ইমরুল হাসান
কয়দিন আগে একজন জার্নালিস্ট লগে কথা হইতেছিল, আমি তো পোগরাম-টোগরামে কমই যাই, তো, একটা পোগরামের শেষে নানান কথার ফাঁকে উনি দিলশানা পারুলের পি.আলোর নিউজ শেয়ার নিয়া বলতেছিলেন যে, সংবিধান কমিশনের রিপোর্ট সাবমিশনের যে, পিছনের আরবিতে লেখা কলেমা মুইছা দিছে অইটা সমস্যা! আবার কলেমার ছবি দিয়া ধর্মনিরপেক্ষতা বাদ দেয়ার কথা লেখছে, অইটাও সমস্যা, এইটা কেমনে হয়, যা করে তা-ই সমস্যাই!…
তখন আমি কইলাম, হাঁ, দুইটাই তো সমস্যা, পরেরটা বড় সমস্যা… ছবির ইমপ্যাক্ট তো বড়, এই কারনে ব্যাকগ্রাউন্ড বাতিল কইরা দিলে একটা distorted ঘটনা তো ঘটে, কিনতু তার চে বড় ইমপ্যাক্ট তৈরি করা যায় আসলে ছবিটা দেয়ার পরে একটা কনোটেশন তৈরি করতে পারলে যে, ধর্মনিরপেক্ষতা বাদ, তার মানে ইসলামি জঙ্গিবাদ ফিরা আসতেছে 🙂 পিছনের আরবি লেখা দেখতেছেন! বাঙালি জাতিবাদের লোকজনের জন্য অইটা বেশি ইমপ্যাক্টফুল আসলে (আনু মুহাম্মদদের কথা-বার্তা দিয়াও বেপারটা টের পাইবেন)… অনলাইনে তো শিকখিত ক্রাউড বেশি, অরা অই কোনোটেশনটার লগে বেশি কানেকট করতো পারবো, প্রিন্ট ভার্সনে আরবি হরফ ছাড়া ভিজুয়ালটা বরং বেটার… এইরকম ঘটনা আছে এইখানে
আমি বলতে চাইতেছি, মিডিয়া-আউটলেটগুলার কাজ সরাসরি মিছা-কথা কওয়া না (মানে, মিছা-কথাও কয়, না পারলে), বরং এইরকমের কনোটেশনগুলা তৈরি করা, যাতে কইরা একেকটা আইডিওলজির লোকজন দুইয়ে দুইয়ে দুইশ মিলাইতে পারে! ডালিম ফলের উপকারিতার নিউজের মানে হইতেছে মেজর ডালিমের কথা তো সিরিয়াসলি নেয়া যাবে না — অই এভিনিউ’টারে ওপেন করা, একটু হালকা কইরা ফেলা, ইভেন এনকাউন্টারও না করা…
এইরকম কনোটেশনগুলা যে খালি পলিটিকাল ফ্রেমিংগুলা তৈরি করে — তা না, অন্য অনেক বিষয়েই কাজ করে, যেমন বাংলাদেশের মেডিকেল সিসটেম’টারে ধ্বংস করার বেপারেও এইরকমের কনোটেশনের জায়গাগুলারে তৈরি করা হইছে কিছুটা, যেমন, নিয়মিত বিরতি’তে ‘ভুল চিকিৎসার’ রিপোর্ট পাইবেন নিউজ-আউটলেটগুলাতে… এই ভুল-চিকিৎসা তো ঘটে অবশ্যই, এবং মেডিকেল সার্ভিসের অবস্থাও খারাপ, কিনতু ‘ভুল-চিকিৎসার নিউজগুলা’ হইতেছে কফিনে পেরেক মারার মতো… বাংলাদেশে মেডিকেল সার্ভিসের অবস্থা খারাপই, কিনতু আপনার ডর’টা রি-কনফার্মড হবে এতে
এখন আপনি এইরকম নিউজ করা বাদ দিবেন — ঘটনা এইটা না, ঘটনা হইতেছে কোন নিউজ কোন রিডার-গ্রুপের কোন কোনোটেশনরে জাগায়া তুলতে চায় — সেইটা খেয়াল না কইরা থাকাটা সম্ভব না আসলে! মানে, যেই জেনারালাইজেশনের দিকে এই ঠেইলা দিতে চায়, সেইটা হইতেছে ঘটনা! আপনার-আমার মনে কিছু ধারনা আছে, কোন নিউজ যখন অই ধারনার কনফার্মেশন হিসাবে হাজির হয়, সেইটা হইতেছে প্রবলেমেটিক…
যেমন, ধর্মনিরপেক্ষতা নামের সিউডো জিনিসটারে বাদ দেয়ার কথা বলা হইছে, এবং পিছনে আরবি হরফও আছে, কিনতু দুইটা মিইলা যেই ‘ইসলামি জঙ্গিবাদ ফিরা আসতেছে’র কনোটেশনটা তৈরি করতে চাইতেছে — সেইটা কোন জার্নালিজম না, বরং জার্নালিজমের জন্য একটা বড় সমস্যা, এইটা বুঝতে এবং মানতে পারাটা দরকার…
আর এইরকম কনোটেশন তৈরি করতে পারাটা ভালো-সাহিত্য না, খারাপ জার্নালিজম