আমান আবদুহু
পাবলিক আজকে গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামীদের তীর্থস্থান বত্রিশ নাম্বার সমান করে দেয়ার চেষ্টা করতেছে। এই পরিস্থিতিতে তিনজন মানুষ আপ্রাণ চেষ্টা করতেছে থামানোর, অন্য তিনজন মানুষের জন্য এটা হয়ে গেছে একটা অগ্নিপরীক্ষা।
ওয়াকারুজ্জামান, আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুকী।
যদি সরকারী শক্তিপ্রয়োগ হয়, তাহলে তা ওয়াকারের কাজ। যদি প্রতিবাদীদের মাঝে ভাঙন, সংশয় ও কোন্দল তৈরি হয় রাতের ভেতর, তা আসিফ নজরুলের কাজ। যদি শিল্পী লেখক সাহিত্যিক এইসব চদুরা ওখানে উপস্থিত হয়, তাহলে তা ফারুকীর কাজ।
এদিকে আজকে পরীক্ষা হবে তিন ছাত্র উপদেষ্টার সতীত্বের। নাহিদ, আসিফ, মাহফুজ। যদি এদের কেউ বত্রিশ নাম্বারে উপস্থিত হয়ে নিজের হাতে কোদাল শাবল তুলে নেয় তাহলে বুঝা যাবে এরা বাংলাদেশের মানুষের নেতা হতে পারবে। আর যদি লুকায়ে থাকে তাহলে বুঝা যাবে এদের নিতম্ব প্রাডো গাড়ির সিটে আটকে গেছে।