spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদবই নিয়েমুহম্মদ আবদুল বাতেন এর নতুন বই

মুহম্মদ আবদুল বাতেন এর নতুন বই

 

ফ্লাপের লেখা 

………..

মুহম্মদ আবদুল বাতেন কবি, সমালোচক, চিন্তক ও ভাবুক। বিভিন্ন জ্ঞান শাখায় বিচরণশীল নীরব সাধক। মানুষ, জীবন ও চেতনার জগতের সঙ্গে ইউনিভার্সকে তিনি দেখেন অভিন্ন এক সত্তা হিসেবে। কবিতা ও সাহিত্য এবং শিল্পতত্ত্ব নিয়ে একটানা তিন দশকের বেশি সময় ধরে লিখছেন। পাঠকের কাছে তাঁর লেখা এই সময়ের এক স্বতন্ত্র ধারা হিসেবে হাজির হয়েছে। বিজ্ঞান, কসমোলজি, কোয়ান্টাম জগত, স্পৃচ্যুয়াল ভাবনা এবং সিভিলাইজেশন এসবই তাঁর কবিতার অনুষঙ্গ হিসেবে উঠে এসেছে।

মুহম্মদ আবদুল বাতেনের প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা বারোটি। এগুলো হলো- ‘অশ্বারোহী মেঘ’, ‘পাথর রাত্রির চন্দ্রোদয়’, ‘অঙ্গহীন আলিঙ্গনে’, ‘কেউ নেই কেন্দ্রীনে একা’, ‘কালো দরোজা’, ‘প্লাজমায় তমোঘোর সুন্দরতম’, ‘ভার্চুয়াল আগুনের পাখা’, ‘ন্যানো পাখিপ্রাণ বিরামচিহ্ন’, ‘কিছু আলো কিছু অন্ধকার’, ‘রাত্রিকালীন পাখির স্বর’, ‘গুম ঘুমের কহর কাল’ ও ‘নির্বাচিত কবিতা’।

তাঁর উল্লেখযোগ্য গ্রবন্ধ গ্রন্থ হলো- ‘আধুনিকোত্তর নন্দনতত্ত্ব ও অন্যান্য প্রসঙ্গ’, ‘ভাষা অবলোকন : অবলোহিত অন্তর্লোক’ এবং ‘বায়োসেন্ট্রিজম নিজের ভেতর নিভৃত বিহঙ্গ’।

মুহম্মদ আবদুল বাতেন ১৯৬৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। পেশায় সাংবাদিক, বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ডেপুটি চিফ নিউজ এডিটর হিসেবে কর্মরত আছেন।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সৈয়দ সাইফুল্লাহ শিহাব on কবিতার স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গের কবিতা