spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদগদ্যশাহবাগী মিডিয়া ও কিছু কথা

লিখেছেন : তপু রহমান

শাহবাগী মিডিয়া ও কিছু কথা

তপু রহমান

কিছুদিন আগে একটা জাতীয় পত্রিকা নিউজ করেছে সরকার নাকি শেখ মুজিবর রহমানসহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করেছে। এই নিউজটি প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মানুষকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা চালায়। কিন্তু পরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা ফারুকী এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন বিষয়টি সম্পূর্ণ ভুয়া।

যে সাংবাদিক এই নিউজটি করেন তিনি আওয়ামী লীগ সমর্থিত এবং তার ফেসবুকের কভার ফটোতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সাথে তাকে একান্তে দেখা গেছে। 

এই সাংবাদিক যে কাজটি করেছে তা স্পষ্ট প্রপাগান্ডা। এই ঘটনায় আমরা বুঝতে পারি, আওয়াম শাহবাগী মিডিয়া এখনো সক্রিয়। 

কিন্তু সাংবাদিকটি যে কাজটি করেছে এটিতো কোনো স্বাভাবিক মিথ্যাচার নয়, মহা বড় মিথ্যাচার বলা যেতে পারে। 

কিন্তু সরকার বা প্রেস কাউন্সিল কী এই প্রতিবেদকের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেছে? 

আওয়ামী আমলে সময় ও একাত্তর টিভি দেশ ও ইসলাম বিরোধী ব্যাপক প্রপাগান্ডা ছড়িয়ে আসছিলো। কিন্তু এসব মিডিয়ায় যেসব সাংবাদিক প্রপাগান্ডার সাথে জড়িত ছিলো তাদের কয়জনকে শনাক্ত করে অভিযোগ দায়ের করা হয়েছে?

শাহবাগী মিডিয়া আসলে কী? 

শাহবাগী মিডিয়া বলতে আমরা মোটা দাগে যা বুঝি তা হচ্ছে, এই মিডিয়াগুলো আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন থাকে, ভারতীয় আধিপত্যের সমর্থক, ইসলাম ও মুসলমান কোপানো সমর্থন করে এবং সব সময় ফ্যাসিস্ট মতাদর্শ সমর্থন করে।

কিন্তু এই মিডিয়াগুলো ৫ ই আগস্ট ২০২৪ এর পরেও থেমে নাই। কোনো কোনো চ্যানেল ডিজিএফআইয়ের টাকা খেয়ে সেনাবাহিনীর সরবরাহকৃত খবর পরিবেশন করছে।

তালহা বিডি নামে একজন ব্লগার ২০১৪ সালে সামহয়্যারইন ব্লগে লিখেছেন, “বাংলাদেশে বর্তমানে ৩২টি ইলেকট্রনিক মিডিয়া। আবির্ভাবের সবচেয়ে বড় বেনিফিশারী বামপন্থীরা। এসব চ্যানেলগুলোর বেশিরভাগ মালিকানা আওয়ামী রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের হাতে হলেও চ্যানেলগুলোর নিয়ন্ত্রন বামপন্থীদের হাতে। বলতে গেলে, এসব চ্যানেলগুলোর সবচেয়ে গুরুত্বপুর্ন পদ ‘বার্তা সম্পাদক’ এর পদগুলো সবই বামপন্থী সাংবাদিকদের নিয়ন্ত্রণে । এছাড়া এসব চ্যানেলে কর্মরত সাংবাদিকদের ৯০%ই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে পাস করা ছাত্রইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রী ও জাসদ ছাত্রলীগের কর্মী এবং সংখ্যালঘু হিন্দু। আর প্রথম আলো, যুগান্তর, কালের কন্ঠ, সমকালসহ শীর্ষস্থানীয় প্রিন্ট মিডিয়াগুলো অনেক আগে থেকেই পুরোপুরি হিন্দু এবং বামপন্থীদের দখলে।”

তবে, স্বীকার করতেই হবে, বাংলাদেশপন্থীরা এখনো মিডিয়া, কালচার এবং বুদ্ধিবৃত্তিক দিক থেকে অনেক পিছিয়ে আছে। দেখা গেল, একজন বাংলাদেশপন্থী মানুষ অনেক বড় শিল্পপতি কিন্তু তিনি মিডিয়া যে কত শক্তিশালী হতে পারে, মিডিয়ার মাধ্যমে যে ন্যারেটিভ তৈরী করা যায়, তা তিনি বুঝতে পারেন না বলে সেখানে বিনিয়োগ করেন না। বাংলাদেশপন্থী লোকজন মিডিয়ার সমালোচনা করতে পারবে, কিন্তু মিডিয়া প্রতিষ্ঠিত করার ব্যাপারে কোনো আগ্রহ দেখান না।

৫ ই আগস্ট পরবর্তী সময়ে শাহবাগীরা একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ খুলেছে। ইউটিউব চ্যানেলটিতে তারা দেশ, রাজনীতি, সংস্কৃতি নিয়ে আলোচনা করে। সেখানে একজন মহিলা বারবার আক্ষেপ করে বলছেন, ‘রবীন্দ্রনাথকে কী সবার করা গেল? রবীন্দ্রনাথকে কেন সবার করা গেল না? তিনি আরো বলছেন, রবীন্দ্রনাথের যে বিষয়গুলো বাংলাদেশের সাথে যায় সেগুলো যেন গ্রহণ করা হয়।’ তারা ওই চ্যানেলটিতে কীভাবে বাম, সেক্যুলার, শাহবাগী বয়ান প্রতিষ্ঠিত করা যায় সেটি নিয়ে আলোচনা করে থাকে। 

বাংলাদেশের মিডিয়া এখনো শাহবাগীদের নিয়ন্ত্রণে, এখন অনেক ক্ষেত্রে চুপ আছে, তবে সুযোগ পেলে হয়তো আবার ফণা তুলবে।

তবে, আশার ব্যাপার হচ্ছে, ৫ ই আগস্ট পরবর্তী সময়ে Centrist Nation TV নামে একটি মিডিয়া চালু করে গেছে, চ্যানেলটি ইংরেজতে পরিবেশিত হয়। আমেরিকা প্রবাসী শাফকাত রাব্বি অনিক মিডিয়াটির অন্যতম উদ্যোক্তা।

মেইনস্ট্রিম মিডিয়ায় শাহবাগী লোকজনের আধিপত্য থাকলেও ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে বাংলাদেশপন্থী মানুষজনের আধিপত্য বেশি। মেইনস্ট্রিম মিডিয়ার আধিপত্য ভেঙে দিয়েছে সোশ্যাল মিডিয়া। তবুও মেইনস্ট্রিম মিডিয়ার গ্রহণযোগ্যতা বেশি থাকবে।

তবে, এটা সত্য বুদ্ধিবৃত্তিক এবং কালচারাল সেক্টরে এখনে পিছিয়ে আছে বাংলাদেশপন্থীরা। 

তবে, আমার দেখা, ইউটিউবে প্রতিনিয়ত শাহবাগী, বাম, সেক্যুলার প্রগতিশীল বয়ানকে রীতিমত চ্যালেঞ্জ করছেন, পিনাকী ভট্টাচার্য এবং গৌতম দাস। বাংলাদেশপন্থী লোকজনের জন্য এই দুইজন আশির্বাদ।

Previous article
Next article
আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

নয়ন আহমেদ on কবিতাগুচ্ছ
সাজ্জাদ সাঈফ on বাছাই কবিতা
নয়ন আহমেদ on বাছাই কবিতা
নয়ন আহমেদ on ১০ টি কবিতা