মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
……………
পৃথিবী বদলায়, বদলায় মানুষের মুখ
……………
পৃথিবীও বদলায় রহস্যের ঘেরাটোপে
বদলায় মানুষের মুখ!
বদলে যায় মায়ামগ্ন জীবন নিয়তির
নিয়মে,শ্রীপৃথিবী জানে—
বদলে বদলে অনন্তকাল
বেঁচে থাকাটাই মৃত্যুর তূণের ছিলায়
মৃত্যুময় জীবন এই তো—
বিধাতার বেঁধে দেয়া নিয়তিবৃত্ত
অপ্রতিরোধ্য বিদেহী গীতিকা
আরশি নদী বয়ে যায় স্রোতের বিপরীতে
বিরহের নাগরদোলা যেন
মেতে ওঠে অন্তহীন জীবনের প্রপাতে
জীবনটাই তো আহা!
পরাজিত মোহের মন্দাক্রান্তা সৌকর্য
মানুষও বদলায়
বদলায় প্রতিশ্রুতি মুখঃনিসৃত
কিংবা—প্রতিশ্রুতি নিঃসৃত
ভালোবাসার মন্ত্রজাল
আসলে কে করে কার
এই পৃথিবীতে দেখভাল!
মানুষ কী জানে, মানুষের জীবনটা কী!
জীবন তো—অ্যান্ড্রয়েড ফোনের
সাদৃশ্য কীপ্যাড
বস্তুত শরীরি জীবন!
চক্রজালে আঁকড়ে থাকা অমিত
দিকচক্রবালে পড়ে থাকা ভাঙা শানকি…।
……………
নদীদীর্ঘ রাত্রি
……………
প্রতিটা ভোরই বাসনার হলুদভেজা
গোধূলি পেরোয়, অতঃপর—
যাপন করে রাত্রির অফুরন্ত
নিস্তব্ধতা আর—নিয়তির অন্ধকারে
দীর্ঘ হবার স্বপ্ন ভাঙ্গে…
দগ্ধমুখ আয়ু বয়ে চলে নদীদীর্ঘ রাত্রি
নিখাদছটা’র সঙ্গম তৃষায়;
নিশি তাতানো ঠোঁটে উৎকীর্ণ করে রাখি
জ্যোৎস্না ভাঙার দুঃখ…
দীর্ঘশ্বাস বোঝাই শকট ছুটেই চলেছে
গীতল কান্নাগুলো ঠোঁট ভাঙলে
বেজে ওঠে নিরীহ জীবনের মৃদঙ্গ …।
…………..
ইতর খাদক
……………
কে তুমি প্রেমহীন, জ্যোৎস্নাভুক রাত্রির খদ্দের
আক্রোশে ক্রোধোন্মত্ত, কোন সে স্থিতপ্রজ্ঞ?
ভেঙে দিতে চাও অনিবার্য স্বাপ্নিক হাত
বিদঘুটে, একরোখা, কোথাকার ইতর খাদক
আরণ্যক অধিকার কিংবা মাটির ন্যায্যতা
গিলে খেতে চাও শকুনরূপে!
সূর্যোদয়ের পথে হয়ে ওঠো সুরহিংস্র বীণা
ছিনালি ঠোঁটে তবুও দম্ভ প্রগাঢ় খুব!
প্রহসনের নীলচে বিগারে পুড়ছে প্রেমিক হৃদয়…।
পরিচিতি
………….
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী। একজন বাংলাদেশী কবি, লেখক ও সাংবাদিক। প্রকাশিত গ্রন্থ ৫টি। সম্পাদক সাহিত্যের ছোটোকাগজ ‘বাঁশতলা’। সাংবাদিকতা ও লেখালেখি ঘিরেই কবির যাপনকাল। তাঁর জন্ম ১ জানুয়ারি বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে। লেখাপড়া এমএ, এলএলবি। কৈশোর থেকে তাঁর টান ছিল সাহিত্য-সাংবাদিকতার প্রতি। লেখালেখির নেশা ছিল প্রবল। সেই থেকে সাংবাদিকতা পেশায় জড়িয়ে পড়া। তাঁর প্রকাশিত গ্রন্থ সমূহ: একাত্তরের যুদ্ধবীর, প্রেরণার বাতিঘর (আবদুল মজিদ মাস্টার স্মারকগ্রন্থ), মুক্তিযুদ্ধে জননেতা আবদুল হক, ১৯৭১: যুদ্ধজয়ীদের কথা, কুড়ানো সুখ (কবিতাগ্রন্থ) স্বপ্ন শতদল (যৌথ কাব্যগ্রন্থ) ইত্যাদি।