spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাদীর্ঘ কবিতা : খসরু পারভেজ

দীর্ঘ কবিতা : খসরু পারভেজ

কবর সংক্রান্ত কবিতা

খবর আছে খবর, দারুণ খবর…
সুলভ মূল‍্যে বিক্রি হচ্ছে কবর…

মৃত‍্যুর খবরের সাথে সাথে
লাউয়ের ডগার মতো দ্রুত বেড়ে উঠছে বিজ্ঞাপন
সাইনবোর্ড, লিফলেট, সংবাদপত্র, টেলিভিশনে
তাই কবর বিক্রির খবর দেখে
অবাক হওয়ার কিছু নেই

এই শহরে আমরাই গড়ে তুলেছি
কবর কোম্পানি প্রাইভেট লিমিটেড
এর চেয়ে লাভজনক ব‍্যবসা আর কিছুই নেই
একটি কবর বিক্রি করা যায় বারবার, তাই
ফ্লাটের ব‍্যবসা ছেড়ে এখন নেমেছি এই ব‍্যবসায়
কখনো আবাসন মেলায় প্লট আকারে অগ্রীম বুকিং
ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকায় সাড়ে তিন হাত জমি
যে জমি আমারা কিনেছিলেন নাম মাত্র দামে

আপনি আপনার ভূমিহীন বন্ধুকে দিতে পারেন
ঈদ উপহার –শহরে একখণ্ড কবরের জমি
স্ত্রীর জন‍্য দেনমোহরের মূল‍্য বাবদ
দিতে পারেন –শহরে এক টুকরো কবরের জমি

সন্তানের জন‍্য ফ্লাট কিনে দেবেন ভাবছেন
আপনি কি জানেন
ভূমিকম্প প্রবণ এলাকায় আমাদের বসবাস
সামান‍্য একটু ভূমিকম্পে
ধ্বসে যাবে এই শহরের বড়ো বড়ো ফ্লাট
আকাশ ছোঁয়া দালান
কবর কিনুন, কবরের জমি কিনে নিশ্চিন্ত থাকুন
তাহলে আপনার সন্তানেরা সুখে- শান্তিতে থাকবে
সবচেয়ে বড়ো কথা,
একটি কবর বারবার বিক্রি করা যায়

পরাবারিক কবরের জন‍্য আছে বিশেষ ডিসকাউন্ট
শহরের প্রাণকেন্দ্র থেকে সামান‍্য দূরে
মনোরম পরিবেশে এই গোরোস্থান
আসুন, একবার লোকেশানটা দেখে আসবেন

জেনে রাখুন, এই শহরের মানুষ
বুক ভরা দূষণ নিয়ে ফুসফুস ক‍্যান্সারে মরবে
খাদ‍্যে ভেজাল, নকল ঔষধ, প্রিজারভেটিভ
ফাস্ট ফুডের স্লো পয়েজন নিয়ে কিডনির অসুখে
ভুল চিকিৎসা, ভুয়া প‍্যাথোলজি, ভুয়া ডাক্তারের
চিকিৎসা, ফেনসিডিল, প‍্যাথেডিন,ইয়াবার ছোবলে মরবে
ধর্মীয় উন্মাদনায়,টুপির মিছিলে, জঙ্গি হামলায় মরবে
রাজনৈতিক অস্থিরতায়, হাঙ্গামা, হরতাল, অবরোধে পুলিশের গুলিতে, প্রতিপক্ষের হামলায়, বন্ধুকযুদ্ধে
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতায় মরবে
ফ্লাট ধ্বসে পড়ে মরবে, ম‍্যানহোলে পড়ে মরবে
গ‍্যাস পাইপ লিক হয়ে, রসায়নিক গুদামের আগুনে
পুড়ে মরবে, ধুকে ধুকে মরবে সুপেয় পানির অভাবে
আর খুন, ছিনতাই, রোড অ‍্যাক্সিডেন্ট তো আছেই
শুনে রাখুন, এই শহরের মানুষ চিকিৎসাবিহীন
হাসপাতালে অক্সিজেনের অভাবে
ঝরা পাতার মতো টুপটাপ ঝরে পড়বে
এত এত মানুষের কবর কোথায় হবে বলতে পারেন

