spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাহাহাকারের ছায়া ও অন্যান্য কবিতা

লিখেছেন : আবদুস সালাম

হাহাকারের ছায়া ও অন্যান্য কবিতা


আবদুস সালাম

……………
বিপন্ন সময়ের মরা নদীতে সাঁতার কাটে স্বপ্ন
…………….

বিপন্ন সময়ের মরা নদীতে সাঁতার কাটে স্বপ্ন
রক্তাক্ত হয় প্রেমের কোলাহল মাখা শরীর
টোটোতে চেপে সারা শহরে দেখি প্রেমের অশালীন বিজ্ঞাপন
বিষন্ন মুখের ভাষায় উঠে আসে সার্বজনীন প্রতিবাদ
সোজা রাস্তায় আমরা কেউ হাঁটি না
দৈনন্দিন যন্ত্রণার নিরলস চিৎকার আঁকা হয় মুখ মন্ডলে
বিরামহীন নির্বাক পরামর্শ করি
বসে থাকি সর্বনাশের আশায়
আত্ম ধ্বংসের প্রবাহ জুড়ে রক্ত মাখা দীর্ঘশ্বাস
স্বপ্নময় আয়ুর বারান্দায় খুলে রাখি আকাঙ্ক্ষার জানালা
অস্তিত্বের সীমানায় পাহারা দেয় অদৃশ্য ছায়া
শূণ্য উপত্যকা
মরা নদীর বুকে নামে বিষন্ন রোদ
নির্জনতার বারান্দায় নামে অন্ধকার
লেখা হয় কৃত্রিম আভিজাত্যের উপন্যাস আর সতী হওয়ার বিষাদ কথা
মুকুট হীন আত্মজাগরণের
ঘরে পালিত হয় ব্যাভিচারের উৎসব
জাহান্নামের পাখি আসে
চুমু খায়
আসক্তির বাগান আদিম উল্লাসে মাতে
মহাশূণ্যে মিশে যায় কবরডাঙার চিৎকার

…………..
ক্যানভাস
…………..

আয়নায় দেখি নিজেকে
আড়ম্বরপূর্ণ পরিচর্যায় জাগতিক বৈভব ঝিলিক মারে
গভীর ক্ষতের তৈলচিত্র আঁকা ডায়েরির পাতায়
ছলনা বিহীন দীর্ঘশ্বাস নৈঃশব্দের আঁচলে গুঁজে মুখ
আঁকি যন্ত্রনার কোলাজ
আঁকি শূন্যতার ছায়া
ভাঙনের সুর ছায়া ফেলে মেঘেদের ঘরে বিদ্যুতের ঝলকানি ঝলসে দেয় সম্ভ্রান্ত অবয়ব
সুপার সাইক্লোনে বিধ্বস্ত হয় আত্মা শাব্দিক যন্ত্রণার লাশ হয় কফিন বন্দি
ছায়া কাহিনী পথ আগলায় পরকীয়ার প্রশ্রয়ে

……………
এবং স্ববিরোধিতা
…………….

ভালোবাসার মানুষ গুলো আঁজলা ভরে দেয় দুঃখ
চেয়ে থাকি প্রবাহমান নদীর ধারে
বেহালায় বাজে ক্ষিদের সুর
জ্যোৎসনা চুঁইয়ে নেমে আসে রক্ত মাখা চাঁদ
পেয়ালায় নাচে অবয়ব শূন্য ধর্মাত্মা
আনন্দময়ীর বিষাদ ভিত্তিক মঙ্গল ঘন্টা বাজে পাড়ায়
অসহিষ্ণু বারান্দায় মোড়ক সাজায় বিষাদ কলস
ভ্রান্তির আসকারায় ঘাসের ডগায় জমে শিশির
অসন্তোষের চামচে শরবত খায় সম্প্রীতির স্বপ্ন
বিবর্ণ আলোয় ডুবে যায় বিশ্বাসের নৌকা
জীবন বোধের পৌষ্টিক আলোয় স্নান সারে বিকলাঙ্গ আঁধার
জীবনানন্দ হেঁটে যায় অনন্ত কাল
আঁজলা ভর্তি দুঃখ নিয়ে চুষতে থাকি অবক্ষয়ের স্তন–
অস্থির শূন্যতা জাপটে ধরে
আত্মাঅনুরণনের পথে হেঁটে যায়
দরজায় কড়া নাড়ে অজাগতিক বিষাদ
ছায়া-বৃত্তের ভাব-বিকার ঘটে
আত্মজাগরণের দরজায় ফুল ছিটায় মাইকেলের পদাবলী
হৃদয়পুর জুড়ে খেলা করে সন্যাসী আত্মা
বেদনার আরতি সাজায় স্ববিরোধীতার মন্দিরে
অদৃশ্য পতাকা ওড়ে দুঃখী বাতাসে–

………….
হাহাকারের ছায়া
……..…..

মৃত্যুর চারপাশে ভাল্লাগেনার কোলাহল
পাথুরে হৃদয় গাইছে বিপ্লবের গান
ঘুমিয়ে পড়ছে আমাদের বেঁচে থাকার মুহূর্ত গুলো

অন্ধ হৃদয়ের নীরবতায় কোন কল্পনা নেই
ধন্যবাদ লিখে ক্ষতবিক্ষত হচ্ছে বিদঘুটে চাওয়া পাওয়া

আর্তনাদের ছায়ায় পুষ্ট হয় ক্ষুব্ধ প্রতিবাদ লাঞ্ছিত মানুষেরা পড়ে আধিপত্যবাদের কবিতা
মৃত্যুর চারপাশে হাহাকারের ছায়া

……….
অস্পষ্ট
………..

দায়িত্বজ্ঞানহীন অস্পষ্ট সন্ধ্যা উঁকি মারে
জাগতিক বিশ্বাসের সমান্তরাল নির্জন পথ
সময়ের জলছবি ভেসে ওঠে অসত্য উচ্চারণে

সংবিধানের অসুখ হলে অসংযমি দিন ডানা মেলে
প্রজাতন্ত্রের ঢেউ ওঠে আদিবাসী পাড়ায়

হারানো বিবেকের মাঠে মূল্যবোধের নিদাঘ আঁকা
সময়ের স্রোতে ভাসে শান্তির লালিত বাণী
বিপর্যস্ত বিবেকের আকুতি ঝরে দিব্য জ্ঞানের মাঠে
দীর্ঘশ্বাসের আগুনে ঝলসে ওঠে বিশ্বাসের ঘর

………..
আবদুস সালাম
প্রয়াস শ্রীকান্তবাটি মাদারল্যান্ড
ডাক: রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ-৭৪২২২৫
পশ্চিমবঙ্গ, ভারত।

আরও পড়তে পারেন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সাদ আব্দুল ওয়ালী on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
রাবেয়া আখুঞ্জী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা