spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদসাম্প্রতিকআন্ডারস্ট্যান্ডিং আনু মোহাম্মদ

লিখেছেন : মীর সালমান শামিল

আন্ডারস্ট্যান্ডিং আনু মোহাম্মদ

মীর সালমান শামিল 

কথিত যুদ্ধাপরাধী আদালতের কথিত বিচারপতি এবং সরকারের আইনজীবীর ফাঁস হওয়া একটি মন্তব্য ভাইরাল হয়েছিল— ‘আমি খাড়ায়া যামু, আপনি বসায়া দেবেন।’ 

এই ঘটনা মূলত একটি রাজনৈতিক ও আদর্শিক বাস্তবতাকে তুলে ধরে, যেখানে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী কালচারাল বামেরা একটি নির্দিষ্ট রাজনৈতিক ইকোসিস্টেম গড়ে তুলেছিল। এই ইকোসিস্টেমের লক্ষ্য ছিল এমন এক শ্রেণির ‘বুদ্ধিজীবী’ তৈরি করা, যারা দলীয় অপকর্মকে স্যানিটাইজ করার দায়িত্ব নেবে।

তাদের ভূমিকা ছিল একদিকে সরকারের ভুলত্রুটিকে ন্যায্যতা দেওয়া, অন্যদিকে সমালোচনা আসলে তা বিএনপি-জামায়াতের সাথে মিশিয়ে দিয়ে আওয়ামী লীগের দায় লঘু করা। এভাবে, সরকার-বিরোধী যেকোনো সমালোচনাকে নিরপেক্ষ না রেখে একটি তুলনামূলক কাঠামোর মধ্যে ফেলে দেওয়া হতো, যা শেষ পর্যন্ত মূলত আওয়ামী লীগকেই সুবিধা দিত।

এরই প্রতিফলন দেখা যায় আনু মোহাম্মদের ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারির এক বক্তব্যে, যেখানে তিনি লিখেছিলেন—

❝ ‘জনগণ ছাড়া নির্বাচন’ আর ‘জনগণ ছাড়া আন্দোলন’ই যদি হয় দুই প্রধান দলের রাজনীতির পরিচয়, তাহলে তার ভয়াবহতায় জনগণের জীবন দুর্বিষহ হবে তাতে তো অবাক হওয়ার কিছু থাকে না। সে জন্যই ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে অবিরাম সহিংসতা। ❞

চিন্তা করুন! সে সময়ে আওয়ামী লীগ সরকার ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ইতিহাসের উদ্ভটতম সরকার গঠন করেছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার, শত শত নেতা-কর্মীকে গুম ও ক্রসফায়ারে হত্যা করেছে। বিএনপির কর্মীরা মাঠে নামলেই সরাসরি গুলি করা হয়েছে। আর আনু মোহাম্মদেরা বক্তব্য দিচ্ছে ‘জনগণ ছাড়া নির্বাচন’ আর ‘জনগণ ছাড়া আন্দোলন’—এই দুই প্রক্রিয়া সমান! কতটা অনৈতিক হলে এমন বক্তব্য দেওয়া সম্ভব? এটা একটা নমুনা মাত্র। আমি গতকালও শাহবাগের ফ্যাসিস্ট মব প্রতিষ্ঠায় আনু মোহাম্মদের ভূমিকা নিয়ে লিখেছিলাম। আনুর সব কথায় এই প্যাটার্ন খুঁজে পাবেন।

এটাই ছিল কালচারাল বামদের ভূমিকা—সরকারের দমন-পীড়নের সমালোচনা করতে গিয়ে সেটাকে ‘সমান দায়’ তত্ত্বে পরিণত করা, যেন মূল অপরাধী পার পেয়ে যায়।

সেই আনু মোহাম্মাদেরা এখনো সক্রিয়…

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সাদ আব্দুল ওয়ালী on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
রাবেয়া আখুঞ্জী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
শামসুল হক এস এইচ নীর on নাকাবা কিংবা বিপর্যয়ের দিনগুলো