spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাকবিতাগুচ্ছ

লিখেছেন : আবু তাহের তারেক

কবিতাগুচ্ছ

আবু তাহের তারেক


০১
মনে মনে
………….

মনে মনে হইলাম আমি সের আর মণ

না পকরিতির রীতি বুঝলাম
না ভাংনের নিয়ড়ে যুঝলাম

মনে মনে হইলাম এক নদী
না পৌছাইল চউখের জল সায়র অবধি

০২
তুমারে পাইতে চাই না
…………….

তুমারে পাইতে চাই না
মাশুকের মত অপেক্ষা করি না গোপন আস্তানায়

একটা কুত্তার অধিক
কখন ভাবতে পারলাম আপনারে!

চৈতের দাবদাহে লালা বাহির করি
বড় শ্বাস নিতে নিতে ধপাস ধপাস হাটি

হাড্ডির নলার পাশে বসি
দিবসের শেষে

তুমার রাস্তায় হাটি
সেইখানে ছড়ানো ইশারাগুলা যেমন তুমার ঘ্রাণ আলো দেয়

তুমার দরবারে
মখমল শোভিত কামরার কথা ভাবি না ত!

জিন্দেগী আমারে পথের অধিক
কুনু দিশা দেয় নাই

০৩
পাছে আমি দিশাহারা হই
………….

পাছে আমি দিশাহারা হই
কুত্তার রূপ ধরি
তুমার রূপ রস গন্ধ
খুজতে থাকি

আমি সোমরস পান করি না

সেই রস, তুমারে নক করলে পরে
মধুর চাক হইতে মাছির মত
আমারে ঘিইরা ধরব

আমি পাকা মৌয়াল নই
ওরা আমারে কামড়াইয়া
ফালাইব জালিম পুস্কুনিতে

আমি রজ বীজ ধারণ করি

আমার ভিতরে
আয়নায় তুমারে
নিয়া আসি

০৪
ফুলগুলা বেশ্যার মত
……………

ফুলগুলা বেশ্যার মত
কাস্টমারের দিকে চাইয়া হাসে

কাস্টমার যে না
তার দিকেও চাইয়া হাসে

রাউন্ড-এবাউটে কিছু বহুবেশা
প্রভোক করতেছে ড্রাইভারদের

কারো মুডের দিকে নাই
তাদের ভ্রুক্ষেপ কুনু

সবগুলার নাম ড্যাফোডিল!

০৫
এমনকি ছোট্র সেই হাসিটাও
…………..

এমনকি ছোট্র
সেই হাসিটাও
আমাদের চলার
রাস্তায় ঝলমলাইয়া
উঠতেছে

০৬
সরিষার মাঠে
……….

সরিষার মাঠে
আমরা ঢুইকা পড়ব

সেই মাঠে সবগুলা ফুল তুমি

০৭
নভেম্বরের শীতে
………..

নভেম্বরের শীতে
দুই ঘন্টার
ঝলমলা রইদের মত
উদয় হইল সে

০৮
একটা হাসি সে
…..…….

একটা হাসি সে
একটা মুচকি হাসি

একটা ফালতু রাগ
একটা ফুল চার্জ ব্যাটারি

একটা গিট্রু সে
একটা হাসিমাখা সুবহে সাদিক

০৯
লাভেন্ডার ফুটের
…………..

লাভেন্ডার ফুটের
বিলাইর পাওর মত
তুলতুলা গাছো

আমরার ফুড়ির
ঘুমর লাখান
ফুলগুইন ফুটের

১০
ওগো মা আমি যাবই দেশে
………….

ওগো মা আমি যাবই দেশে
যদি পারি মুসাফির বেশে

বাছুর চরাইতে না দিলা
ভিখ দিবায় না কিলা!

কালা মাটির দেশে মরব না
এই কথাখান থাকল জানা

একটা লড়াই আমার আছে
দোআশলা মাটির কাছে

একটা গোপন কথা
কইবার আছে

১১
ক্যানিং টাউন
…………..

ক্যানিং টাউনের
সরু পথে

অন্ধকার ভেদ করি
আমরা হাটি

ডেলিভারি ব্যাগ হাতে
ছেলেটা কাপে

লেইট নাইটে
হিমের ভিতরে

১২
কোথায় সে পথ
….………..

কোথায় সে পথ
যেই পথে মুসাফির নামে

কোথায় সে গন্তব্য
যেইখানে ফুলদল থামে

কোথায় রে দেশ
যেই দেশে আছে পরিজন

চিরদিন থাকলাম হরিজন
চা বাগানে হইলাম কুলি

একটা কুড়ি দুইটা পাতা দিয়া
ভার করলাম ঝুলি

১৩
যে রাস্তায় হাটা ধরলাম
…………

যে রাস্তায় হাটা ধরলাম
তার অস্তিত্ব বিলীন

যে গাড়ির যাত্রী হইলাম
তা ভাংগাচোরা

যে যাত্রীর কথা ভাবলাম
সে গরহাজির

এক মহা ফ্যাসাদে পড়লাম
লাল জুলাইয়ের পরে

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

নয়ন আহমেদ on কবিতাগুচ্ছ
নয়ন আহমেদ on মা দিবসের কবিতা
ড. মোহাম্মদ শামসুল আলম on শিপা, আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারিনি
কাজী জহিরুল ইসলাম on কাজী জহিরুল ইসলাম এর কবিতা