বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলাকালীন চলচ্চিত্র ও টেলিভিশন মাধ্যমের যে সকল শিল্পী ও কলাকুশলী আন্দোলনের বিরোধীতা করে ফ্যাসিবাদের পক্ষে গণহত্যার ইন্ধন দিয়ে কোটা আন্দোলনকারীদের শাস্তি দাবি করেছিল সেই সকল শিল্পী-কলাকুশলীদের তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের জুলাইযোদ্ধা সমন্বয় পরিষদ।
রোববার (১০ আগস্ট) প্রথম তালিকায় ৭১ জন জুলাই আন্দোলন বিরোধীর নাম প্রকাশ করা হলেও দ্বিতীয় তালিকা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের জুলাইযোদ্ধা সমন্বয় পরিষদ এর মূখপাত্র, চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।
তিনি বলেন, জুলাই আন্দোলনের বিরোধীতাকারী ভয়ংকর ‘আলো আসবেই গ্রুপ’, ‘২ আগস্ট বিটিভি’, ‘৩ আগস্ট এফডিসিতে’ ফ্যাসিবাদের পক্ষে আন্দোলনের বিরোধীতা করে গণহত্যার ইন্ধন দিয়ে, ৪ আগস্ট কারওয়ানবাজার টু বাংলামোটর এলাকায় গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত শিল্পী ও কলাকুশলীদের অবিলম্ভে গ্রেপ্তার করে বিচার করতে হবে।
তিনি আরো বলেন, শিল্প মাধ্যমের এই সকল ব্যক্তিরা জুলাই আন্দোলনের বিরধীতা করে গণমাধ্যমে বক্তব্যে দিয়েছে, জুলাই আন্দোলন বিরোধী তাদের বক্তব্য ব্যাপক প্রচার পায়, ফলে ফ্যাসিবাদের দোসর পুলিশ এসকল শিল্পীর কথায় অনুপ্রাণিত হয়ে সারাদেশে গণহত্যা চালিয়েছে। সাধারণ মানুষ অপরাধ করলে সেটার প্রভাব বেশি দূর যায় না, কিন্তু তারকারা যখন অন্যায় কাজ করে তখন সেটির প্রভাব জাতীয় ও আন্তর্জাতিক ভাবে বিস্তার করে।
মনজুরুল আরো বলেন, জুলাই আন্দোলনের বিরধীতাকারী শিল্পী ও কলাকুশলীরা আন্তর্জাতিক মানবধিকার অপরাধ করেছে, তাদের গ্রেপ্তার করে জুলাই গণহত্যার বিচার করতে হবে।
জুলাই আন্দোলনের বিরোধীতাকারী ৭১ জনের তালিকা হচ্ছে
শাইখ সিরাজ- পরিচালক, চ্যানেল আই,
ফরিদুর রেজা সাগর- ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল আই
আহকামউল্লাহ- সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জজোট
গোলাম কুদ্দুস- সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট
নাসির উদ্দিন ইউসুফ বাচ্ছু- সাংস্কৃতিক ব্যক্তিত্ব,
রামেন্দ্র মজুমদার- সাবেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব,
নাহিদ ইজাহার খান- সাবেক সংস্কৃতি মন্ত্রী,
ফেরদৌস আহমেদ, সাবেক সংসদ সদস্য- চলচ্চিত্র নায়ক
জাহাঙ্গীর আলম (নূরুদ্দিন জাহাঙ্গীর) বিটিভির সাবেক মহাপরিচালক
মাহফুজা আকতার- বিজিটি’র সাবেক জিএম,
মুশফিকুর রহমান গুলজার- চলচ্চিত্র পরিচালক
খোরশেদ আলম খসরু- চলচ্চিত্র প্রযোজক
আজিজুল হাকিম- অভিনেতা
রিয়াজ- চিত্রনায়ক
সাজু খাদেম- অভিনেতা
শমী কায়সার- অভিনেত্রী
সোহানা সাবা- চিত্রনায়িকা
মাসুদ পথিক- চলচ্চিত্র পরিচালক
এফএ শাহীন- চলচ্চিত্র পরিচালক
সঙ্গীতা- অভিনেত্রী
জ্যোতিকা জোতি- অভিনেত্রী
