…………….
নেতানিয়াহুর চামড়ার জুতা !
ফেরদৌস সালাম
……………..
জুতোগুলো ছিড়ে গেছে। আমি দরজির কাছে যাই। বললো সে– কাপড় সেলাই আমার জীবিকা। তুমি চাইলে বানিয়ে দিতে পারি আধুনিক পোষাক আশাক।
অগত্যা আমি স্মরণাপন্ন হলাম টাঙ্গাইল নিরালামোড়ে বসা জুতা তৈরির এক কারিগর মুচির নিকট। স্পষ্টবাদী এই লোকটি জানালো– দু:খিত– মনমতো চামড়া না পাওয়ায় দীর্ঘদিন ধরে বানাতে পারছি না কোনো জুতা …
বললাম, দেশে গরু ছাগলের চামড়ার
কোনো অভাবই দেখছি না– তবে আপনি কোন পশুর চামড়া খুঁজছেন ?
হাসলো সে — আমি একজন নেতানিয়াহুর চামড়া খুঁজছি –হতে পারে– আজ কাল পরশু
দেখবেন বিশ্বের দেশে দেশে তার গায়ের চামড়ার জুতা ব্রাণ্ড হিসেবে ক্রয়ের হিড়িক পড়েছে…
…………..
গাজা উপত্যকায় শেষ ঈদ
শান্তা মারিয়া
……………
এ বছর শুধু যুদ্ধ, মৃত্যু
আগামি ঈদে আমরা আনন্দে মাতবো।
এ বছর ইফতার জোটেনি, সেহেরি ছিল না
পরের বছর হবে ভালো আয়োজন।
এ বছর নতুন কাপড় কেনা হয়নি ছোট শিশুটির
হয়নি রান্না, চুপচাপ মা শুধু দেখে গেছে শূন্য টেবিল।
বাবা এবছর আতংকিত রাতে আগলে রেখেছেন সবটুকু আশা
পরের বছর হবে, সব হবে।
ইসরায়েলি বোমার আঘাতে শূন্যে ধাবমান মানব শরীর
শুধু শেষবার দেখছিল নিভন্ত জীবন, শুধু ভাবছিল পরের বছর।
……………..
মানুষের যাদুঘর থেকে বলছি
মাহমুদ নোমান
……………..
আমরা মানুষের জাদুঘরে বন্দি
কথা যা শেখানো হচ্ছে
এসবি বলতে পারছি,
আমাদের যা খেতে দেওয়া হচ্ছে
আমরা খাচ্ছি,
আমাদের খিদে লাগলে
চেয়ে থাকি
কখন খাবার নিয়ে আসবে
আমরা কাঁদতে পারছি না
আমরা মানুষের জাদুঘরে
তফাতে আছি,
মানুষগুলো দেখছি
আকাশে উড়ে যেতে
ছিন্নভিন্ন পাখায়,
উড়ে উড়ে যাবে যাবে
তোমাদের তোমাদের
নিঃশ্বাসে নিঃশ্বাসে