spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদবই নিয়েনাসির হেলাল : ৬০ পেরিয়ে স্মারক

নাসির হেলাল : ৬০ পেরিয়ে স্মারক

ড. ইয়াহ্ইয়া মান্নান

বিশ শতকের আশির দশকের লেখক- গবেষক নাসির হেলাল (জন্ম: ১৯৬২) বাংলা সাহিত্যের শক্তিমান লেখক। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘নাসির হেলাল ৬০ পেরিয়ে স্মারক’ সংকলন।

তরুণ লেখক ওয়াহিদ আল হাসান সম্পাদিত এ স্মারক সংকলনে সাতটি অধ্যায় রয়েছে।

প্রথম অধ্যায়: জীবন ও সাহিত্য। এ অধ্যায়ে লিখেছেন– কবি আল মাহমুদ, আবদুল মান্নান সৈয়দ, অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান, মহসিন হোসাইন, হাসান আলীম, নাসীমুল বারী, রফিক মুহাম্মদ, দীপক সাহা, ড. মাহফুজুর রহমান আখন্দ, তৌহিদুর রহমান, খালিদ সাইফুল্লাহ, হারুন ইবনে শাহাদাত, মুসা আল হাফিজ, নুরুন্নাহার নীরু, রহমাতুল্লাহ আল আরাবী এবং হোসেন জুবায়ের।

দ্বিতীয় অধ্যায়: স্মৃতির আয়নায়। এ অধ্যায়ে স্মৃতিচারণ করেছেন– মোহাম্মদ লিয়াকত আলী, সেলিম আউয়াল, পারু পারভীন, আহমদ রাকীব, মুহা. আবুল কালাম আজাদ, বেদুঈন মোস্তফা, আলেয়া রহমান, আমিন আল আসাদ, আবেদুর রহমান, আসমা আক্তার, আবুল খায়ের নাঈমুদ্দীন এবং মুহাম্মদ ইসমাঈল।

তৃতীয় অধ্যায়: নিবেদিত কবিতা ও ছড়া। কবিকে নিবেদিত কবিতা ও ছড়া লিখেছেন– আবদুল মুকীত চৌধুরী, আহমেদ কায়সার, আসাদ বিন হাফিজ, আলম হোসেন, আমিনুল ইসলাম, ইব্রাহীম মণ্ডল, আতিক হেলাল, গোলাম নবী পান্না, রবিউল মাশরাফী, মুস্তাফিজ শিহাব, সুমন রায়হান, ফরিদ সাঈদ, শাজাহান মোহাম্মদ, শেখ বিপ্লব হোসেন, শেখ আলাউদ্দীন, আনোয়ারুল হক, আতিফ আবু বকর, আবদুল হাই ইদ্রিছী, মুহাম্মদ হেলাল উদ্দিন, ছাবিলা ইয়াঁছমিন মিতা, কামরুন নেসা লাভলী, মো. মেহেদী হাসান, মহিউদ্দিন বিন জুবায়েদ, আর. কে. শাব্বীর আহমদ, মো. আতিয়ার রহমান, মতিউর রহমান খান এবং ওয়াহিদ আল হাসান।

চতুর্থ অধ্যায়: গ্রন্থালোচনা। গবেষক নাসির হেলাল অত্যন্ত পরিশ্রমী লেখক। পেশাগত ব্যস্ততা সত্ত্বেও তিনি বিভিন্ন আঙ্গিকের ৯১টি গ্রন্থ রচনা করেছেন। এসব গ্রন্থের ভেতর প্রতিনিধি স্থানীয় ২৫টি গ্রন্থালোচনা এখানে সংকলিত হয়েছে। নাসির হেলাল রচিত ‘যশোর জেলার ছড়া’ গ্রন্থের দুটি আলোচনা লিখেছেন কবি আবদুল হালীম খাঁ এবং মাখরাজ খান।

নাসির হেলাল সম্পাদিত মুনসী মেহেরউল্লা রচনাবলি নিয়ে ৬টি প্রবন্ধ মুদ্রিত হয়েছে। প্রবন্ধগুলি লিখেছেন- কবি আফজাল চৌধুরী, হোসেন মাহমুদ, আবদুল হালীম খাঁ, আরিফুর রহমান, রফিক মুহাম্মদ ও রহিম ভুঁইয়া।

‘জাতীয় জাগরণের কবি ‘গোলাম মোস্তফা’ গ্রন্থের সমালোচনা লিখেছেন- রফিক মুহাম্মদ।

নাসির হেলাল রচিত দুটি উপন্যাসের সমালোচনা লিখেছেন– রফিক মুহাম্মদ ও ইসমাইল হোসেন বেঙ্গল।

লেখকের দুটি ইতিহাসধর্মী রচনার সমালোচনা লিখেছেন- মুস্তফা মাসুদ, আমিন সৈয়দ, শাহাবুদ্দীন আহমদ, ড. বদিউজ্জামান, হোসেন মাহমুদ, আবদুল

