spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদবই নিয়েফাহমিদ-উর-রহমানের ফুকো ভাবনা

লিখেছেন : শাহাদাৎ সরকার

ফাহমিদ-উর-রহমানের ফুকো ভাবনা


শাহাদাৎ সরকার

বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ফুকো চর্চা হয়ে আসছে। বিশেষ করে এদেশে যারা বাম বুদ্ধিজীবী বলে পরিচিত তারা কারণে অকারণে ফুকোর রেফারেন্স দেন। তবে সেই রেফারেন্সের মধ্যে থাকে শুভঙ্করের ফাঁকি। যেমনটা পাকিস্তানি কলামিস্ট হামিদ মীরের কলাম নিয়ে করত দৈনিক প্রথম আলো। যদিও তারা পরবর্তীতে হামিদ মীরের লেখা প্রকাশ বন্ধ করে দৈনিক নয়া দিগন্তের কারণে। বন্ধের কারণ হলো প্রথম আলো হামিদ মীরের একটা কলাম থেকে শুধু ততটুকু অনুবাদ প্রকাশ করতেন, যে অংশটুকু তাদের হীনস্বার্থে কাজে আসতো। ফুকোর বেলায় এর ব্যতিক্রম করেননি সেই বাম দোকানদারেরা।
অথচ ফাহমিদ-উর-রহমান ফুকো চর্চার কারণ হিসাবে উল্লেখ করছেন:
ইরান বিপ্লব নিয়ে তার বিশেষ চিন্তাভাবনার কথা জানতাম। বিশেষ করে তার রাজনৈতিক রুহানিয়াতের ধারণা তো পশ্চিমা ভাবজগতকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিলো।
ফুকো ইরান বিপ্লবের ভেতর ক্ষমতাকেন্দ্রিক আধুনিক রাষ্ট্রের বদলে এক নৈতিকতাকেন্দ্রিক রাষ্ট্রের ধারণায় উৎসাহ বোধ করেছিলেন।
তিনি তেহরানের রাস্তায় মিছিলররত মানুষের ভেতরে মৌলবাদীতা না দেখে, দেখেছিলেন রাজনৈতিক রুহানিয়াত। দেখেছিলেন কর্তাসত্তার রূপান্তরের ভেতর দিয়ে নতুন ইতিহাস নির্মাণ। আর তাই তিনি তেহরানের রাস্তায় অগ্রসরমান মানুষের মিছিলকে আধুনিকতার সামনে সংকুচিত বা ঝিমিয়ে পড়ার ঘটনা হিসেবে না দেখে, বিপ্লবের ধর্মীয় রূপ হিসেবে সনাক্ত করতে সক্ষম ছিলেন। এই ঘটনাকে ফুকো নাম দিয়েছিলেন parrhesia.
এই প্যারিসিয়া ভাবনাটা নৈতিকতাভিত্তিক। এর সঙ্গে রয়েছে ধর্মের স্পষ্ট সম্পর্ক। জালিম এবং মজলুমের সম্পর্ককে প্যারিসিয়া শব্দ দ্বারা চিহ্নিত করতে চেয়েছেন ফুকো।
তবে ফুকো চর্চার বিষয়ে ফাহমিদ-উর-রহমান আমাদের সতর্ক করে দেন এইভাবে :
ফুকোর ব্যক্তিগত নৈতিকতার সাথে ভাব জগতের নৈতিকতা মেলাতে গেলে আমরা তাকে পুরোপুরি বুঝতে পারবো না। বিশেষ করে তার বুদ্ধিজীবীতার প্রতি ইনসাফ করতে পারব না। ফুকো যেমন ছিলেন প্রতিভাধর দার্শনিক, একই সাথে ব্যতিক্রমী এক মানুষও বটে। গতানুগতিক জীবনের মাপকাঠি দিয়ে তাকে ঠিকমতো পরিমাপ করা যাবে না। ফুকো ব্যক্তিজীবনে ছিলেন নাস্তিক, সমকামী, সমকামিতার পক্ষে আজীবন লড়াকু এবং তার মৃত্যু হয় এইডস রোগে। পশ্চিমের নৈতিকতায় এগুলো সহজে গ্রহণযোগ্য হলেও আমাদের নৈতিকতা দিয়ে এসব জিনিস আত্মস্থ করা কঠিন। তাই ফুকোর ব্যক্তিগত নৈতিকতা থেকে তার ভাবজগতের নৈতিকতাকে পৃথক করে দেখাটাই উত্তম।

ফুকোকে নিয়ে এই বইটি ফুকো চর্চার সীমানা নতুন করে অঙ্কিত করেছে।

মিশেল ফুকো রুহানিয়াত ও ইসলাম
ফাহমিদ-উর-রহমান
প্রকাশক: বুকমাস্টার
মূল্য : ২০০/-

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

নয়ন আহমেদ on কবিতাগুচ্ছ
নয়ন আহমেদ on মা দিবসের কবিতা
ড. মোহাম্মদ শামসুল আলম on শিপা, আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারিনি
কাজী জহিরুল ইসলাম on কাজী জহিরুল ইসলাম এর কবিতা