spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাগুচ্ছ কবিতা : গাজী গিয়াস উদ্দিন

গুচ্ছ কবিতা : গাজী গিয়াস উদ্দিন


……….
পরিভাষার বৈধব্য
………

যেখানে আমাকে বোকা ভাববে
বুঝবে সে আমার সচেতনতা,
আমার ক্ষোভকে অসহায়ত্ব
নীরবতাকে গভীর প্রতিক্রিয়া
ভাবতে পারলে
তাই স্বজনের প্রতি সুবিচার।
হে প্রিয়া,
প্রচলিত ভেদবুদ্ধি ভালোমন্দ
বড়ই কৃত্রিম তাই নকল
বংশানুক্রমে সমাজানুক্রমে
সংক্রমিত শতাব্দী ভাওতার উপর।
নইলে মহাপুরুদের সাথে
জ্ঞানী বিজ্ঞানী মনীষীদের সাথে
বিরোধের ইতিহাস– সংঘাতের পরিহাস
তোমাকে ক্লান্ত করবে,
দর্শন ধর্ম মতবাদ কেউ মানেনি
প্রযুক্তিকে হীন স্বার্থে করেছে ব্যবহার।
মিথ্যার কুজ্ঝটিকায় মাথা নোয়ায় মিথ্যা
মিথ্যার ব্যভিচারে জারজে কুমারী মাতা
সত্যের আঁতুড়ঘরে বারবার জন্মে মিথ্যা!
সত্য ন্যায় সুন্দর পরিভাষার বৈধব্য সাজ নিয়েছে।
১৩ আগস্ট ২০২৪

…………
নতুন বসন্তের রঙ
…………

আমার মৃত্যু আমার জীবনকে
এতো সুন্দর করে
শীতের শীর্ণতা ঘুচে দেয়
নতুন বসন্তের রঙ,
জীবনের দূর্যোগ এবং কিছু বিপদ
আমাকে সোজা পথ দেখায়
আমি যখন লোভ ও হিংসার
মায়ায় পড়ি
আমাকে আড়ি ও আড়াল করে
আমি তখন বিধাতার রহস্য খুঁজি,
বিশ্বাস ও বাস্তবতার দোলায়
দোল খেয়ে বেড়াই
মানুষের উত্থান পতনের অভিজ্ঞতা সঞ্চয়ে
বেজায় মনোযোগী হই,
ক্ষুধা ও রিরংসা তাড়নায় যারা
মৃত্যু ভুলে থাকে
ভুলে হায় প্রাকৃতিক প্রতিশোধের নিদর্শন,
জীবনের রাজপথে সেসব মসিবত
মৃত্যুর মোহন প্রস্তুতি শেখায়
অনস্তিত্বের সত্য ও সুন্দরের সামনে
আমি মরমে বিনত হই।
মানুষের দম্ভ –ভয়ংকর হুমকিও
দেইনা পাত্তা
আমি হই সত্যিকারের মানুষ।

২২ আগস্ট ২০২৪

………..
থাকে যেন মুঠোয়
………..

এ ঘুণে ধরা ব্যবস্থা
এ বিজ্ঞান এ দর্শন
যত দেয়, কেড়ে নেয় বেশি
কেড়ে নেয় মানবিক বিশুদ্ধ প্রশান্তি।
মানুষের বিবেক বিবর্জিত
সুসজ্জিত রূপধন– লজ্জা
সেসব ঐশ্বর্য আজ কোথায়,
কোথায় খুইয়েছি পৈতৃক শ্রদ্ধা
স্নেহ মাতৃকা
বধুর বাসরের ধূপগন্ধী গভীরতা।
ভাইবোনের সবুজ ভালোবাসা
কেড়েছে উগ্র পুঁজিবাদ
মানবতার সুমহান আভিজাত্য
উন্মাদ আধুনিকতা করেছে হরণ,
উদগ্র লালসাগ্নি চরম ভোগবাদ
যুদ্ধের মাঝে আজ শান্তির সহমরণ।
স্বর্গমর্ত্য ব্যবধান কমাতে
চন্দ্রসূর্য বন্ধনের উত্তাপ সূত্রে
মানবতার কাছে মহাপ্রস্তাব,
মেটাতে হবে মানবশাস্ত্রের সাথে
সকল মতবাদের তিক্ত বিবাদ।
দর্শন বিজ্ঞান থাকে যেন মুঠোয়
ফুল-পাখি ভ্রমরের নিয়ন্ত্রণে,
সুখগুলো হাসি- আকাঙ্খার আশ্রয়ে।

২২ আগস্ট ২০২৪

………..
তুমি জানো
………..

তুমি জানো–তোমার বচন- শক্তি
আমাকে সহজেই আলোড়িত করে
সহজেই লালা ঝরায় মৌমাছির,
আমি প্রলুব্ধ হলেই সাড়া মেলবে
বিরোধ শেষ পর্যন্ত দ্বিধা জাগায়।
বিশ্বাসের সব ভালোবাসা ঝাপটে ধরে
জলধি আছড়ে পড়ে আচমকা জোছনায়,
এমন পূর্ণিমা মায়া কে পারে ভুলতে!
ভুলেই আছি শিরী লাইলী যুগ
এ শতাব্দী ‘উত্তর আধুনিক’ ভালোবাসার।
বিবর্তন ঘেন্না লাগায় হৃদয় সংকেতে,
চন্দ্রালোয় সংকট সবাইকে ভাবায়
কর্পোরেট ব্রাঞ্চমুখী করোনা দোহাই
বিদ্যুতে জ্বলবে কি চাঁদের বাতি?

