spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাকবিতাগুচ্ছ

লিখেছেন : আমিনুল ইসলাম

কবিতাগুচ্ছ

আমিনুল ইসলাম

শিরোনামহীন

ঘরের ভিতরে লম্বা কালো। হয়তো ঘরই। চরকাকাটা ছিপের তছনছে শোয়ানো। দুপুর খোলা আচমকা বৃষ্টি। একপাল বুনো শুয়োর। জংলী কুকুর। কিংবা বুলফাইটের মাঝে নিঝুম


সর্বময় ব্রহ্মাণ্ডই নিরালা। আধারের জড় আঁকড়ে হেফাজতের চুনোপুঁটি। স্বয়ং বস্তুরই বিবেক-বরাহ। চিড়েচ্যাপ্টা-সূর্যে পাহাড়ের নিতম্ব। ক্লিওপেট্রার জলাশয় নগ্ন একা


রক্তের বন্দুক। শুকনো মেরুন। হলুদ আদরকরা রঙে ডিসেম্বরের স্বর্গলোক। ডুবন্ত দু-চোখ কাজললতা। আয়নায় নৌকোর জমাট। কত ছলাৎ। কত বাঁশির প্রলয়। কত বরফের শুভ্র। এই শীতল রাজতন্ত্রে আমিও বালির উট


ফুলকো রুটির আঁচে গণতন্ত্র। গাঢ় সকালের তরতাজা পোস্তভাজা। ভাজ করা একগুচ্ছ রবীন্দ্রনাথ। কল্পচিত্রে ব্রজবুলির মেয়ে। জলফোসকায় কত যে রাস্তাভুলের নাবিক। ফড়িঙের ডানার কাতর


মৃতপ্রায়। বেঁচে নেই। মানুষের মতো। রূপের নোঙর ছিঁড়ে ঘরের ভিতর মাতৃহারা জানলা। আকাশ আঁকছে চেনা জনপদ নাবিকের ভুলেভরা জাহাজমাস্তুল


নাভিতে তেল দিচ্ছে রজঃস্বলা রাত। চিত্রনাট্যের অন্ধকার। তুলির নির্জাসে চিত্রাঙ্গদা জমাট। আমার আস্তানায় খাস। খদ্দের ডাকে। চাষাবাদ মাখে। নিদেন ভোরের গন্ধালাপ

…………
বহরমপুর, মুর্শিদাবাদ-৭৪২১০১

আরও পড়তে পারেন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img
- Advertisment -

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

--অতনু রায় on কবিতাগুচ্ছ
তনজিম আতিক on কবিতাগুচ্ছ
নয়ন আহমেদ on না
খান কাওসার কবির on লুৎফর রহমান রিটন নামা