অরুণা বিশ্বাস- চিত্রনায়িকা
রোকেয়া প্রাচী- অভিনেত্রী
রত্না- চিত্রনায়িকা
শাহ আলম কিরণ- চলচ্চিত্র পরিচালক
মোস্তাফিজুর রহমান মানিক- চলচ্চিত্র পরিচালক
হাবিবুল ইসলাম হাবিব- চলচ্চিত্র পরিচালক
এসডি রুবেল- চলচ্চিত্র পরিচালক, গায়ক
শাহীন সুমন – চলচ্চিত্র পরিচালক
হিরো আলম- ইউটিউবার, অভিনেতা
আবু মোসা দেবু- চলচ্চিত্র পরিচালক
এস এ হক অলিক – চলচ্চিত্র পরিচালক
বিপ্লব শরীফ- চলচ্চিত্র পরিচালক
বন্ধন বিশ্বাস- চলচ্চিত্র পরিচালক
বিপ্লবী শরীফ – প্রডাকশন ম্যানেজার
ফরমান আলী – চলচ্চিত্র প্রযোজক
আহসানা হাবিব ভাবনা- অভিনেত্রী
বদরুল আনাম সৌদ- চলচ্চিত্র পরিচালক
দিপান্নিতা মার্টিন- অভিনেত্রী
শামীমা তুষ্টি- অভিনেত্রী
আহসান হাবিব নাসিম- অভিনেতা
ফজলুর রহমান বাবু- অভিনেতা
জামশেদ শামীম- অভিনেতা
ঝুনা চৌধুরী- পরিচালক
উর্মিলা শ্রাবন্তী কর- অভিনেত্রী
লিমন আহমেদ- সাংবাদিক
নিপুণ আক্তার- চিত্রনায়িকা
জায়েদ খান, চিত্রনায়ক
রওনক হাসান- অভিনেতা
সাইমন সাদিক- চিত্রনায়ক
লিয়াকত আলী লাকী- সাংস্কৃতিক ব্যক্তিত্ব
সুর্বণা মুস্তফা সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী
স্বাগতা- অভিনেত্রী
তানভীন সুইটি- অভিনেত্রী
সাখওয়াত মুন- অভিনেতা
সায়েম সামাদ- অভিনেতা
চন্দন রেজা- সাংস্কৃতিক ব্যক্তিত্ব
রাজিবুল ইসলাম রাজিব- নাট্য পরিচালক ও অভিনেতা,
আহসানুল হক মিনু- অভিনেতা
যুবরাজ খান- নাট্য পরিচালক ও অভিনেতা
নুনা আফরোজ- অভিনেত্রী
মিলন ভট্টচার্য – অভিনেতা
সারা জাকের- সাংস্কৃতিক ব্যক্তিত্ব
ইরেশ যাকের- অভিনেতা
লাকী ইনাম- সাংস্কৃতিক ব্যক্তিত্ব
ম. হামিদ- সাংস্কৃতিক ব্যক্তিত্ব
হারুন অর রশিদ- সাংস্কৃতিক ব্যক্তিত্ব
পীযুষ বন্দোপ্যাধ্যায়- সাংস্কৃতিক ব্যক্তিত্ব
রেজানুর রহমান- সাংস্কৃতিক ব্যক্তিত্ব
ফাল্গুনী হামিদ – বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের জুলাইযোদ্ধা সমন্বয় পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় তালিকা প্রকাশ করার পরে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হাতে তুলে দেওয়া হবে ফ্যাসিবাদের দোসর, গনহত্যাকার ইন্ধনদ্বাতা শিল্পী ও কলাকুশলীদের তালিকা। জুলাই আন্দোলনের বিরধীতাকারী চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের ফ্যাসিবাদের দোসরদের গণহত্যার ইন্ধন দেয়ায় আন্তর্জাতিক মানবধিকার অপরাধের বিচার করার দাবি বাস্তবায়নের জন্য ধাপে ধাপে আলাপ করা হবে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষের সকল রাজনৈতিক দলের সাথে। সকল রাজনৈতিক দলের থেকে নির্বাচনের আগেই প্রতিশ্রুতি নেয়া হবে আগামী সরকার গঠনের পরে গণহত্যার অপরাধে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা হবে।
বার্তা প্রেরক
মনজুরুল ইসলাম মেঘ
মুখপাত্র
“চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের জুলাইযোদ্ধা সমন্বয় পরিষদ”