spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতানজরুল : নিবেদিত কবিতা

নজরুল : নিবেদিত কবিতা


বাদল বর্মন

[বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম শতবর্ষ উপলক্ষে]

আবারো একটি বার ফিরে আসো হে মহাপ্রলয়, হে ধূমকেতু,
ভেঙ্গে দাও গঙ্গা-পদ্মার বাঁধন সেতু

তুমি, মহা সাইক্লোন তুমি নটরাজ, তুমি কবি নজরুল
তুমি, সকলের প্রিয় ভোরের প্রস্ফুটিত আম্র-মুকুল

আবারো ধ্বংসের অবলীলায় মত্ত যারা নাহি জীবে চেতন
স্তব্ধ করো, উড়াও তোমার ওই বিশ্ব বিজয়-কেতন

যমুনা তীরে আঁধার যামিনীতে হোক না প্রেয়সীর ছবি আঁকা
নূতন ছন্দে আনন্দ -উচ্ছ্বাসে এক অভিনব সৃজন রেখা

কারাগার ভেদ করে উঠে দাঁড়াও চিতে, বহ্ হৃদে,
মাতোয়ারা করে দাও তোমার রোমাঞ্চিত কবিতা ও গজল সাম্য গীতে

মুক্ত দুয়ার দিয়ে ফিরে এসো কবি, হাতে নিয়ে তবো ছবি
তুমি আগামী প্রজন্মের আশা- ভরসার জ্বলন্ত ‘রবি’

বিভীষিকাময় প্রকাণ্ড প্রাচীন সম্মুখে গেয়ে ওঠো ধ্বংসের ‘ধ্রুপদ’
তুমি অমর,অজয়, অক্ষয়, তুমি জয়, তুমি পরাজয়

আবারো একটি বার বাজাও তোমার ‘অগ্নিবীনা’
লাঞ্ছিত বঞ্চিত শোষিতের সাথী হও পাপ কে করো ঘৃণা

হিন্দু মুসলিম শিখ সাই– বলো সবাই আমরা ভাই -ভাই
তবে কিসের এতো ভেদাভেদ হিংসা বিদ্বেষ–আর নাহি চাই

তুমিই প্রথম বাজালে বিষের বাঁশী ভাঙলে পরাধীনতার বাঁধ
বিনা অপরাধে কারাগারে কাটালে কতো দিন-রাত

দারিদ্ররতাকে বরণ করেছো, নিজে হাতে তুলে নিয়েছো খর্গ
তুমি বিদ্রোহী, তুমি চির বিস্ময়, তুমি বিশ্ব বাঙালির গর্ব।

…….
হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