………….
অগ্নিফুল
নয়ন আহমেদ
…………..
ফুটছে অগ্নিফুল। এ বড় মৌণপ্রহর।
ছাইয়ের ভেতর থেকে জন্ম হচ্ছে রক্তজবা—
জানে কতটুকু রক্ত ঢেলে ঢেলে উর্বর হবে আরাধ্য পৃথিবী।
গাজাও ভূগোল জানে।
মূলত প্যালেস্টাইনজুড়ে হাহাকার সর্বশেষ কথা নয়।
মনে রাখতে হবে— বসন্ত এখন।
তুমি আরো বেগবান হবে রক্তসার ঢেলে;
পথে পথে।
এবার দাঁড়াবে ।
কসাই থাকবে না; কেবল মানুষ থাকবে এই চরাচরে।
আরো প্রযত্ন কর ।
১০ এপ্রিল ২০২৫
…………….
হতে পারিনি মুসলিম
সাদ আব্দুল ওয়ালী
……………..
আমি হতে পারিনি মুসলিম
হতে পারিনি গাজার অধিবাসী;
শিশু ও নারীদের কান্নার আহাজারি
কিংবা মানবতার আর্তনাদ
হৃদয়কে আমার বিদীর্ণ করেনি এতটুকু
আফসোস, হতে পারিনি মুসলিম!
একজন মুসলিম হয়েও
কাঁদে না যে হৃদয়,
সংক্ষুব্ধ হয় না যে হৃদয়,
হে খোদা,
এ হৃদয়কে ভেঙ্গে চূড়ে খান্ খান্ করে দাও!
কেনো আমি সংক্ষুব্ধ হতে পারিনি
ভাবতে ভাবতে
ডুবে থাকি গহীন দীর্ঘশ্বাসে!
কখন যে সুনসান নিরবতার মাঝে
বিস্তীর্ণ জমিনে
এ কেমন ছুটে চলা আমার,
দেখি, কিছুটা দূরে
কালেমা খঁচিত পতাকার মিছিল
তারই পিছে ছুটে চলা আমার,
ভেতরে ভেতরে সংক্ষুব্ধ হয়ে…
আশ্চর্য
দু’হাতে আমার পত্ পত্ করে ওড়ছে
কালেমা খঁচিত পতাকা!
অথচ ছিলো
প্রকৃত মুসলিম না হতে পারার দারুণ আক্ষেপ,
কীভাবে শামিল হই?
আমাকে শামিল করে নাও হে খোদা
আমাকে কাছে ডেকে নাও
সুগন্ধ ও পবিত্র শুভ্র পালকের ছোঁয়ায়!
…………….
জগতটা কি গাজা-রাফা
জিয়া হক
……………..
আমি অনেক ভালো আছি, সুন্দরী বউ আমার
প্রথম শ্রেণির জীবন-যাপন, উন্নতি নয় থামার
টাকা-কড়ি বাগান-বাড়ি কিছুর অভাব নাই
রাজার হালে কাটিয়ে জীবন বিদায় নিতে চাই।
বাবারকালের জমি-জিরাত দেখার সময় কই
ছেলে-মেয়ে আমেরিকায় যশখ্যাতি থইথই
একজীবনে এত্ত সুখের দরকার নাই মোটে
ও দয়াময় তোমার শোকর, দু-চোখ ভিজে ওঠে।
আমার দেশে ঘরপোড়া সব কিন্তু আমি রাজা
শুকনো বনের ভেতর আমার গাছপালা তরতাজা
জাপান কুয়েত কানাডাতে আত্মীয়দের বাস
প্যারিস রোমের দিনলিপিতে স্বর্গ-সবুজ চাষ।
ভাল্লাগে না দিন-দুনিয়া চাঁদের পানে চোখ
মহাকাশের টিকিট কিনে গিলছি ঢেকুর ঢোক
টেসলা মালিক মাস্ককে নিয়ে ভাবতে গিয়ে শেষে
ধুত্তুরি ছাই মন টেকে না গাধার বাংলাদেশে।
ফকিন্নিরা মূর্খ সবাই পশুর চেয়েও অধম
গোয়াল ঘরে থেকেও চুমোয় ভীনদেশীদের কদম
নিজের ঘরে চাল-চুলো নেই, দান করে কোন খড়ায়
কাইন্দা মরে ফিলিস্তিনের অবুঝ শিশু মরায়।
বোমা ফোটায় আৎকে ওঠে আবেগ বোঝাই মন
রক্ত দিমু শহীদ হমু কত্ত আয়োজন
জগতটা কি গাজা রাফা, করিস ক্যা হায় হায়
ছয়শো কোটির দু-দশ লাখে কিচ্ছু আসে-যায়!
মানুষ উড়ুক ফানুস উড়ুক মরুক অবুঝ শিশু
নো চিন্তা ডু ফূর্তি মামা, এসব কোনো ইসু
বাড়ি গাড়ি নারী নিয়ে মত্ত ‘যুবরাজ’
গরু খাওয়া মুসলমানের হাজারটা কাজ-বাজ।
আমরা ওসব ভেবে শুধুই অর্থ সময় লস
জিএফ নিয়ে সি বিচ গিয়ে মাস্তি করে বস
কে মরে কে বাঁচে ওসব হিসেব করা টাফ
আমার জীবন রঙে রঙিন, দশ দুনিয়া রাফ।
রোববার, ০৬ এপ্রিল ২০২৫ খ্রি.
শুকরিয়া।
প্রতিবাদ অব্যাহতভাবে চলুক।
মানবতা মুক্তি পাক