হালীম খাঁ, মহসীন হোসাইন এবং মোস্তফা জাহাঙ্গীর আলম।

‘বাংলাদেশের প্রাচীন মসজিদ’ গ্রন্থের সমালোচনা লিখেছেন বিজ্ঞ সমালোচক নাসীমুল বারী।

‘ঈদ উৎসব : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ গ্রন্থের সমালোচনা লিখেছেন- রুহুল আমিন বাচ্চু।

‘ফ্লাইং সসার সিরিজ’ নিয়ে লিখেছেন- হাসান আলীম ও আহাম্মাদ আবদুর রহমান।

মুনসী মেহেরউল্লা’ গ্রন্থের আলোচনা লিখেছেন রফিক মুহাম্মদ। ‘বেহেশতের সুসংবাদ পেলেন যারা’ গ্রন্থের আলোচনা লিখেছেন মায়মুনা হক। ‘লেখক অভিধান’ গ্রন্থের পর্যালোচনা লিপিবদ্ধ করেছেন শাহাবুদ্দীন আহমদ। ‘ইসলামী জ্ঞানকোষ’ বইয়ের আলোচনা লিখেছেন

মসউদ-উশ-শহীদ। ‘ নজরুল সাহিত্যে ইসলামী সমাজ’ গ্রন্থের আলোচনা লিখেছেন- হোসেন মাহমুদ। ‘নাসির হেলালের সাম্প্রতিক প্রকাশনা’- শিরোনামে প্রবন্ধ লিখেছেন হাসান আলীম। ‘ ছোটদের জন্য নাসির হেলালের সাতটি গ্রন্থ’ শিরোনামে প্রবন্ধ লিখেছেন রফিক মুহাম্মদ।

নাসির হেলাল রচিত ‘আগুন ঝরা ছড়া’ গ্রন্থের আলোচনা লিখেছেন-হাসান আলীম ও শাহীন হাসনাত।’মন পবনের নাও ও চাঁদের হাসি’ছড়া’গ্রন্থের ২টি আলোচনা লিখেছেন- আবদুল হালীম খাঁ ও আহসান হামিদ। নাসির হেলালের তিনটি গ্রন্থের পর্যালোচনা লিখেছেন আবদুল হালীম খাঁ। ‘শিল্প দিয়ে মোড়া’ গ্রন্থের আলোচনা লিখেছেন হোসেন মাহমুদ। ‘করোনা কাব্য’গ্রন্থের তিনটি আলোচনা লিখেছেন– ড. রামপ্রসাদ বিশ্বাস, গাজী মো. আবু সাঈদ ও নবীন সাদিক। ‘কবিতায় আমপারা’ গ্রন্থের ২টি আলোচনা লিখেছেন- মহিউদ্দিন আকবর ও তাজ ইসলাম। ‘কুরআনের পরিচয়’ গ্রন্থের আলোচনা লিখেছেন মসউদ-উশ-শহীদ। ‘আমাদের বিশ্বনবী’ গ্রন্থের ২টি আলোচনা লিখেছেন- মসউদ-উশ-শহীদ ও সৈয়দ মসউদ জিলানী।

‘বাংলা ভাষায় মুহাম্মদ সা. চরিত’ গ্রন্থের ৬টি পর্যালোচনা সংকলিত হয়েছে। এসব পর্যালোচনা লিখেছেন- অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ সা’দত আলী, আবদুল হালীম খাঁ, আহমদ মতিউর রহমান, হোসেন মাহমুদ এবং ড. ইয়াহ্ইয়া মান্নান। আলোচ্যগ্রন্থের একটি ইংরেজি রিভিউ যুক্ত করেছেন M Mizanur Rahman.

পঞ্চম অধ্যায়ে সংকলিত হয়েছে ‘পত্রসাহিত্য’। এখানে লেখক-গবেষক নাসির হেলালকে লেখা ২৮ জন মনিষীর পত্র মুদ্রিত হয়েছে।

ষষ্ঠ অধ্যায়ে লিখিত হয়েছে নাসির হেলালের সংক্ষিপ্ত জীবনী ও বংশলতিকা। 

সপ্তম অধ্যায়ে রয়েছে লেখকের অ্যালবাম।

৪৬০ পৃষ্ঠার এ বৃহৎ সংকলনটি বাড়ীয়ালী যুব পাঠাগার, চৌগাছা, যশোর থেকে প্রকাশিত হয়েছে এবং প্রকাশনা ব্যয় বহন করেছেন কবির আত্মজা কানাডা প্রবাসী পিএইচডি গবেষক উম্মে ফারহানা খুশী। 

‘নাসির হেলাল ৬০ পেরিয়ে স্মারক’ সংকলনে যাদের লেখা সংকলিত হয়েছে, সে সব লেখক, সংকলনের সম্পাদক, প্রকাশকসহ সব শুভাকাঙ্ক্ষীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

‘নাসির হেলাল ৬০ পেরিয়ে স্মারক’

সম্পাদক: ওয়াহিদ আল হাসান

প্রকাশক: উম্মে ফারহানা খুশী

প্রকাশনী: বাড়িয়ালী যুব পাঠাগার, চৌগাছা, যশোর।

মুদ্রিত মূল্য: ৭০০.০০

উড়ো সংযোগ:+৮৮০১৭১২ ১৫৩ ৩৬২

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