গোলাম রসুল
রাতের আকাশে একটা পঞ্জিকা ঘুরছে
………………….
রাতের আকাশে একটা পঞ্জিকা ঘুরছে
নক্ষত্ররা জ্বলন্ত তেলের কড়াইয়ে একটা সময়কে উদ্ধৃতি দিচ্ছে
বাজ পৃথিবীকে ধরবে বলে ছুটেছে
একটা পিক লেন্স খাচ্ছে
কেন তোমারা ওটাকে গ্যাংগ্ৰিন না বলে চাঁদ বলছো
আমার বিছানার নিচে ভিজে একটি শহর
এবং বালিশের গর্তে একটি শহীদের মাথা
থুথু দিয়ে আমি প্রতিরোধ করছি
একটা মাস্টারস্টোক
স্পাইডারম্যানদের স্তূপ
আমি কখনো মৃত্যুর খোসা ছাড়াতে পারবো না
এবং ধুতে পারবো না
আবার রাতের মধ্যে সন্ধ্যা নামছে
…………….
একটা গলা কাটা স্বপ্ন
……………..
অক্সিজেন নেই
আমি কথা বলতে পারছি না
আমার গাল ফেটে যাচ্ছে
তাই
আমি এটা লিখছি
গরম তেলের ওপর লিখছি
মানুষের রচনা
মহাকাশে এক বিশৃঙ্খলা
যেখানে এক বাজ পুঁতে রেখে এসেছে কাঠ
সেখানে কি কবরগুলোর পুনর্জন্ম হয়েছে
মাংসগুলো কি আবার ফুল ফোঁটানোর জন্য আয়োজন করছে
কোনাকুনি একটা সময়
এটা একটা অসময়
যখন বজ্রবিদ্যুৎ লাল পাথরের ওপরে বৃক্ষগুলো রুয়ে দেয়
পল্লবিত কাঁকর
আকাশে অসংখ্য গর্ত
জীবিত চাঁদ
আত্মত্যাগ হুমকিতে পরিণত হয়েছে
অপরিচিত কাঠের মানুষ
যাকে কবরের মধ্যে কুঠার দিয়ে আবার কোপানো হয়েছে
অত্যাধুনিক বৃষ্টি
মেঘ সাক্ষী দিচ্ছে
এই রাতে
বৃষ্টির মধ্যে
চলো আমরা পাথরগুলো নেড়েচেড়ে দেখি
ধোয়া সোনার কঙ্কালটা যদি পাওয়া যায়
একটা গোয়েন্দা কুকুর নিয়ে যাই
কেউ কাশছে
সে কি সমুদ্রের রেখাটাকে দেখাবো
যদি একটা শামুক স্বস্তি দেয়
কিছু কি বলবার জন্য উঠে আসবে একটা ড্রাম
সূক্ষ অন্ধকার
মৃত্যু স্বপ্ন দেখছে
আর তার হাত থেকে পড়ে যাচ্ছে স্বপ্নগুলো
স্বপ্নের মধ্যে
একটা গলা কাটা স্বপ্ন পড়ে রয়েছে
…………….
ধূর্ত ইতিহাস
…………….
ধূর্ত ইতিহাস
বিকৃত অগাস্ট মাস
এই সময়ে আমরা ক্রোধবহনকারী গাছগুলোকে দেখতে পাবো
দেখতে পাবো চাঁদের মনুমেন্ট
এক আগন্তুক বিরক্তি
বরফের আলোর ছটফটে
সূর্যের মতো দেখতে
তোমাকে জিজ্ঞেস করছি ঘড়িটা কি খায়
কে আয়নাগুলো চিবুচ্ছে
ডলফিনের পেটে আমি একটি কাঁচের পৃথিবী খুঁজে পেয়েছি
সেলাই করা ভুঁড়ি
কবরের চৌমাথা
অন্য গ্ৰহের চোঁচকানো আকাশ
নক্ষত্রের সরাইখানা
কাঁধের ওপর বসানো ইতর
অঙুলের মতো পুস্তক
লিকলিকে কেঁচোর স্তূপ
মাটির অনেক তলায় অগাস্ট মাস
এখানে আকাশ নেই
মেঘ নেই
পান করতাম কোনাকুনি একফোঁটা জল
নাবিকদের খোলস
পায়রাসহ একটি মিনার সাঁতার কাটছে শুকনো জলে
চাকার মানুষ
বাতাসের কোমর
চলো আমরা কুয়ো দিয়ে নেমে যাই
চলো আমরা চাঁদ পর্যন্ত যাই
যেখানে ঘৃণা একটুখানি স্বস্তি দেয়
এখানে ছাদের ওপরে রয়েছে সবুজ সাপগুলোর হিল্লোল
রাগী গাছগুলো
কাঁচ ফল দেয়
দেখো
বাঘ ফল খাচ্ছে
ধূসর অগাস্ট
তোমাকে জিজ্ঞেস করছি
একটা আলমারিতে চারটে পাঁচটা কবর
আর গুচ্ছ গুচ্ছ জীবন
ও গুলো কি মৃত্যুর আপডেট
……………….
লিংকটা খুললাম
………………..
লিংকটা খুললাম
দেখলাম আমি একটি ইমেজে বসবাস করছি
এবং এখানে স্বর্গের বিপরীত দিকে নরকের রূপটা খাঁড়া হয়ে দাঁড়িয়ে আছে
এখানে আমি আমার হাঁটুতে একটি বাড়ি তৈরি করেছি দক্ষিণ মুখো
উত্তরের দিকে আমি কখনো যাই নি খুন হওয়ার
ভয়ে
দূর যখন ব্রীজ পার হচ্ছে একটা বিকৃত মূর্তি প্রকাশ পেল
যেন এক কাঠের ঘোড়া ছুটছে সূর্যে
আর তার পিঠে বসে আছে এক যোদ্ধা
পাশ দিয়ে একটা ডানা উপসাগরের দিকে চলে গেলো
এবং লবণে ডুবে গেলো