জিয়া হক
…………..
জয় বাংলা করলে কেন ‘জয় বাংলা’
……………
তোমরা বলো, জয় বাংলা সবার ছিল—
হৃদয়-বুকের ভালোবাসার কভার ছিল
ফ্যাসিস্ট তুমি মনে রেখো, ভুললে কেন
মুখোশধারী, হঠাৎ মুখোশ খুললে কেন?
দেশটা তোমার-আমার ছিল, নরক হলো
উন্নয়নের জিকির— ব্রিজ, সড়ক হলো
ডেমোক্রেসি খুন করেছো বিকল্পতে
মত্ত ছিলে ভুল চেতনার ছিঃ গল্পতে!
ভিন্নমতের কপাল পোড়ে আয়না ঘরে
অশান্তিতে জেগেই ছিল মা’য় না ঘরে (?)
কোন ভাষাতে বলবো তোমার জুলুমবাজি
হক-বাতিলের ঝাঁপি এবার খুলুম, রাজি?
জয় বাংলা করলে কেন ‘জয় বাংলা’
ফ্যাসিস্ট তাড়াও স্লোগানে এক হয় বাংলা
জানি, ফ্যাসিস্ট তুমি এসব ধার ধারো না—
বিচার মানি তালগাছ আমার, আর কারো না।
১১. ১২. ২০২৪ খ্রি.
……………
ফ্যাসিস্ট তাড়াও
…………….
ফ্যাসিস্ট কখনো সরি বলবে না, জানি
ফ্যাসিস্ট-জননী আহা কত অভিমানী
ইঁদুর গর্তে বসে হুংকার দিবে—
সময় হলেই দেখে নিবে দেখে নিবে।
ফ্যাসিস্ট মানেই নেমকহারামি কুকুর
দুধে-ভাতে ডুবে তবু করবে না শুকুর
ফ্যাসিস্ট কখনো দেশ-জাতি বুঝবে না
সত্য-সঠিক ইতিহাস খুঁজবে না।
ফ্যাসিস্ট কখনো ক্ষমার্হ নয় নয়
দয়া-দক্ষিণা দেখালেই অপচয়
ষোলোটা বছর লুটে-পুটে দেশ ছাই
সব খেয়ে-দেয়ে তবু করে খাই খাই।
ফ্যাসিস্ট আস্তাকুঁড়েই মরবে পচে
ফ্যাসিস্ট কবিও আবোল-তাবোল রচে
ফ্যাসিস্ট তাড়াও, ফ্যাসিস্ট জাগলে ফের
গোটা দেশে নদী বয়ে যাবে রক্তের।
০৯. ০২. ২০২৫
…………..
‘বারবিকিউ’
…………..
লস অ্যাঞ্জেলস পুড়ে ছারখার ছাই
এখানে অ্যাটম বোমা ফেলা হয় নাই
হলিউডে হলিউড মুভি চলছে না—
আগুনের লেলিহানে তা তো বলছে না।
গাজা নেই তাজা আর মানবতা খুন
বুলেভার্ডেই কেন জ্বলছে আগুন
প্রকৃতির কাছে সব এত অসহায়
ক্যালিফোর্নিয়া ভাসে হুহু কান্নায়।
মিলিয়ন ডলারের বাড়ি-ঘর শেষ
‘আমরা কোথায় যাবো’— নিরাপদ দেশ (?)
ঝাঁ চকচকে সবই মুহূর্তে কই
নিভে গেল চিরতরে চির হইচই।
বিনোদনজগতের ক্যাপিটালে কোপ
বুকের ভেতরে শোক জমা ছোপছোপ
প্রকৃতির লীলাখেলা ক্ষমা নেই ক্ষমা
চোখের পলকে ‘কিছু নাই’, প্রিয়তমা!
১০. ০১. ২০২৫ খ্রি.