সাজ্জাদ বিপ্লব
১.
আজ এই প্রান্তে এসে
ভ্রুকুটি ভয় ভালোবাসা ভ্রান্তি ভালোবেসে
আমি উঠি হেসে।
পেরিয়ে এতোটা কাল
টালমাটাল সময় শাসায়
আশায়-নিরাশায়।
কেউ না রাখুক
কথা
দিক ব্যথা
তৃষ্ণাতুর হৃদয়ে
ভয়ে-নির্ভয়ে
অজস্র ভুল
তবু
ফুল হয়ে ফোটে
ছোটে লক্ষ্যে আলোর পথে
দীপ্ত শপথে…
(যারা আমাকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন, এই বিশেষ দিনে, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি)
…………..
আটলান্টা, জর্জিয়া
২.
আজ পৃথিবীর জন্মদিন
আজ আমারও জন্মদিন
আমি ও পৃথিবী সমান বয়সী
পৃথিবী যতদিন বাঁচবে মানুষ যতদিন বাঁচবে
আমিও ততদিন বাঁচবো
আমরা ততদিন বাঁচবো
আমার ও পৃথিবীর মৃত্যু নেই।
……………
চেস্টনাট ড্রাইভ, আটলান্টা।
৩.
আমি, ছিলাম শূণ্য
তোমার সম্ভাবনা
যাত্রা বিন্দু
হয়ে গেলাম সংখ্যাধিক
কল্পনাতীত
আমার ব্যাপ্তি আজ
বিশ্বজুড়ে
মাটি খুঁড়ে
জমা হওয়া প্রত্নলিপি
যেন
ক্লান্ত শ্রান্ত এক পরিব্রাজক
আদি থেকে অনন্তে
ওঠে হেসে
তোমায় ভালোবেসে।
…………….
ডুরাভিল, জর্জিয়া।
৪.
কোথাও কোনও প্রতিবাদ নেই
শুধু সমর্পণ। আত্মসমর্পণ। স্বেচ্ছা মৃত্যু।
বিলীন হওয়া।
নিজেকে হারিয়ে দেওয়া। নিজেই হারিয়ে যাওয়া।
আমি বিলীন হয়ে যাচ্ছি তোমায়।
তুমি একাত্ম হচ্ছো আমায়।
কিছুই ভেসে উঠছে না কোথাও।
শুধু লীন আর লীন।
সকলে, অতলে অন্তরীন।
৫.
আমি তো প্রভু
চাই না দুনিয়ার দিকে যাইতে
দুনিয়া আমার দিকে আসে
আমারে কাছে টানে, প্রলুব্ধ করে
মোহ দেখায়, সৌন্দর্য দেখায়
আর শেখায় যতো আছে কলা
আমি তো প্রভু, তোমার নাদান বান্দা
অবুঝ অবলা
আমার তুমি পূর্ণ কইরো
চাওয়ার ষোল কলা
আজ পৃথিবীর জন্মদিন
কী চমৎকার কথা….
শুভ জন্মদিন কবি