প্রাক কথন
এক.
জাদুবাস্তবতা বলে একটা কথা আছে। আধুনিক বাংলা কবিতার জাদুকর রবীন্দ্রনাথ- নজরুল-মাইকেল- জীবনানন্দ-জসীম উদ্দীন-সুকান্ত-ফররুখ, শামসুর রাহমান-আল মাহমুদ ও নির্মলেন্দু গুণ প্রমুখ।
গাজী গিয়াস উদ্দিন মূলত আশি দশকের কবি। তবে তিনি চিহ্নিত হন আরো পরে। ‘শঙ্খ পারের হেলেন’ তার নবম কাব্যগ্রন্থ। ২০২৩ ও ২০২৪ কালপর্বে লেখা কবিতা থেকে বাছাইকৃত অধিকাংশ কবিতা এ গ্রন্থে স্থান পেয়েছে। কবিতাগুলো মুক্ত ছন্দে রচিত গদ্য কবিতা।
রোমান্টিকতা ও মানবতা কবিতাগুলোর মূল উপজীব্য। ব্যক্তি শুদ্ধাচার ও কবি চিন্তার দার্শনিক সুলভ অনুসন্ধিৎসা নানা ভাবে, বিষয়ে প্রকরণে প্রকাশের প্রচেষ্টা এসব কবিতায় বিধৃত। গাজী গিয়াস উদ্দিনের কবিতা ভুল-শুদ্ধের সমাজ ও মনস্তাত্ত্বিক সমীক্ষা। আমাদের বিশ্বাস, কবিতার বিশুদ্ধতা ও সৌন্দর্যের বিচারক হচ্ছেন সমালোচক ও বোদ্ধা পাঠক।
দুই.
গাজী গিয়াস উদ্দিন একজন প্রাবন্ধিক। শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের সাহিত্য বিভাগে তার কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়। এটাই তার প্রথম প্রবন্ধ সংকলন। মূলত সাহিত্য বিষয়ক প্রবন্ধসমূহ এ গ্রন্থে প্রাধান্য পেয়েছে।
বলা বাহুল্য, এ সংকলনটি ব্যতিক্রম। একই মলাটে পাঠক কবিতা ও প্রবন্ধের দুটো গ্রন্থ পাচ্ছেন।
লেখক পরিচিতি
………
গাজী গিয়াস উদ্দিন : কবি-প্রাবন্ধিক, সম্পাদক, গীতিকার সংবাদ কর্মী ও সাহিত্য সংগঠক। জন্ম : ৩০ অক্টোবর, ১৯৬০ খ্রিস্টাব্দ, গর্ন্ধবপুর উপজেলা ও জেলা-লক্ষ্মীপুর। পিতা : হারিছ উদ্দিন আহমেদ। মাতা : সায়েরা খাতুন।
শিক্ষা : এমএম, বিএ সম্মান (বাংলা); এম এ (চবি-১৯৮৭)।
পেশা : সহকারী অধ্যাপক। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক-লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ ( প্রতিষ্ঠা ১৯৯৯)। সম্পাদক ও প্রকাশক- মাসিক বাংলা আওয়াজ। প্রতিষ্ঠাতা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, লক্ষ্মীপুর প্রেসক্লাব। প্রাক্তন স্থায়ী সদস্য,চট্টগ্রাম প্রেসক্লাব ( ১৯৮৪ – ১৯৮৮) ।
প্রকাশিত কাব্যগ্রন্থ : হরিৎ পাণ্ডুলিপি (১৯৯৯), গোপনে লুকানো (২০০২), অকথিত (২০০৫), নান্দনিক পৃথিবী (২০০৬) সুন্দরের শুদ্ধাচারী (২০১৪), রহস্যের জহরমালা ( (গীতিকাব্য ২০১৬), কবিকে স্যালুট দাও (২০১৯), কবিতার নিরাময় বাণী (২০২৩)।
জীবনী গ্রন্থ : লক্ষ্মীপুরের স্মরণীয় বরণীয় (১৯৯৯)
ছোট উপন্যাস : স্ক্যান্ডাল (২০০১), ব্যভিচার (২০০২)।
মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ : মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস- লক্ষ্মীপুর জেলা (২০১৭)।
গবেষণা সহযোগী, এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন – রায়পুর উপজেলা (এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত), বঙ্গবন্ধু দুঃখী বাঙালির নেতা (২০২০)
২০১০ সালে বিটিভির ‘চেনাজানা’ অনুষ্ঠানে তাঁর একটি সুদীর্ঘ সাক্ষাৎকার প্রচার করা হয়।
সম্মাননা : রায়পুর তরুণ ও যুব ফোরাম বিশেষ সম্মাননা ২০১৪, লক্ষ্মীপুর জেলায় সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নতুন সংবাদ ডটকম কর্তৃক সম্মাননা ২০১৭। কবিতার জন্যে গুণীজন সম্মাননা : বাংলাদেশ কবি সংগঠন ১০ অক্টোবর ২০১৯, পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম, শাহবাগ, ঢাকা। আঞ্চলিক গবেষণার জন্য নোয়াখালী লেখক ফোরাম কর্তৃক কবি আবদুল হাকিম পুরষ্কার ২০২২, আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি ঢাকা কর্তৃক প্রদত্ত সাহিত্য ও সমাজকর্মে স্বীকৃতিস্বরূপ আল্লামা ইকবাল এওয়ার্ড ২০২৪, কাব্যকথা সাহিত্য পরিষদ ঢাকা কর্তৃক প্রদত্ত প্রবন্ধ সাহিত্যে কবি নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা ২০২৪।
গীতিকার : বাংলাদেশ বেতার (ঢাকা) এর তালিকাভুক্ত গীতিকার (২০১৯)।
মোবাইল : ০১৬১২-৯৪২২৯৬