২২ আগস্ট ২০২৪

………..
উদগ্র ক্রন্দন
………..

মৃত্যুকে অভিনন্দন
সে দেবে নিশ্চিত নিষ্কৃতি
অতৃপ্তির লাঞ্চনা ভীতি
না চাই মরতে
না চাই বাঁচতে চিরকাল
ইশ্বরে নশ্বরে বিতর্ক জাল
না চাই ধরতে
প্রেমের ইঁদুর
ছুঁড়ে দেয় দূর
ঘৃণার সবুর
প্রিয় – প্রিয়া চান
ভোগবিলাস মণিকাঞ্চন
দ্বন্দ্ব শোষণ হবেনা অবসান
দুনিয়া জন্মমৃত্যু সমান।
পুষি শুধু কামনার উদগ্র ক্রন্দন।

১০ সেপ্টেম্বর ২০২৪

………
অশ্রুর বুদ্বুদ
………

ওরা লেলিয়েছে কিছু ঘেউ ঘেউ
কষ্ট দিয়ে আনন্দ লাভের জন্যে
যখন সারমেয়ও থেমে গেল
তারা দুঃখ পেল
তাতেও আমার সুখের ভাগ্য অধরা,
সুখদুঃখের মহাসভ্যতায় সাঁতরে
মহাকূলে কূল খুঁজি
মহাসমুদ্রের সঞ্চয়ে দুঃখ গুঁজি।
দুঃখের অমৃতে অধম সুধা বিলাই।

৭ সেপ্টেম্বর ২০২৪

লেখক পরিচিতি
………..

গাজী গিয়াস উদ্দিন কবি-প্রাবন্ধিক, সম্পাদক, গীতিকার, সংবাদ কর্মী ও সাহিত্য সংগঠক। জন্ম : ৩০ অক্টোবর, ১৯৬০ খ্রিস্টাব্দ, গন্ধর্বপুর উপজেলা ও জেলা : লক্ষ্মীপুর। পিতা : হারিছ উদ্দিন আহমেদ। মাতা : সায়েরা খাতুন।
শিক্ষা : এমএম, বিএ সম্মান (বাংলা); এম এ (চবি-১৯৮৭)।

পেশা : সহকারী অধ্যাপক। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক : লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ (প্রতিষ্ঠা ১৯৯৯)। সম্পাদক ও প্রকাশক : মাসিক বাংলা আওয়াজ। প্রতিষ্ঠাতা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : লক্ষ্মীপুর প্রেসক্লাব। প্রাক্তন স্থায়ী সদস্য, চট্টগ্রাম প্রেসক্লাব ( ১৯৮৪ – ১৯৮৮) ।

প্রকাশিত কাব্যগ্রন্থ : হরিৎ পাণ্ডুলিপি (১৯৯৯), গোপনে লুকানো (২০০২), অকথিত (২০০৫), নান্দনিক পৃথিবী (২০০৬) সুন্দরের শুদ্ধাচারী (২০১৪), রহস্যের জহরমালা ( (গীতিকাব্য ২০১৬), কবিকে স্যালুট দাও (২০১৯), কবিতার নিরাময় বাণী (২০২৩)।

জীবনী গ্রন্থ : লক্ষ্মীপুরের স্মরণীয় বরণীয় (১৯৯৯)
ছোট উপন্যাস : স্ক্যান্ডাল (২০০১), ব্যভিচার (২০০২)।
মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ : মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস- লক্ষ্মীপুর জেলা (২০১৭)।
গবেষণা সহযোগী, এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন –রায়পুর উপজেলা (এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত), বঙ্গবন্ধু দুঃখী বাঙালির নেতা (২০২০)
২০১০ সালে বিটিভির ‘চেনাজানা’ অনুষ্ঠানে তাঁর একটি সুদীর্ঘ সাক্ষাৎকার প্রচার করা হয়।

সম্মাননা : রায়পুর তরুণ ও যুব ফোরাম বিশেষ সম্মাননা ২০১৪, লক্ষ্মীপুর জেলায় সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নতুন সংবাদ ডটকম কর্তৃক সম্মাননা ২০১৭। কবিতার জন্যে গুণীজন সম্মাননা : বাংলাদেশ কবি সংগঠন ১০ অক্টোবর ২০১৯, পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম, শাহবাগ, ঢাকা। আঞ্চলিক গবেষণার জন্য নোয়াখালী লেখক ফোরাম কর্তৃক কবি আবদুল হাকিম পুরষ্কার ২০২২, আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি ঢাকা কর্তৃক প্রদত্ত সাহিত্য ও সমাজকর্মে স্বীকৃতিস্বরূপ আল্লামা ইকবাল এ ওয়ার্ড ২০২৪, কাব্যকথা সাহিত্য পরিষদ ঢাকা কর্তৃক প্রদত্ত প্রবন্ধ সাহিত্যে কবি নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা ২০২৪। গীতিকার : বাংলাদেশ বেতার (ঢাকা) এর তালিকাভুক্ত গীতিকার (২০১৯)।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