spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতামা দিবসের কবিতা

লিখেছেন : শাহীন রেজা, আমিনুল ইসলাম, সাজ্জাদ বিপ্লব

মা দিবসের কবিতা


…………….
ডাকছি মাগো
শাহীন রেজা
.…………….

আকুল হয়ে ডাকছি মাগো
কেন যে তুমি শুনছ না
করুণ ডাকে মেঘের ফাঁকে
জলেরি বীজ বুনছ না

খোকার বুকে কেমন খরা
তবুও ছায়া খুঁজছ না
ব্যাকুল মনে শিশির ছোঁয়া
লাগবে যে তা বুঝছ না

তুমিই মাগো আমার আলো
কেন যে তুমি মানছ না
আঁধার ঘরে আমায় দেখে
চাঁদটা ধরে আনছ না

এ্যাই মা তুমি তারার দেশে
কেমন আছ বলছ না
মায়ার ভারে নেতিয়ে তবু
একটু কেন টলছ না।

…………..
আমার মা
আমিনুল ইসলাম
……………

চারপাশে অন্ধকার; অভ্যস্ত সকলে
জীবন মানেই শুধু অন্ধকারে খেলা ;
অন্ধকারে রতিকাম– অন্ধকারে হেলা
দিনগুলো ভুল আর ধোঁয়ার দখলে।

গান নেই, তান নেই, বেতাল চরণ ;
শিশু আর বড়োদের কীসের ফারাক !
শুধু কেউ আগে কেউ পরে শোনে ডাক ;
জীবনের পিঠে চড়ে হাঁকায় মরণ।

ঘন সেই অন্ধকারে তারার ঝিলিক
কখন যে দেখে নেয় ফলবৃক্ষ-চোখ ;
নিজে জ্বলে তমসায় জ্বালিয়ে আলোক
চারাদের বাতলায় উদয়ের দিক।

বৃক্ষদের চোখে আজ আলোর মিছিল
জোনাকির রাত দেখে হয় নাকো ভুল ;
জননী কি আঁধারেই আবেগ আকুল ?
বাগানে মায়ের নামে ওঠে অন্ত্যমিল।

মা তুমি আঁধারে তবু তোমার আলোকে
তোমাকেই দেখি— সব মাইল-ফলকে।

………..
মা
সাজ্জাদ বিপ্লব
…………

মা, মানেই দেশ, মানচিত্র
আমার পৃথিবী, আমার ভূগোল

আমাদের হাসি-কান্না, আদর-সোহাগ
সাধ-আহ্লাদ, অভিযোগ-আবদার

বুকের মাঝে এক টুকরো প্রশান্তি

মা, মানেই, আল্লাহ’র রহমত
সুশীতল বৃষ্টির ছোঁয়া, খরতাপে একখণ্ড ছায়া

মা, মানেই, রমেনা খাতুন

( মা তোমাকে মনে পড়ছে খুব…)

………
আটলান্টা, জর্জিয়া

আরও পড়তে পারেন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

নয়ন আহমেদ on কবিতাগুচ্ছ
নয়ন আহমেদ on মা দিবসের কবিতা
ড. মোহাম্মদ শামসুল আলম on শিপা, আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারিনি
কাজী জহিরুল ইসলাম on কাজী জহিরুল ইসলাম এর কবিতা