spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদসাম্প্রতিকজুলাই ঘোষণাপত্রে অপূর্ণাঙ্গ ইতিহাস ও অস্বীকৃতির বিরুদ্ধে সাধারণ আলেম সমাজের কঠোর বিবৃতি

জুলাই ঘোষণাপত্রে অপূর্ণাঙ্গ ইতিহাস ও অস্বীকৃতির বিরুদ্ধে সাধারণ আলেম সমাজের কঠোর বিবৃতি

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের মাধ্যমে একটি ঐতিহাসিক প্রক্রিয়ার সূচনা হলেও, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, এই ঘোষণাপত্রটি এখনও অপূর্ণাঙ্গ এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সত্যকে উপেক্ষা করা হয়েছে।

বিশেষভাবে, আমাদের জাতীয় ইতিহাসের বহু বঞ্চনার কেন্দ্রবিন্দু ১৯৪৭-এর উপনিবেশিক শোষণের বিরুদ্ধে পূর্ববাংলার দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাসকে উপেক্ষা করা হয়েছে। সেই ধারাবাহিকতার উত্তরসূরীদের ওপর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ২০১৩ সালে শাপলা গণহত্যা, ২০২১ সালে মোদিবিরোধী নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে দমন-পীড়নের নামে আলেম সমাজের ওপর গুম-খুন, জেল-জুলুম, বিচারিক হত্যাকাণ্ড—এসব বাস্তবতা জুলাই ঘোষণাপত্রে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এই অপূর্ণাঙ্গ ঘোষণাপত্র বর্তমান প্রজন্মকে তাদের সংগ্রামের আত্মপরিচয় থেকে বঞ্চিত করার একটি রাজনৈতিক ষড়যন্ত্র।

আমরা ‘জুলাই গণঅভ্যুত্থানের’ ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই, সেই জুলাই মাসে সাধারণ আলেম সমাজ সংগঠিতভাবে কারফিউ ভেঙে রাজপথে প্রতিরোধ গড়ে তুলেছিল। বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঘোষণাপত্রে সাধারণ আলেম সমাজের নৈতিক নেতৃত্ব, ত্যাগ ও ধারাবাহিক সংগ্রামের স্বীকৃতি অবশ্যই থাকতে হবে।

সাধারণ আলেম সমাজ ২৫ জানুয়ারি ২০২৫ ইং তারিখে অন্তর্বর্তীকালীন সরকারকে লিখিতভাবে মতামত প্রদান করেছিল, যাতে জুলাই গণঅভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা প্রামাণ্য দলিল হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং জুলাই ঘোষণাপত্রে শহীদ ও আহতদের স্বীকৃতি এবং পুনর্বাসন, নেতৃত্বের স্বীকৃতি, দৃশ্যমান বিচার প্রক্রিয়া, সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ গঠনসহ সর্বস্তরের ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের অঙ্গীকার যুক্ত করার মতামত দেয়া হয়েছিল।

আমরা মনে করি, জুলাই ঘোষণাপত্র কোনো একক গোষ্ঠীর স্বীকৃতির দাবি নয়; বরং একটি বৃহৎ জনগোষ্ঠীর আত্মত্যাগ, বঞ্চনা ও প্রতিরোধের সত্য ইতিহাস প্রতিষ্ঠার লড়াই।

আমরা, সাধারণ আলেম সমাজ স্পষ্টভাবে বলতে চাই, এই জুলাই ঘোষণাপত্র যদি অপূর্ণাঙ্গই থাকে, তাহলে তা আমাদের কাছে কোনো ধরনের গ্রহণযোগ্যতা পাবে না।

আমরা চাই ইতিহাসের পূর্ণাঙ্গ দলিল; বিকৃত ও অসম্পূর্ণ দলিল নয়। এ বিষয়ে কোনো রাজনৈতিক গোষ্ঠী, থিঙ্কট্যাঙ্ক বা বিশেষ মহলের তৈরি একতরফা ন্যারেটিভ জনগণের ওপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা দেশের মানুষ ও আলেম সমাজ কোনোভাবেই মেনে নেবে না।

বার্তা প্রেরক
ইউসুফ আহমাদ
দপ্তর সম্পাদক, সাধারণ আলেম সমাজ

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img
- Advertisment -

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

--অতনু রায় on কবিতাগুচ্ছ
তনজিম আতিক on কবিতাগুচ্ছ
নয়ন আহমেদ on না
খান কাওসার কবির on লুৎফর রহমান রিটন নামা