাক্তার রিও। রাজনীতিবিদরা উদাসী হলেও ডাক্তার রিও তার চিকিৎসা চালিয়ে গেছে। 

অনেক আলোচনা-সমালোচনার মধ্যেও Pinaki Bhattacharya – পিনাকী ভট্টাচার্য বাংলা বসন্তের ডাক্তার রিও। বিগত ১৬ বছরে তার অবদান নতুন দিনের সম্ভাব্য ভবিষ্যতের স্বপ্ন বাঁচিয়ে রাখা। কাকতালীয়ভাবে প্রকাশিত বইয়ের “ফুলকুমারি” একটি ইঁদুর। 

নতুন বইয়ের অংশগুলো ক্ষুদ্র উপন্যাসের মতো করে বর্ণনা করেছেন। ঝিরিঝিরি তরংগের করতোয়া কুলে শৈশবের স্মৃতি, রাজশাহী মেডিক্যাল কলেজ জীবন, একাত্তরের ভারতে শরনার্থী জীবনের স্মৃতি, ফ্রান্সে রিফিউজি সময়, জাতীয়-আন্তর্জাতিক রাজনীতির আসপেক্ট।

পিনাকী ভট্টাচার্যের সাথে যখনই দেখা হয় ম্যাক্সিমাম সময়ে হয়তো তার রেস্টের সময় না হয় ফ্যামিলি সময় নিয়ে নিই। মেট্রোপলিটন লাইফ প্রচন্ড ব্যাস্ত রাখে মানুষদের। এর মধ্যেও সময় বের করে নিয়মিত জীম, ফুলটাইম জব, স্ক্রিপ্ট রাইটিং, দেশ ছেড়ে আসা একজন রিফ্যুজির দেশ নিয়ে ভাবনা, সোশাল মিডিয়া লাইফ, পিএইচডি করা সামাজিক পারিবারিক জীবন ম্যান্টেইন করা প্রায় অসাধ্য সাধন। 

আমি ভোরে ক্লাসে যাই এসে সামান্য কিছু কাজ করে এতো ক্লান্ত হয়ে যাই মাঝে মধ্যে না খেয়েই ঘুমায় পড়ি। 

এই ব্যাস্ততার মধ্যেও বই লিখার মতো অসাধ্য সাধন করে ফেলেছেন। 

বইটার এবারের বইমেলায় গুরুত্বপূর্ণ পজিশানে থাকবে বলে দেয়াই যায়।

আরও পড়তে পারেন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সৈয়দ সাইফুল্লাহ শিহাব on কবিতার স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গের কবিতা