spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদগদ্যজিয়াউর রহমানকে কেন হত্যা করা হয়?

লিখেছেন : মীর সালমান শামিল

জিয়াউর রহমানকে কেন হত্যা করা হয়?

মীর সালমান শামিল 

বিএনপিপন্থী এক্টিভিস্তাদের প্রোফাইল ফলো করলাম। তাদের লেখা দেখে মনে হল প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাভাবিক মৃত্যু বরণ করেছিলেন উনাকে হ-ত্যা করা হয়নি। কারা এবং কেন প্রেসিডেন্টকে হ-ত্যা করেছিলো এটা নিয়ে কারো একটা কথা, আলোচনা, পর্যালোচনা, কিংবা ঘাত-কদের বিচারের কোন দাবি নাই। 

জিয়াউর রহমানকে কারা হ-ত্যা করে? 

উত্তর: ভারত।

কেন?

১। ফারাক্কার পানি চুক্তি: 

জিয়াউর রহমান সরকারে যোগ দিয়েই ভারতের সঙ্গে পানি বণ্টন ইস্যুতে জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক পরিসরে বিষয়টি তুলে ধরেন।

এর প্রেক্ষিতে ১৯৭৭ সালে ভারত অস্থায়ী সমঝোতা চুক্তি (Interim Agreement) করতে বাধ্য হয়।

এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এতে গ্যারান্টি ক্লজ ছিল অর্থাৎ শুষ্ক মৌসুমে বাংলাদেশের একটি নির্দিষ্ট হারে গঙ্গার পানি পাবে তার গ্যারান্টি রাখা হয়। 

২। দক্ষিন তালপট্টি দ্বীপ: 

বঙ্গোপসাগরে ভেসে ওঠা দক্ষিন তালপট্টি দ্বীপ ভারত দখল করে। জিয়াউর রহমান একাধিক আন্তর্জাতিক সংস্থাকে জরিপ করার আহবান জানান, এতেই নির্ধারিত হয়ে যাবে ঐ এলাকার মালিকানা আসলে কার হবে। ভারত এতে ক্ষুব্ধ হয়। 

৩। পার্বত্য চট্টগ্রাম:

১৯৭১ সালে উপজাতিরা ছিল অখন্ড পাকিস্তানের পক্ষে। ৭১ সালে ভারত তাদের প্রশিক্ষিত মুজিব বাহীনিদের দিয়ে পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের উপর গণহ-ত্যা চলায়। এর প্রতিক্রিয়াতে উপজাতিরা গঠন করে শান্তি বাহিনী। এই শান্তি বাহিনীকে অস্ত্র, প্রশিক্ষণ, এবং অর্থ দেয় ভারত(এখনো দিচ্ছে)। জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামের সরকারি খাস জায়গাতে বাঙালি মুসলমানদের বসতি স্থাপনের উদ্যোগ নেন ফলে বিচ্ছিন্নতাবাদ মাঠে মারা যায়। জিয়াউর রহমান এই উদ্যোগ না দিলে ভারত পার্বত্য চট্রগ্রাম আলাদা করে ফেলতো। এই ব্যর্থতা ভারতকে ক্ষুদ্ধ করে। 

৪। মুসলমান বিশ্বের সাথে সম্পর্ক:

একাত্তরের যুদ্ধ সাহায্য করার কারনে বাংলাদেশ ভারতের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পরে। সংবিধানে সমাজতন্ত্র, সেকুলারিজম যোগ করে বাংলাদেশ ভারত/সোভিয়েত ব্লকে ঢুকে যায়। সউদি আরবসহ অনেক মুসলমান দেশ বাংলাদেশকে স্বীকৃতিই দেয়নি। 

জিয়া ক্ষমতা নিয়েই সেকুলারিজম, সমাজতন্ত্র বাদ দেয়। বাংলাদেশকে নাস্তিক কমিউনিস্ট বলয় থেকে বের করে মুসলমান বিশ্বের সাথে যুক্ত করেন। এটা করতে তিনি সংবিধানে একটা ধারা অন্তর্ভুক্ত করে— 

❝ রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশসমূহের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত, সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট হইবেন। ❞ [২৫(২) অনুচ্ছেদ]

ভারতের জন্য এই লস বেয়ার করা অসম্ভব ছিল। 

৫। এবং সেভেন সিস্টার্স

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

নয়ন আহমেদ on কবিতাগুচ্ছ
নয়ন আহমেদ on মা দিবসের কবিতা
ড. মোহাম্মদ শামসুল আলম on শিপা, আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারিনি
কাজী জহিরুল ইসলাম on কাজী জহিরুল ইসলাম এর কবিতা