spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাতিনটি কবিতা : ফরিদ ভূঁইয়া

তিনটি কবিতা : ফরিদ ভূঁইয়া

তুমি ও বাংলাদেশ
……………

একবিংশ শতাব্দীর চব্বিশের কে সে তুমি?

রাষ্ট্রযন্ত্র যখন দানব পোষে, তার নিষ্ঠুর গুলির মুখে
ত্যাগের সুন্দর উদযাপনে দেখেছ নিরস্ত্র দু’হাতে
সত্যের সাহসী বুকে—জাগ্রত নতুন বাংলাদেশ!

বিংশ শতাব্দীর পরিক্রমা—
ভাষার বায়ান্ন
উর্দি ছেঁড়ার ঊনসত্তর
স্বাধীনতা সংগ্রামের একাত্তর
তারপর, আবারও উর্দি ছেঁড়ার নব্বই…

প্রতিবারে প্রতিবাদ, প্রতিরোধ আর অধিকার প্রতিষ্ঠায় জীবন বাজির বীরের লড়াই—
আবু সাঈদের বুক সে বিশ্বাসে নতুন শোভায়;
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখেছ সবাই
পর পর গুলিবিদ্ধ, তবু সে সটান—সাহসে সুঠাম বাংলাদেশ !

শোষিত বঞ্চিত মানুষের হয়ে
দুর্ভেদ্য জঞ্জালে চাপা পড়া সময়ের
পাষাণের শোষণ ও শাসনের বিরুদ্ধে দাঁড়ালে
তোমার জীবন দিয়ে অপার সাজালে—ঐক্যবদ্ধ বাংলাদেশ…

স্বপ্ন হারা বাংলার আকাশে অন্ধকারে
চিরচিহ্ন তারা তুমি—জ্বলজ্বলে দিশা; নির্ভয় চিত্তের
এক জীবন বিলিয়ে অগণিত জীবনে ছড়ালে
অনিবার্য বিপ্লবের শৌর্যবীজ—রক্ত ফোঁটা ফোঁটা…

প্রজন্মের ঐক্যে সুমহান সাম্যে
সার্বভৌম নিরাপদ—আগামীর বাংলাদেশ
প্রজন্মের ঐক্যে সুমহান সাম্যে
সর্বময় নিরাপদ—আগামীর বাংলাদেশ।

কমলাপুর
১৯ জুলাই ২৪

বুলেট ফুলের অলৌকিক অধ্যাদেশ
…………..

অলৌকিক ঈঙ্গিতে তোমার সব?

সর্বস্বান্ত করে দিতে পার যে কাউকে
নিমিষেই
পূবের জাগ্রত লাল পশ্চিমের অস্তাচলে ঢেলে
ধীরে অন্ধকারে ঢেকে দিতে পার

দক্ষিণের হু হু সম্ভাবনা জমাট মেঘের ঘূর্ণি করে
উত্তরের প্রিয় ঠিকানায় উপঢৌকন পাঠাতে পার

সর্ব সিদ্ধ তোমার যথেচ্ছাচার—
রক্ত, খুন, গুম ভীষণ রকম, সবই কবুল…

এ পৃথিবী তোমারই তোমারই, শুধুই
তোমার…

যে কারো বুকের ধন
স্বপ্ন আশার বেঁচে থাকার ধুকপুক
মুহুর্তের ভেল্কিতে ছিনিয়ে নিতে পার

হাউমাউ করে কেউ বিরাগভাজন
হবেই না, হতেই পারে না—
জলপাই ডালে ডালে ফুটে আছে, ফুটে থাকে
তোমার দুচোখ জুড়াবার বুলেট বাহার!

ওহো হো হো বুলেট, বুলেট ফুল!
বড়ো মহিমাময়, এমনই বৃক্ষতলে
সতাগিদে যদি এসে গজবেরা গুজবেরা এক হয়?

এত এত ভুল ফুল, ভুল সময়ের
ভুলের ট্রিগারে লেগে তবে কিনা কোনো
অনাকাঙ্ক্ষিত অধ্যাদেশ জারি হয়ে যায়… !

২৩ জুলাই ২৪
কমলাপুর

রোদন চিহ্ন এই শ্রাবণে
…………..

মধ্যদুপুরে রোদন চিহ্ন মাঠেঘাটে
সূর্য গলে গলে যায় আপনা আহ্লাদে

পরমার হিংসুটে সুখ পেতেছে ছায়ায়
বটের পাতার সাথে কথা নেই বাতাসের
দূর মাঠে ঝিমধরা রোদেলা তাথই
মধুমাছির ডানার তরঙ্গ ছড়ালো
একনিষ্ঠ সংবাদ—

আপাতত শ্রাবণের কণ্ঠে উঠছে না বারিধারার সুমিষ্ট গান সঘন বর্ষার…!

চোখ টাটিয়ে ঋতুর নিপল চুষে
হারমাদ মেঘ সবটুকু জলীয় নীরবে লুটে
চলে যাচ্ছে দূর

শালিকের দল কলঘাটে মিলেছে বিক্ষোভে
সমাবেশ ও মিছিলে এক দফা এক দাবী
আরো আছে হাবিজাবি

ভীষণ হট্টগোল… !

কমলাপুর
২৭ জুলাই ২২

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