spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদসাম্প্রতিকআল মাহমুদ চর্চায় শাহ আব্দুল হালিম (র.) পদক পেলেন চার গুণীজন

প্রতিবেদন : আবু তাহসীন

আল মাহমুদ চর্চায় শাহ আব্দুল হালিম (র.) পদক পেলেন চার গুণীজন

শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) ঢাকার মিরপুরে লালকুঠি সাহিত্য পরিষদের উদ্যোগে আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা, কবিতা পাঠ ও চার কবি-গবেষককে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। এদিন আমেরিকা প্রবাসী কবি ও সম্পাদক সাজ্জাদ বিপ্লবসহ আরও তিন আল মাহমুদ গবেষককে এ পদকে সম্মানীত করা হয়।
তারা হলেন অধ্যাপক কবি মহিবুর রহিম,কবি আবিদ আজম ও কবি সাকিল মাহমুদ।

কবি আমিন আল আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালকুঠি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন,

‘ গেল পনেরো বছরে আক্রোশের বশবর্তী হয়ে ফ্যাসিবাদী সরকার আল মাহমুদের অনেক কবিতা পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়েছে। এমনকি ভাষা আন্দোলন নিয়ে কবির বিখ্যাত কবিতাটিও বাদ দেওয়া হয় পাঠ্যপুস্তক থেকে। তাই জুলাই অভ্যুত্থানের পরের বাংলাদেশে নজরুলের পাশাপাশি কবি আল মাহমুদের সাহিত্যকে পাঠ্যপুস্তকসহ উচ্চশিক্ষায় ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে বাংলা ভাষার প্রধান এই কবিকে নিয়ে একটি ইনস্টিটিউট গঠনেরও দাবি জানান তিনি।

অধ্যাপক কবি মহিবুর রহিম
বলেন, আল মাহমুদ ছিলেন বাংলার গণমানুষের কবি। এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের প্রতিনিধি ছিলেন তিনি।

বক্তারা আল মাহমুদের মৃত্যুর পর তার লাশ শহীদ মিনারে নিতে না দেওয়ার তীব্র নিন্দা জানান।
তাজ ইসলাম তার বক্তব্যে তৎকালীন সরকার আল মাহমুদকে ঢাকায় এমনকি নিজ ভিটিতে দাফন না করে গণকবরস্থানে দাফনের মতো ঘৃণ্য ষড়যন্ত্রের কড়া সমালোচনা করেন।

লালকুঠি সাহিত্য পরিষদ এর দফতর সচিব ক্বারি ও কন্ঠশিল্পী হাবিবুর রহমান এর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নজরুল ফররুখ গবেষণা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও কালচারাল রিসার্চ সেন্টার এর নির্বাহী পরিচালক জনাব এমদাদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি গবেষক ও চিন্তক তাজ ইসলাম , প্রখ্যাত সংগীতশিল্পী ও গীতিকার জনাব লিটন হাফিজসহ অনেকেই।

কবি আল মাহমুদ অনূদিত ইমাম খোমেনী (র) এর কবিতা পাঠ করেন কবি হুমায়ুন মোহাম্মদ। নজরুলের ইসলামী সংগীত গেয়ে শোনান কবি ও মর্সিয়া লেখক শাহনওয়াজ তাবীব, ও ইউজার্সিফ।

প্রতিবেদক:আবু তাহসীন

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সাদ আব্দুল ওয়ালী on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
রাবেয়া আখুঞ্জী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
শামসুল হক এস এইচ নীর on নাকাবা কিংবা বিপর্যয়ের দিনগুলো