spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদসাম্প্রতিককবি আল মাহমুদের মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও পদক প্রদানের উদ্যোগ

কবি আল মাহমুদের মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও পদক প্রদানের উদ্যোগ

লালকুঠি সাহিত্য পরিষদ এর উদ্যোগে আগামী ২২, ফেব্রুয়ারী ২০২৫ শনিবার সকাল ৯.৩০ ঘটিকায়, বাংলা ভাষার প্রধান কবি আল মাহমুদ এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে৷ “কবি ও কথাশিল্পী আল মাহমুদ : ভাটিবাংলার জনজীবনের সফল চিত্রকর” — ‘শীর্ষক আলোচনা, কবিতা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে কবি আল মাহমুদ চর্চায় বিশেষ অবদানের জন্যে চার গুণীজনকে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে৷ উক্ত চার গুণীজন হলেন যথাক্রমে কবি মহিবুর রহিম, কবি সাজ্জাদ বিপ্লব, কবি আবিদ আজম ও কবি শাকিল মাহমুদ। লালকুঠি সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড আহসানুল হাদী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো: জেহাদ উদ্দিন, নজরুল গবেষক, ট্রাস্টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট।

আপনার স্ববান্ধব উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করবে ইনশাআল্লাহ। 

স্থান : মীরপুর মাজার রোডস্থ লালকুঠি কাঁচা বাজারের পাশে, লালকুঠি সাব রেজিষ্টার অফিসের লাগোয়া পশ্চিমে লালকুঠি দরবার শরীফ পাঠাগার মিলনায়তন। 

মীরপুর এক নং বাস স্ট্যান্ড, অথবা মীরপুর টেকনিক্যাল পেট্রোল পাম্প থেকে রিকসায় অতি সহজেই আসা যায়।

মোবাইল – ০১৭১৬৪৫৪৬৯১,

০১৬৮৪৮৫২৮৯৮

বিনীত 

আমিন আল আসাদ 

সাধারণ সম্পাদক 

লালকুঠি সাহিত্য পরিষদ

আরও পড়তে পারেন

1 COMMENT

  1. প্রাণের কবি আল মাহমুদ।

    এ দেশে আর মাহমুদ -চর্চা মানেই বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির বহমানতাকে স্বীকৃতি দেয়া।

    পুরস্কার পাওয়া চার প্রিয় গুনীকে জানই শুভ কামনা ও ভালোবাসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

কাজী জহিরুল ইসলাম on কবিতার জন্য নির্বাসন
নয়ন আহমেদ on কবিতাগুচ্ছ