রায়ের বাজার করবস্থান এরই মধ‍্যে ভরে গেছে
আজিমপুর কবরস্থান অনেক পুরনো, ব‍্যাকডেটেড
আর বনানী কবরস্থান তো অভিজাতদের দখলে
কয়েকটি পরিবার কিনে রেখেছে অধিকাংশ প্লট
নির্বাক – অসহায় সিটি কর্পোরেশন
আর এ জন‍্যই তো আমাদের আধুনিক এই কবরব‍্যবসা

তাই আসুন, আমাদের কাছ থেকে কবর কিনুন
নিশ্চিন্তে ইনভেস্ট করুন
ভবিষ্যতের জন‍্য চিন্তামুক্ত থাকুন

আমরা শুধুই কবর বিক্রি করি না, কবর খননও করি
কবর খোঁড়ার জন‍্য আমাদের কোনো গোরখোদক নেই
চীন থেকে আমদানিকৃত সম্পূর্ণ অটোমেটিক মেশিনে
কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই কবর খোঁড়া হয়
আর কবরকে টেকসই করতে রয়েছে বিশেষ প্রযুক্তি
সহজে ভাঙে না, বছরের পর বছর অটুট থাকে

যদি কেউ মৃত‍্যুর পর বুদ্ধিজীবী হতে চান
তাহলে এখানে আসুন
বুদ্ধিজীবী কবরস্থানে জায়গা নেয়ার
জন‍্য আছে বিশেষ বুদ্ধি প‍্যাকেজ
মৃত‍্যুর পর অন্তত জাতে উঠে বেঁচে থাকা যাবে!
জানেন তো,অনেক মূর্খ এখানে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে
আবার অনেক বুদ্ধিজীবীর জায়গা এখানে হয়নি
এখানেও আছে রাজনীতি, দল ও দখলদারিত্ব
উপযুক্ত ফিস দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন
কী করে বুদ্ধিজীবী হতে হয়, মৃত‍্যুর আগে অথবা পরে
আমরা সবকিছু বুঝিয়ে দেবো

যদি কবর কিনতে না পারেন,তাহলে লাইনে দাঁড়ান
আঞ্জুমানে মফিদুলেও এখন কবরপ্রার্থীদের ভিড়
ওসব দুঃস্থদের জন‍্য, আপনাকে কি ওখানে মানায়!

শহরে শশ্মান কিনতে হয় না, কিন্তু কবর কিনতে হয়
অনেকে কবর কিনে রাখে কিন্তু কপালে জোটে না
কেউ কেউ গুম হয়ে যায়, আগুনে পুড়ে ছাই হয়
মালিকবিহীন এসব কবরের জন‍্য আছে বিশেষ ছাড়

এখানে কবর বিক্রি হয়, কবর, তরতাজা কবর
কম দামে চিহ্নহীন কাঁচা কবর–বেশি দামে পাকা কবর
নিষ্কণ্টক, হাতে হাতে দলিল, নগদ অথবা কিস্তিতে
দাফন-কাফন, জানাজা, মোনাজাত, ফুল,ধূপবাতি গোলাপপানি সম্পূর্ণ ফ্রি
কেউ কেউ বলেন মিলাদ মাহফিল নাজায়েজ
তারপরও যদি চান, মিলাদ মাহফিলের ব‍্যবস্থা আমরা করে দেবো
এমনকি ভার্চুয়াল মিলাদের ব‍্যবস্থাও রয়েছে

যারা নাস্তিক, প্রগতিশীল, মাওবাদি, বেনামাজী
কোনো মাওলানা যদি তাদের জানাজা না পড়তে চান
তাহলে আমরাই নিজ খরচে জানাজা পড়িয়ে দেবো
আমাদের আছে নিজস্ব হালাল মাওলানা
আছে কিছু ভাড়াটিয়া মৌলবি

