spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতামাদরেসার দিন ও অন্যান্য কবিতা

লিখেছেন : আবু তাহের তারেক

মাদরেসার দিন ও অন্যান্য কবিতা

আবু তাহের তারেক

……….
মাদরেসার দিনের কথা
……….

মাদরেসার দিনের কথা
মনে পড়ে আ. রহমান!

মায়া হরিণীর খোজে
আমরা হয়রান

হাকালুকির বিলে
দেওকলমের ঝোপ

বহু পথ হাটা হইল
বহু কথা বলা হইল

হরিণ কই
উদলা ঘরের ছানি!

মাখরাজ ফলো করি
আরবি পড়ার দিন

আমরা পার হইলাম
শরিয়তদের বেড়া

মায়া হরিণী মায়া হরিণী
তুমারে পাইতে হয়

এমনই কি বিলে
কলমির ছেমায়!

আমাদের ক্লাশের তাড়া
বাড়ি ফিরার ভয়

তুমি কি বুঝবা না!

………….
আমি তুমারে ছাইড়া যাইরাম
…………

আমি তুমারে ছাইড়া যাইরাম
যেলা দেহরে ছাইড়া যায় রুহু
পার হৈয়া ভিন্ন ভিন্ন পর্দা

তুমারে ছাইড়া যাইরাম
আছমান ভেদ করিয়া
দরিয়া পার হইয়া
মরুভূমির উপরে দিয়া

তুমারে ছাইড়া যাইরাম
অতিথি পাখির লাখান

তুমার আর আমার মাঝে
তৈয়ার অর স্থান-কালর দূরত্ব

সবতা ভইরা উঠের
ইয়াদর শূণ্য অবয়বে

…………
স্টেশনগুলা বন্ধুত্বের
…………

কুলাউড়ার পকরিতি দেখলাম
আখাউড়ার বাদাম খাইলাম
ভৈরবে কিছু হৈল না
ঢাকার লগে থাকলাম কিছুদিন
একদিন সব ছেড়ে গেলাম

………..
নভেম্বর ইন আশফোর্ড
………..

আশফোর্ডে নির্জন গাউয়ে
গাছেরা কিয়াম করতেছে
পাতারা মেন্দি লাগাইছে গায়

…………..
একটা খালি বাড়িত গেছলাম কাইলকে
…………..

একটা খালি বাড়িত গেছলাম কাইলকে
দেওয়াল ছাড়া একটা বাড়ি

আশপাশে মিষ্টি লাউয়ের ক্ষেত
মূল ঘরটায় অন্নেক সূর্যমুখী ফুল

তিন রঙের ফুল ফুটছিল
তখন বিয়ালকুর রইদ

আমরা খালি রুমগুলাতে
ঢুইকা পড়তেছিলাম

কেউ কারো লগে
কথা বলতে পারতেছিলাম না

কেউ কারো ভিতরে
ঢুকতে পারতেছিলাম না

এক কাপল আসল
ছবি তুলল

তারপর রাগের বশেই হয়ত
একজন গিয়া বসল গাড়িতে

আমরা যারা থাকলাম
সূর্যমূখী খেতের বাড়িতে

ঢুইকা পড়তে লাগলাম
তার কামরাগুলায়

………….
ও আমার পড়শি
………….

ও আমার পড়শি
পড়শি জাদুধন

তুমার পাশে
বাড়ি আমার

মাঝে কিসের বন
বলো, আমরার

দেখা অইত নায়
অইত নায় নি রে

…………..
পর্দার আড়ালেই থাকো
……………

পর্দার আড়ালেই থাকো রে বইন
হিজাব নিকাব আর বোরকার
তলে তলে বিচরণ করো

খবরদার তুমি বেপর্দা হইবা না
নাইলে পরে আমার মজনু দশা
কাইটা যাইব
আমার সফর থমকাইয়া যাইব

লতা পাতার মত বাড়তে থাকা আব্রু
ছাল বাকলের মত ঢেউ তোলা পর্দা
তার ভিতরে সুন্দর হরিণী

লাফ না দিও
খোয়াবের জানালা হইতে

………..
আমি রোজা রাখছি তাই
………..

আমি রোজা রাখছি
তাই গাছপালা রোজা

আমি হাটি
রোজাদার পকরিতি
মোর সহিত হাটে

আমি হাসি
শুকনা ডালপালা
বয়ারে দোল খায়

আমি উপভোগ করি
পকরিতির
এই শূন্যতা

………..
আসরের অক্ত আছে জানা
………..

আসরের অক্ত আছে জানা
মুগরিবের অক্ত আছে জানা

ফজর জোহর তাও জানা

তুমার লগে মিলনের অক্ত
জানা নাই জানা নাই

আমি জোনাই পোকা
তুমি আগুন রে

যত পারো জ্বালাও
আমার অক্তের কাজা নাই

………….
আমরা ইউনিয়ন হইবই
………….

আমরার ইউনিয়ন হইবই

এই বিচ্ছেদ সাময়িক
এই যাতনা সাময়িক

এই জ্বর ঘোর
পরিতাপের কারণ

সে আগুন

যা জ্বলতেছে
মিলনের অভাবে

আমরা মিলবই
চিনি না ত
কেউ কারো নাম-ধাম!

প্রতিদিন দেখি
প্রত্যহ থাকি

ডেইলি কাজা করি
মিলনের অক্ত

আমরা হইবই
একে অন্যের

শাহ রগের কাছাকাছি
থাকা ভক্ত!

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সৈয়দ সাইফুল্লাহ শিহাব on কবিতার স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গের কবিতা