ফায়াজ শাহেদের “মানুষ মূলত শিবির” একটা দুর্দান্ত বই। দর্শন থেকে ইতিহাস, শিবিরকে নিয়ে নানা ছোটখাটো গল্প ও মিথ মিলেমিশে এক সুখপাঠ্য। কখনো ভাবায়, কখনো বেদনাহত করে কখনো হাসায়। ‘শিবিরের বদৌলতে দুই বৌ’ পড়ে অনেকক্ষণ হেসেছি। আবার মনে হয়েছে এই বিয়ে পড়ানোতে লাভ হচ্ছে কী? ভাষার ব্যবহারে আছে বৈচিত্র্য এমনকি কোথাও “সেবেছে”, “আশ্রয়েছে” এমন শব্দের ব্যবহার দেখে চমৎকৃত হতে হয়।
আমি এক সম্ভাবনাময় আগামীর লেখকের ছবি দেখেছি ফায়াজ শাহেদের বই পড়তে পড়তে। শুভকামনা রইলো।
—পিনাকী ভট্টাচার্য
লেখক ও অ্যাক্টিভিস্ট
প্যারিস, ফ্রান্স
১২ ফেব্রুয়ারি, ২০২৫