spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদসাম্প্রতিকআওয়ামী লীগের দু:শাসন নিয়ে বান্নাহ'র নির্মিত শর্টফিল্ম : নাস্তা

আওয়ামী লীগের দু:শাসন নিয়ে বান্নাহ’র নির্মিত শর্টফিল্ম : নাস্তা


🎞️ | “নাস্তা”
📽️ | মাবরুর রশিদ বান্নাহ
রেটিংঃ 🔥🔥🔥🔥🔥

[ আয়নাঘর নিয়ে প্রথম ব্রিলিয়ান্ট সিনেমা। ব্রাভো বান্নাহ। –পিনাকী ভট্টাচার্য]

অবশেষে আসলো এবারের ভালোবাসা দিবসের বহুল প্রতীক্ষিত ভিন্নধর্মী এক নির্মাণ, মাবরুর রশিদ বান্নাহ’র নির্মিত শর্টফিল্ম “নাস্তা”! যে কাজটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম, অবশেষে দেখে নিলাম জুলাই বিপ্লব ও ফ্যাসিস্টের অমানবিক জুলুম অত্যাচার আয়নাঘর নিয়ে নির্মিত “নাস্তা”।
নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ জুলাই এর গণঅভ্যুত্থান, স্বৈরাচার ও ফ্যাসিস্ট আমলে নির্মিত ‘আয়নাঘর’, একজন বাবা হারা হোম টিউটরের জীবন সংগ্রাম এবং পারস্পরিক সম্পর্কে সত্য-মিথ্যার লুকোচুরি চিত্রায়িত করেছেন খুবই সুনিপুণ ভাবে।

যেখানে এতো সব শক্তিমান, খ্যাতিমান নির্মাতারা এখনো বিগত ১৭বছরে ঘোড় কেটে বের হতে পারে নাই, শক্তিশালী একটা ডিরেক্টর গিল্ড এবং ডিরেক্টর গিল্ড নির্বাচন নিয়ে ৬০০+ নির্মাতারা ব্যস্ত! নির্বাচনে ক্ষমতা, শক্তি দেখাতে ব্যস্ত, বিগত ১৭বছরের চিত্র, জুলাই আন্দোলনের চিত্র তুলে ধরার সাহস তাদের এখনো হয়না, সেখানে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ’র এমন সাহসী পদক্ষেপকে স্যালুট ও সম্মান জানাই।

বিগত সকারের আমলে ফেসবুক পোস্টের কারণে হাজার হাজার ছাত্র-জনতা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয় সেই প্রতিটা ছাত্র-জনতার রিপ্রেজেন্টেটিভ হিসেবে জুলাইয়ের আরেক সাহসী সন্তান আরশ খান ছিলেন অনবদ্য। যিনি চরিত্রটাকে ধারণ করেছেন এবং খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ইন্টারোগেশন সেলে তার এক্সপ্রেশন ছিল চোখে পড়ার মতো, আমরা একজন জাত অভিনেতা পেতে যাচ্ছি তা তিনি এই চরিত্রে বুঝিয়ে দিয়েছেন। অফিসার হিসেবে শওকত মামুন তার চরিত্রে বেশ ভালো করেছেন।

শর্টফিল্মে যা দেখানো হয়েছে তা খুবই সামান্য একটা অংশ, বাস্তবে আয়নাঘরের ভয়াবহতা ছিল আরো পৈশাচিক ও নৃশংস। সেইসাথে ২৪ এর আন্দোলনের খণ্ডচিত্র শর্টফিল্মে তুলে এনেছেন নির্মাতা যা গণঅভ্যুত্থানের স্পিরিটকে মনে করিয়ে দেয় জোড়ালোভাবে। আশা করছি নির্মাতা আমাদের জন্য “নাস্তা”র পর দুপুরের ‘ভোজ’ নিয়ে আসবেন।

………
লেখা : ফ্রেম স্টোরি।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সাদ আব্দুল ওয়ালী on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
রাবেয়া আখুঞ্জী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
শামসুল হক এস এইচ নীর on নাকাবা কিংবা বিপর্যয়ের দিনগুলো