spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদসাম্প্রতিকনার্গিস ও ধানমন্ডি বত্তিরিশের উদযাপন

লিখেছেন : আবু তাহের তারেক

নার্গিস ও ধানমন্ডি বত্তিরিশের উদযাপন


আবু তাহের তারেক

ধানমন্ডি বত্রিশ গুড়ার করার সময়ে, জনতার মুখে নার্গিসের গাওয়া ‘ভইরা দিল’ গান শোনার পরে, মনে একটু আশা জাগল। আমাদের পূব বাংলার আম খাসিয়তগুলা, (কালেক্টিভ আনকনশাসগুলা) জাইগা উঠতেছে, বিপ্লবের ওয়াক্তে!

মনে রাখবেন, নার্গিসদের সহকারেই আমাদের পথ তৈয়ার করতে হইব। আমাদের আম খাসিয়তরে উদযাপন কইরাই কইরাই, আমাদের সফর আগাইবে। নার্গিসরা যেমন বলবে, (তাদের হাবে-ভাবে), পশ্চিমা কায়দার নারীবাদ চিনি না ত! তেমন, তারাই আবার রঠাদের হঠাইবে। নার্গিস এইখানে একটা কমন নাম। এই জায়গায়, আপনে ক্বারী আমির উদ্দিনের নাম বসাইতে পারেন, অথবা ধরেন, আলেয়ারেও আনতে পারেন, (আরো অনেকরেই পারেন)।

এই আলাপে আমার পয়েন্ট তিনটা–

০১. পুব বাংলার মানুষের কালেক্টিভ আনকনশাসের খোজ পাইতে হইলে, আপনারে জারি, সারি, বাউল ভাটিয়ালি ইত্যাদির দিকে ঝুকতে হইব, (আরো ইলামেন্ট যোগ করতে পারেন, যেমন বটতলার সাহিত্য; ইটস ওকে)।

০২. বাংলাদেশে নারীবাদ বলতে আপনে চিনেন তসলিমা নাসরিন, অথবা, হাল আমলের পশ্চিমা কায়দায় চলা মেয়েদের। হয়ত, রোকেয়ারেও চিনতে পারবেন। কিন্তুক, এরা যে আমাদের নারী কর্তাস্বত্ত্বা নির্মাণকারী ব্যক্তিত্বগুলারে, মোস্টলি, আত্মসাত করতেছে, এইটা কি মিছা! তা নইলে আমরা কিভাবে নারগিসের মত প্রবল-প্রতাপশালী কারেক্টাররে, সেই অর্থে, উদযাপনই করতে পারলাম না! কেন একটা একুশে পদক পাইলেন না দেশের অন্যতম বড় কবি আলেয়া আলো!

০৩. এই যে নার্গিস, বা আলেয়া; বা ধরেন আব্দুল করিম, এরা হইলেন আমাদের সেলিব্রেশনের ট্রু মুরশিদ। এদের ক্বাবায় লুকাইয়া আছে সেইসব লিনিংফুল কথা, যা আমাদের মইদ্যে নেশা জাগায়।

গণ আন্দোলনের সাইকোলজি বিষয়ে অনেক আলাপ আছে। আমাদের অনেকেরই হয়ত, এই বিষয়ে প্রচুর ইলিম আছে। একটা সহজ কথা হইল, গণ আন্দোলনে মানুষের কালেক্টিভ আনকনশাস বা যৌথ চেতনা আনলকড হইয়া পড়ে। মানুষ একে অন্যের লগে যুক্ত হইবার সূতা খুইজা পায় তখন। এই মোমেন্ট জাতির ইতিহাসে অল্প সময় দেখা দেয়। ঝিলিকের মত, সে দেখা দিয়া, মিলায়া যায়। যদিও, তার সবচাইতে ইন্টেনসিভ মোমেন্ট হইল ‘আসল জরুরী অবস্থা’।

চিন্তা করেন, ধানমন্ডি বত্রিশ ভাংতে গিয়া মানুষ রঠার গীত গাইতেছে! এইটা জমবে না ত! রঠার পক্ষে কালেক্টিভ আনকনশাস জাগানো, অল্প ক্ষেত্রেই হয়ত সম্ভব। ফলস জমায়েতে, যেমন শাহবাগে, অবশ্য তা সম্ভব (হাহা)।

তিন নম্বর পয়েন্টের সারকথা হইল, পুব বাংলার জাতীয় কৃষ্টি– ৩২ নম্বর ভাংগার টাইমে নার্গিসের মাধ্যমে আমরা আমাদের কৃষ্টির একটা গভীর রূপরেখাও পাইলাম বৈকী!

আমি নার্গিসের গানরেই সেরা বললাম না এইখানে। বললাম যে, নার্গিসদের কাছে আমাদের কালেক্টিভ আনকনশাসের যে চাবি আছে, তারে পাঠ করা জরুরী।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সাদ আব্দুল ওয়ালী on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
রাবেয়া আখুঞ্জী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
শামসুল হক এস এইচ নীর on নাকাবা কিংবা বিপর্যয়ের দিনগুলো