আমিনুল ইসলাম
শিরোনামহীন
১
ঘরের ভিতরে লম্বা কালো। হয়তো ঘরই। চরকাকাটা ছিপের তছনছে শোয়ানো। দুপুর খোলা আচমকা বৃষ্টি। একপাল বুনো শুয়োর। জংলী কুকুর। কিংবা বুলফাইটের মাঝে নিঝুম
২
সর্বময় ব্রহ্মাণ্ডই নিরালা। আধারের জড় আঁকড়ে হেফাজতের চুনোপুঁটি। স্বয়ং বস্তুরই বিবেক-বরাহ। চিড়েচ্যাপ্টা-সূর্যে পাহাড়ের নিতম্ব। ক্লিওপেট্রার জলাশয় নগ্ন একা
৩
রক্তের বন্দুক। শুকনো মেরুন। হলুদ আদরকরা রঙে ডিসেম্বরের স্বর্গলোক। ডুবন্ত দু-চোখ কাজললতা। আয়নায় নৌকোর জমাট। কত ছলাৎ। কত বাঁশির প্রলয়। কত বরফের শুভ্র। এই শীতল রাজতন্ত্রে আমিও বালির উট
৪
ফুলকো রুটির আঁচে গণতন্ত্র। গাঢ় সকালের তরতাজা পোস্তভাজা। ভাজ করা একগুচ্ছ রবীন্দ্রনাথ। কল্পচিত্রে ব্রজবুলির মেয়ে। জলফোসকায় কত যে রাস্তাভুলের নাবিক। ফড়িঙের ডানার কাতর
৫
মৃতপ্রায়। বেঁচে নেই। মানুষের মতো। রূপের নোঙর ছিঁড়ে ঘরের ভিতর মাতৃহারা জানলা। আকাশ আঁকছে চেনা জনপদ নাবিকের ভুলেভরা জাহাজমাস্তুল
৬
নাভিতে তেল দিচ্ছে রজঃস্বলা রাত। চিত্রনাট্যের অন্ধকার। তুলির নির্জাসে চিত্রাঙ্গদা জমাট। আমার আস্তানায় খাস। খদ্দের ডাকে। চাষাবাদ মাখে। নিদেন ভোরের গন্ধালাপ
…………
বহরমপুর, মুর্শিদাবাদ-৭৪২১০১
ভালো হয়েছে!