তাজ ইসলাম
‘কবিতার স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গের কবিতা’ সংস্কৃতিবাংলার আয়োজন। ২০ কবির কবিতা পাঠ, বিজ্ঞজনের আলোচনা। ২৪ জানুয়ারী দিনের মধ্যভাগে শুরু। ২০ কবির কবিতা পাঠ করার কথা থাকলেও আসতে পারেননি কেউ কেউ।
এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করেছিলেন কবিতার মানুষ কবি সোহেল হাসান গালিব। মাসের শুরুতেই যোগাযোগ করে অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন।কথা ছিল ঠিক ৩ টায় শুরু হবে। আগেভাগেই পৌছার ইচ্ছা নিয়েই রওয়ানা দিলাম।
ঢাকার এই এক সমস্যা।বাসার পাশে দাঁড়িয়ে কাউকে জিঙ্গেস করলে বলে চিনি না। হার্ট ফাউন্ডেশনর সামনে নেমে ঠিকানা খোঁজাখুঁজি করতে করতে ২.৩০ টায় গিয়ে পৌছলাম ৩১/১/ এ বড়ভাগ ভেন্যু বৌটুবানীর ছাদে। মুরগি, মুরগির আন্ডা রঙিন ভাত তারপর কালাপানি (মজো) দিয়া লাঞ্চাইলাম।৩টা চলে গিয়ে ৪টার পর শুরু হল অনুষ্ঠান। পিছনে সুন্দর ব্যানার আর সামনে পুরো কবি ও কবিতা মেলা।
এক নজরে ব্যানারাঙ্কিত নাম।
উদ্বোধনী বক্তব্য :
মজিদ মাহমুদ
আলোচক
মাহবুব হাসান,ফয়েজ আলম
সভাপ্রধান
ফয়জুল লতিফ চৌধুরী
গান: তানজিনা রহমান মীম
কবিতাপাঠ:
রাসেল রায়হান,রোজেন হাসান,শাকিল মাহমুদ,সাম্য শাহ,মাসুম মুনাওয়ার,রনক জামান,মঈন মুনতাসীর,সাম্মি ইসলাম নীলা, খান আলাউদ্দিন, শামস আরেফিন,আবিদ আজম,তাজ ইসলাম,ইমন,জুবায়ের দুখু,হিম ঋতুব্রত,নাফিউল হক নাফিউ, পূর্ণিয়া সামিয়া, সায়্যিদ লুমরান,নিমগ্ন দুপুর,ফারহাতুল জান্নাত।
সঞ্চালনা:
ডা. শাহনাজ পারভীন।
আয়েজক সোহেল হাসাম গালিব রইলেন পর্দার অন্তরালের মানুষ হয়ে।ব্যানারে নাম নাই।
হয়তো নিজের অনুষ্ঠান বলেই।
কবি ও চিন্তক চঞ্চল আশরাফ স্বাগত বক্তব্য দিলেন।
উদ্বোধনী কথা বললেন কবি মজিদ মাহমুদ।
গিয়ে জানতে পারলাম সংস্কৃতিবাংলার মাধ্যমে শুভ উদ্বোধন হল মজিদ মাহমুদের বৌটুবানী সংস্কৃতির আড্ডাখানার। বৌটুবানীতে সাজিয়েছেন চমৎকার এক মিলনায়তন। আশা করি অচিরেই তা ঢাকার সংস্কৃতিমনাদের কলধ্বনিতে মুখরিত হয়ে উঠবে।
এরপর অনুষ্ঠান চলল সুপরিকল্পিতভাবে। এই অনুষ্ঠানে দেখা হল চেনা অচেনা বহুজনের সাথে।সংস্কৃতিবাংলা সর্বদল,সর্বমতের মিলনায়োজনের উদ্যোক্তা। সুন্দর,চমৎকার, পরিকল্পিত একটি আয়োজন।তরুণদের,নতুনদের,পরিচিত,অপরিচিত, কমপরিচিত সকলকে একত্রে হাজির করলেন। নির্ধারিত কবিগণ নির্বাচিত দুটো করে কবিতা পাঠ করলেন। আলোচকগণ সুচিন্তিত মতামত দিলেন।সব ভিডিও হয়েছে।শেষে শিল্পীর দরাজ কণ্ঠে পরিবেশিত হল নজরুল সঙ্গীত ও অন্যান্য গান। পরিবেশিত হল অনুরোধের গানও। ফটোশেসন হল চা বিরতির সময়। আমি শেষের আগে চলে আসলাম। ব্যানারে লিখিত ছাড়া অন্যরাও কথা বলছেন।কবি আল হাফিজ ও কথাশিল্পী পাপড়ি রহমান তাদের কথাগুলো বললেন স্বল্প সময়ে। অনুষ্ঠান
সঞ্চালনায় ছিলেন
ডা. শাহনাজ পারভীন।
অনুষ্ঠান শুরুর আগে আমি পৌছে দিলাম কবি ও সম্পাদক সাজ্জাদ বিপ্লব সম্পাদিত ‘বাংলা রিভিউ’ রবীন্দ্রনাথ সংখ্যা যথাক্রমে কবি সোহেল হাসান গালিব, কবি মজিদ মাহমুদ,কবি আল হাফিজের হাতে।
গতকাল গেল কবিতাকাল,বিকেল শীত ও কবিতা উষ্ণতায় উদযাপিত হল সংস্কৃতিবাংলার আয়োজনে। সংস্কৃতিবাংলা জিন্দাবাদ।ওখানে আলোচনায় ছিল জুলাই।নিন্দা জানানো হয় জুলাই বিরোধী চক্রের অপতৎপরতার।
চালিয়ে যান মিঃ তাজ ইসলাম। আপনার সরব উপস্থিতি আমার কাছে অতীব সুখকর। সাফল্য কামনা করি। সঙ্গে প্রিয় সম্পাদক, বন্ধু সাজ্জাদ বিপ্লবকে সালাম ও শুভেচ্ছা।