পরিচিতি
…………
জাকির আবু জাফর। বাড়ি – ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। লেখাপড়া- ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লোকপ্রশাসনে অনার্স- মাস্টার্স। লেখালেখি – কিশোরকাল থেকেই। তিনি উপন্যাসিক, গল্পকার, প্রবন্ধকার, জনপ্রিয় গীতিকার, কলামিস্ট এবং মিডিয়া ব্যক্তিত্ব। শিশু সাহিত্যিক হিসেবেও তিনি সমান পাঠকপ্রিয়। তরুন তরুণীরা তার কবিতা তুলে নিয়েছে ঠোঁটে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি প্রতিযোগিতায় স্থান করে নিচ্ছে তার কবিতা। জীবনের স্বপ্ন ও রহস্য দেখার এক আশ্চর্য আয়না জাকির আবু জাফরের কবিতা।
কবিতা, কিশোর কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথাসহ এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা – ৫৭ টি।
প্রথম ফ্ল্যাপ
……………
লোহিত সাগরে ঢেউয়ের পৃষ্ঠা উল্টাতেই দেখি ফেরাউনের শেষ নিঃশ্বাসের দাগ
জলের ভাঁজে বিস্ফারিত দৃষ্টির সংলাপ
মুসার অলৌকিক লাঠির আঘাতটি বড় যত্নে রেখেছে লাল সাগর
হাঁটতে থাকলাম ইব্রাহিমের অগ্নি-উদ্যানের প্রতি
কেউ যেনো ইংগিত দিলো একটি প্রাসাদের দিকে
দরোজা খুলতেই দেখি নমরূদের উল্টানো চোখ
বিঁধে আছে মহলের রাজকীয় ছাদের কিনারায়
চোখের পাতায় লেপ্টানো দাম্ভিকতার রঙ
মগজের শিরায় উৎকীর্ণ অন্ধ মশার হুল
হিটলারের আত্মহত্যার কক্ষটি পেলাম
চারদেয়ালে পিস্তলের শব্দ ঝুলছিলো
থেকে থেকে ঝরছিলো স্বেচ্ছাচারী রঙ
সে রঙেই উতলা জগতের সকল রাজা রাণীর মন
অথচ কোনো ক্ষমতাই মৃত্যুর গ্রাস থেকে সরাতে পারেনি নিজের মুখ
ভাবুন তো — কীভাবে মাটিচাপা পড়ে আছে পৃথিবীর সকল অহংকার!