spot_imgspot_imgspot_imgspot_img

লিখেছেন : তাজ ইসলাম

৭ মার্চ


তাজ ইসলাম

১৯৭১ সালের ৭ মার্চের পাকিস্তানি শাসকেরা কি গর্দভ ছিল?
রাষ্ট্র সম্পর্কে তাদের ধারণা ছিল না?
যদি বলেন তা কি করে হয়!
একটা রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের জ্ঞান বুদ্ধিতো থাকেই। দায়-দায়িত্বও থাকে।

শেখ মুজিবুর রহমানতো আন্ডারগ্রাউন্ডের কোন নেতা ছিলেন না। প্রকাশ্য নেতা রাজনীতিবিদ, শীর্ষ নেতা ছিলেন।
জনসমুদ্রে স্বাধীনতার ঘোষণাই যদি দিলেন, তাতো প্রকাশ্য পাকিস্তান ভাঙার ঘোষণা।
৭ মার্চ দেশ ভাঙার ঘোষণা হল।
পাকিস্তান শাসকেরা কেউ কিছু জানল না। কেউ কিছু বুঝলো না, কেউ কিছু বলল না।
স্বাধীনতার ঘোষণা, যুদ্ধের নির্দেশ এতো কৌশলে দিলেন!

গোটা পাকিস্তানকে বোকা বানিয়ে রাখলেন!
রাষ্ট্রদ্রোহ মামলা হল না। ৭ থেকে ২৫ মার্চ পর্যন্ত কোন এ্যাকশন হল না।
তাহলে কি পাকিস্তানি শাসকেরা খুব সহজ, সরল, উদার ছিলেন? নিজের দেশ একজন নেতা ভেঙে ফেলছে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নাই!
নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন একজন নেতা, কোন প্রতিক্রিয়া নাই!
অথচ আজকের এই যুগে, এই মূহুর্তে পৃথিবীর যেকোন নেতা নিজের দেশ ভাঙার ঘোষণা দেওয়ার সাথে সাথে সেদেশের শাসকবর্গ ঘোষণাকারীকে আইনি হেফাজতে নিবেন এবং তার নামে রাষ্ট্রদ্রোহ মামলা করবেন, তাকে গ্রেফতার করবেন।
৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিলেন, যুদ্ধের ঘোষণা দিলেন তদানিন্তন শাসকবর্গ কিছু বুঝলও না, কিছু করলও না। শেখ মুজিব নিজের বাসায় আরামে ঘুমালেন।

কী অবিশ্বাস্য না!
শেখ মুজিবুর রহমান দেশ ভাঙার ডাক দেওয়ার পর তার মতো এত নিরাপদ মনে হয় পৃথিবীর আর কোন নেতা থাকেনি, থাকতে পারবে না।
ইতিহাসের সূত্রমতে শেখ মুজিব হতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বদরুদ্দীন উমরের মতো জীবন্ত ইতিহাসবিদদের মতে শেখ মুজিব তার ভাষণ শেষ করেছিলেন ‘জয় পাকিস্তান’ বলে। অর্থাৎ ৭ মার্চ পাকিস্তানের প্রতি মুজিবের আনুগত্য ছিল পরিপূর্ণ।
আনুগত্য রেখে কি যুদ্ধ হয়? যুদ্ধ, স্বাধীনতা চাইতে হয় রাষ্ট্রের সাথে দ্রোহ করে। বিজয়ী হলে বীর, পরাজিত হলে রাষ্ট্রদ্রোহী।
এতকিছুর পরও আমরা শুনছি ৭ মার্চই স্বাধীনতার ঘোষণা ভাষণ!
আমাদের কর্তব্যই যেন শুনে যাওয়া। এই যুক্তি যেমন শুনি তেমনি আমাদের শুনতে হয়, শেখ মুজিব স্বাধীনতা চাননি,’তার সর্বশেষ চাওয়া ছিল পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া।’
ইতিহাস এমনই। ইতিহাসকে বুঝে নিতে হয় একাধিক বয়ানের সারমর্ম থেকে।
আমরা এই প্রযুক্তির যুগে এসে কিছুটা হলেও বুঝি। এত অবুঝ ভাবলে চলবে না। আমরা বিশ্লেষণ করতে যেহেতু জানি। তাই কল্পনার রঙিন পর্দা থেকে সত্যকেও বের করে আনতে জানি। অবশ্যই জানি।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সাদ আব্দুল ওয়ালী on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
রাবেয়া আখুঞ্জী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
শামসুল হক এস এইচ নীর on নাকাবা কিংবা বিপর্যয়ের দিনগুলো