লাশ পরিবহনের জন‍্য শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি
জানাজার ছবি, ভিডিও আমাদের দায়িত্বে
আমরাই করে দিই
এর জন‍্য আলাদা কোনো পয়সা লাগে না
বিশেষ দ্রষ্টব‍্য, খুনি, ধর্ষক,দালাল, চাউলচোরের
দাফনে বিশেষ অগ্রাধিকার

আপনার স্বজনের কবরে আমরা ঘাস লাগিয়ে দেবো
যদি ফুল গাছ চান, হাস্নাহেনা
কস্তুরি তা-ও লাগিয়ে দেবো

কবর জেয়ারত করতে এসে
যদি স্বজনের কবর খুঁজে না পান
আমাদের রয়েছে নিজস্ব গাইড
তারাই যত্নসহকারে কাঙ্খিত কবর খুঁজে দেবে
তাছাড়া ওয়েব সাইটে সার্চ দিলেই পেয়ে যাবেন নির্দিষ্ট কবর
মহিলাদের জন‍্য রয়েছে আলাদা ব‍্যবস্থাপনা
বিশ্রামের জন‍্য আছে আকর্ষণীয় গেস্ট হাউজ

আপনারা জানেনই তো বিশেষ দিনে, বিশেষ করে ঈদের দিন এখানে প্রচুর ফকিরের উৎপাত হয়
এই ফকির নিয়ন্ত্রণে রয়েছে আমাদের কবর-পুলিশ
তাদের সহযোগিতায়
আপনারা ঝামেলামুক্ত হয়ে কবর জেয়ারত করে
বাড়ি ফিরে যেতে পারবেন

সংক্রমণ এড়াতে করোনা-লাশের জন‍্য
ব্লাক-ফাঙ্গাসে আক্রান্ত মৃত মানুষের জ‍ন‍্য আছে
আলাদা আলাদা দাফন ব‍্যবস্থা

কবর সংরক্ষণ, মেরামত, টাইলস ফিটিং,শ্বেতপাথরে
মৃত ব‍্যক্তির নাম-ঠিকানা লিখন নিজ দায়িত্বেই করি
আমাদের রয়েছে কবরের বিভিন্ন ডিজাইন, ডামি
তুরস্ক, ইরান, চীন, মিশরীয় অথবা সৌদি আরবীয়
যা আপনি চান
যদি আপনার নিজস্ব নকশা থাকে সেটাও করে দেবো

যদি লাশ নিয়ে মিছিল করতে চান
তার যাবতীয় ব‍্যবস্থা আমাদের আছে
লোক লাগলে লোক দেবো
শ্লোগান – মিছিলের জন‍্য
আমাদের রয়েছে চৌকশ চামচিকা বাহিনী
ইট পাটকেল ছোঁড়ার জন‍্য
ভাঙচুরের জন‍্য আছে টোকাই সংঘ
হৈহুল্লোড়-হট্টগোল সবকিছু করা যাবে
শুধু মাত্র কবর স্থানে দাঁড়িয়ে
রাজনৈতিক বক্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ

আপনি ঘরে বসেই বুকিং দিতে পারবেন
প্রবাসী বন্ধুরের জন‍্য রয়েছে
বিশেষ প‍্যাকেজ
আমাদের ওয়েবসাইট www.kaborplbd.com
ফেসবুক পেজ https:/kplbd. facebook2021
.com2021.com

কবর বিক্রির টাকাতেও দিতে হয় পৌরকর-ভ‍্যাট
তাই আরো লাশ চাই… আরো আরো মৃত‍্যু চাই

যত মৃত‍্যু, তত ভ‍্যাট, তত উন্নয়ন…

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

নয়ন আহমেদ on দু’টি কবিতা
নয়ন আহমেদ on পাখিমানুষ