spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাবসন্ত পর্যন্ত অপেক্ষা ও অন্যান্য কবিতা

লিখেছেন : বাসব রায়

বসন্ত পর্যন্ত অপেক্ষা ও অন্যান্য কবিতা

বাসব রায়

…………….
বিচ্ছিন্ন সত্তা
…………….

বিচ্ছিন্ন হয়ে আছে সত্তা যার শেকড়
ছিন্নভিন্ন এখন; বিষাক্ত সাপের দংশনে চেতনার বিলুপ্তি ঘটেছে মাত্র–

সেখানে বিশ্বাসের জোর
আর শক্ত নয়, নয় আপত্তির সীমায় অতিক্রান্ত ;

বোধের কপাটে নির্লিপ্ত কব্জায়
অন্ধকার খোঁজে আলোর একটু রেখা–

……………..
অপেক্ষার মরণ
…………….

বোধের কপাটে উলঙ্গ জঞ্জাল
রোদের চোখ কঠিন অন্ধকার
বর্ণহীন প্রেমের বাঁশি বেসুরো
নিরর্থক জারজ সব আকাঙ্ক্ষা —

সুবর্ণ রাত নামে অসম্পূর্ণতায়
দীর্ঘ কুয়াশায় হারায় পথ সপ্তর্ষি
জেগে থাকে ব্যাকুল অপরাধ;
নির্বুদ্ধি বিবেক বধির স্থবির —

অচল পায়ের পথ পরিক্রমা
হাস্যকর বিভ্রান্তি দিয়ে আবৃত
হতাশারা কল্পনায় বাঁচতে চায়
অপেক্ষারা একসময় মরে যায় —

নগ্ন পিপাসায় কাতর সময়গুলো
বিলাসী নীলতরঙ্গে ভেসে থাকে
ফোয়ারায় মাতোয়ারা দু্র্ভাবনারা
ডুবে থাকে গভীর অনুভব নিয়ে —

দ্বীপান্তরিত জীবনের কালাপানি
অনতিক্রম ঢেউয়ে আছড়ে পড়ে ;
আনন্দ সুখ যখন নির্বাসনে
মুক্তির আশ্বাস আর মিলে না তখন–

………………..
নিশ্চিহ্নের পথে
……………….

কুয়াশায় মিশে গেছে কান্না
হিম হয়ে আছে অনুভূতি সব
ঘাস সেজে আছে মুক্তোর টোপরে —
শিরশিরে বাতাসে ম্রিয়মাণ অন্তর
অচেনা জগতের কাছে করেছে
আত্মসমর্পণ -!

দৃষ্টিভ্রমের সকালটা অগোছালো বেশ
অগোচরে কেটে যায় অলস সময়
লেগে আছে চিহ্ন উত্তরীয় গায়
শিশিরের ফোঁটায় ফোঁটায় —
ঘুম ঘুম ধুলির সকাল পদভারে
সচকিত যখন–

মিশে যাওয়া জীবনের হিসেব
নিশ্চিহ্নের পথে সাড়া দেয় অবিরাম ;

………………
ইচ্ছেরা আমার
……………….

আমার ইচ্ছেরা অবদমিত নয়
বিদঘুটে সন্ধ্যায় অপরাধী হয়
পড়শীদের চোখে বিশুদ্ধ জল
আমি;

বিক্ষত হৃদপিণ্ডে উলঙ্গ কামনা
হাঁসফাঁস করে বের হতে চায়
শক্ত করে আটকে রাখা কঠিন
শরীর অতিক্রম করে গহীনে
ঘুম পাড়ায়ে দিই–

ভীষণ চেনা আমিটাকে কেউ
অবিশ্বাস করে না, আত্মাকে আমি
শরীরে নিয়ে ফেলি অশরীরী
মিলনের ইচ্ছেয়-

……………..
নড়বড়ে ভিত্
……………..

বাতাসে ম্রিয়মাণ গন্ধ উড়ে আসে
উদাস দুপুরে বাঁশি বেসুরো বাজে
কোথাও কোন অন্তঃপুরে কেউ শোনে
হয়তো সেই সুর —-

অদ্ভুত সুন্দর গ্রীবায় কাতর চিহ্ন
টিপে টিপে পা ফেলে রমণীয় হয়
কেঁপে ওঠে খড়বিচুলির বিছানা
নিরর্থক হলেও জেগে থাকে রাত–

ক্লান্ত ভোর চমকে উঠে
বড় নড়বড়ে সে ভিত্ —

………………..
বসন্ত পর্যন্ত অপেক্ষা
………………..

ভুলের হাটবাজারে অকারণ কেনাবেচা
কোনো কর্তৃত্ব নেই আমার
অপ্রতিভ বোকা হাসিতে মাটি দেখি
সাহসে ভর করেও মাথা উঁচু হয় না–;

কিনতে এসে নিজেই বিক্রি হয়ে যাই
দালালের কাছে ঠিকানা নিশ্চিত হয়
রাতদিন মুক্তির আশ্বাসে থাকি
শেষ আলোটুকুও নিভে যায়—-

নিশ্চিহ্নের পথে ক্ষীণ চাঁদটুকু ভরসা
এবারের হেমন্তে না হলেও
আগামীর বসন্ত পর্যন্ত অপেক্ষা —-

আরও পড়তে পারেন

1 COMMENT

  1. অজস্র ধন্যবাদ এবং শুভকামনা সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সাদ আব্দুল ওয়ালী on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
রাবেয়া আখুঞ্জী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা